প্রশ্ন: আমেরিকার অর্ধেক কেবল চ্যানেলে ক্রিকেট দেখায় না। এত ভাল ফাইনাল ম্যাচটা মিস করে গেলেন তো!
কপিল: মিস করিনি। ইন্টারনেটে দেখলাম।
প্র: তাই?
কপিল: দুর্ধর্ষ ম্যাচ। শুরুর দিকটা খাবলা খাবলা দেখেছি। ধৈর্য থাকছিল না। বৃষ্টিতে একবার বন্ধ হচ্ছে। একবার হচ্ছে। শেষের দিকটা পুরো দেখলাম। উফ!
প্র: ভারত যেমন অবিশ্বাস্য ভাবে এজবাস্টন ফাইনাল বার করল তার সঙ্গে অনেকে তিরাশির লর্ডসের মিল পাচ্ছেন।
কপিল: আমাদেরটা অনেক পিছনে চলে গিয়েছে। অতীতকে অস্বীকার করার মানে হয় না। আবার অতীত নিয়ে পড়ে থাকারও মানে হয় না। এখন নতুন সময়! নতুন দিন! নতুন চ্যাম্পিয়ন! দেশ বিভোর থাক ওদের নিয়ে!
প্র: আপনি যা-ই বলুন, দু’টো ফাইনালে প্রচুর মিল। শুধু ভিভের ক্যাচটা ছিল না!
কপিল: সবাই আমার ওই ক্যাচের কথা বলে। আমি বরাবর বলে এসেছি টার্নিং পয়েন্ট ছিল গ্রিনিজের উইকেট। সাঁধুই আমাদের টগবগে করে দিয়েছিল। ছাড়ুন, ছাড়ুন, ধোনিদের কথা বলুন।
প্র: ধোনিকে বলা হচ্ছে ভারতের সর্বকালের সেরা অধিনায়ক। আপনি—কপিল দেব কী বলেন?
কপিল: কোনও কিছু বলার প্রয়োজন আছে নাকি? প্রমাণই তো হয়ে গেছে যে ও শুধু ভারত-সেরা নয়, সব দেশ মিলিয়ে ফাইনেস্ট ক্যাপ্টেনদের একজন। আমরাপ্রাক্তনরা ওকে শুধু দূর থেকে বলতে পারি, ওয়েল ডান। কী সময়ের মধ্যে তুমি ট্রফিটা এনে দিয়ে আমাদের ক্রিকেটটাকে আলোয় ফেরালে! |
|
প্রশ্ন: লর্ডসের অধিনায়ক কপিল আর এজবাস্টনের অধিনায়ক ধোনি। দু’জনের তুলনাটা?
কপিল: কোনও তুলনাই হয় না। আমি ইতিহাস। ধোনি ভীষণ জাগ্রত বর্তমান। বর্তমানের সব সময়
প্রাধান্য পাওয়া উচিত। আর বর্তমান তো সত্যিই যোগ্য। এই সময়ে টিমটাকে জিতিয়ে আনল! বাঃ! |
|
প্র: ইংরেজ ক্রিকেটলিখিয়েরা বলছেন, শিখর ধবনের গোঁফ পাকানোর ধরনটাই এ বারের গ্রীষ্মে ভারত। বন্য, পুরুষালি, আক্রমণাত্মক।
কপিল: আমার তো মন ভরে গেছে এত দূরে বসেও। কী চালিয়ে খেলে এক-একটা ছেলে। বিরাট। শিখর। রোহিত। ধোনি নিজে! ধোনি এক জন দুর্ধর্ষ ফিনিশার।
প্র: লর্ডসের অধিনায়ক কপিল আর এজবাস্টনের অধিনায়ক ধোনি। দু’জনের তুলনাটা?
কপিল: কোনও তুলনাই হয় না। আমি ইতিহাস। ধোনি ভীষণ জাগ্রত বর্তমান। বর্তমানের সব সময় প্রাধান্য পাওয়া উচিত। আর বর্তমান তো সত্যিই যোগ্য। এই সময়ে টিমটাকে জিতিয়ে আনল! বাঃ! আমি তো টুর্নামেন্টে এক-একটা বাচ্চা ছেলেকে দেখেছি আর ভেবেছি, এক-একটা না কাটা হিরে! কী খেলেছে চাপের মুখেও। এই না হলে আর বিশ্বচ্যাম্পিয়ন!
প্র: প্রথম বিশ্বকাপ জেতার আজ কিন্তু তিরিশ বছর হল!
কপিল: হুঁ মনে না থেকে উপায় নেই। মেসেজ আসা শুরু হয়ে গেছে।
প্র: বিশ্বজয়ের তিরিশ বছরে আনন্দবাজার এবং বাংলার সবার তরফ থেকে আপনাকে উষ্ণ শুভেচ্ছা।
কপিল: অনেক ধন্যবাদ। কিন্তু আবার বলি, আমাদের কথা মাথায় রেখে দেশবাসী আনন্দ করুক ধোনিদের নিয়ে। ওরাই নতুন প্রজন্ম যারা সাম্প্রতিক সময়ে দেশের এতটা ইজ্জত বাড়িয়ে দিল। |