গৌতমের ডাকে মানিক শ্যামনগরে
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
পঞ্চায়েত ভোটের প্রচারে পশ্চিমবঙ্গে আসছেন দেশের একমাত্র বাম-শাসিত রাজ্য ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার। তাঁকে প্রচারে আনার মূল উদ্যোগ সিপিএমের উত্তর ২৪ পরগনা জেলা সম্পাদক গৌতম দেবের। তাই গৌতমবাবুর জেলাতেই প্রথম কর্মসূচি মানিকবাবুর। উত্তর ২৪ পরগনার শ্যামনগরের গুড়দহ এলাকায় আগামী শুক্রবার সমাবেশ করার কথা ত্রিপুুরার মুখ্যমন্ত্রীর। ওই জেলারই বনগাঁতেও প্রচারে যাওয়ার পরিকল্পনা রয়েছে সিপিএমের পলিটব্যুরো সদস্য মানিকবাবুর। তবে সবই নির্ভর করছে পঞ্চায়েত ভোট নিয়ে কলকাতা হাইকোর্টে শেষ পর্যন্ত কী ফয়সালা হয়, তার উপরে! কয়েক মাস আগেই ত্রিপুরায় বিপুল ভোটে জিতে মানিকবাবুর নেতৃত্বে ফের সরকার গড়ে বামেরা। অতি সম্প্রতি পঞ্চায়েতের বেশ কিছু আসনের উপনির্বাচনেও বড় সাফল্য পেয়েছে তারা। সেই অভিজ্ঞতার নিরিখেই পশ্চিমবঙ্গে বামেদের হয়ে সওয়াল করবেন মানিকবাবু। ভিন্ রাজ্য থেকে মানিকবাবুকে আনার পাশাপাশিই এসএফআইয়ের সাধারণ সম্পাদক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কেও এ বার পঞ্চায়েত ভোটের কাজে ব্যবহার করছে সিপিএম। এবং ঋতব্রতকেও সাংগঠনিক ভাবে কাজ করতে দেওয়া হয়েছে গৌতমবাবুর জেলাতেই। দিল্লি-কাণ্ডের পরে দলের এই ছাত্র-নেতাকে প্রকাশ্য কর্মসূচিতে আপাতত কতটা ব্যবহার করা উচিত, তা নিয়ে প্রশ্ন ছিল সিপিএমের অন্দরেই। কিন্তু আলিমুদ্দিন সেই সংশয় উড়িয়ে দিয়েছে।
|
ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান পার্থর
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
নারী নির্যাতন রুখতে শিল্পী-সাহিত্যিক বুদ্ধিজীবীদের সাহায্য চেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁরই মন্ত্রিসভার সদস্য পার্থ চট্টোপাধ্যায় এ বার ধর্ষণের মতো সামাজিক ব্যাধির মোকাবিলায় বিদ্বজ্জনদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানালেন। মঙ্গলবার সন্ধ্যায় হুগলির সপ্তগ্রামে নির্বাচনী প্রচারে গিয়ে পার্থ বলেন, “অনেক ক্ষেত্রে দেখছি, ধর্ষণের মতো ব্যাধি নিয়ে বিদ্বজ্জনদের সামনে রেখে সমাজ দ্বিধাবিভক্ত হয়ে পড়ছে। এই ব্যাধিকে নির্মূল করতে ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন। অনেক ক্ষেত্রে দেখছি রাজনৈতিক শক্তি বিদ্বজ্জনদের যেন আলাদা করে দিচ্ছে।” বিদ্বজ্জনদের প্রতি তাঁর আহ্বান, “আপনারা কবিতা লিখে, গান গেয়ে, নাটক করে এর মোকাবিলায় আমাদের সাহায্য করতে পারেন।” তাঁর অনুরোধ, “নারী নির্যাতনের প্রতিবাদের প্রশ্নে বিভাজন রাখা উচিত হবে না।” |