টুকরো খবর
মেদিনীপুরের চারটি ওয়ার্ড কাউন্সিলর-শূন্য
প্রাক্তন পুরপ্রধান তথা কাউন্সিলর গৌরী ঘোষের মৃত্যুতে শহরের ২৪টি ওয়ার্ডের মধ্যে ৪টি ওয়ার্ড কাউন্সিলর- শূন্য হয়ে পড়ল। আগে থেকেই ৩টি ওয়ার্ড কাউন্সিলর- শূন্য ছিল। এই ওয়ার্ডগুলোয় উপ- নির্বাচনও হয়নি। ২০০৮ সালের ২৯ জুন মেদিনীপুর পুরসভা নির্বাচন হয়েছিল। সেই অনুযায়ী, চলতি মাসের শেষেই পুরভোট হওয়ার কথা। কিন্তু হচ্ছে না। রাজ্য সরকার আগামী সেপ্টেম্বরে ভোট করতে চাইছে। গৌরীদেবী ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। আগে শহরের ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রফুল্ল শাসমল, ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ভানুরতন গুঁইন, ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবী চক্রবর্তী মারা যান। প্রফুল্লবাবু এবং ভানুরতনবাবু বার্ধক্যজনিত রোগে ভুগেছেন। দেবীদেবীর মৃত্যু হয় এক পথ দুর্ঘটনায়। কাউন্সিলর-শূন্য ওয়ার্ডের কাজকর্ম পরিচালন করে ওয়ার্ড কমিটি। আগে ৩টি ওয়ার্ডের ক্ষেত্রে তাই হচ্ছে। এ বার ৬ নম্বর ওয়ার্ডেও হবে। পুরপ্রধান প্রণব বসু বলেন, “ওয়ার্ড কমিটিই কাজ দেখভাল করবে।”

ডেবরায় ধৃত সিপিএম কর্মী
তৃণমূলের ফ্লেক্স ছেঁড়ার ঘটনায় এক সিপিএম কর্মীকে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি ডেবরার। পুলিশের বক্তব্য, নির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে একজনকে গ্রেফতার করা হয়েছে। ডেবরার ভগবানপুর- নন্দেশ্বর ও তার আশপাশে তৃণমূলের ফ্লেক্স-ফেস্টুন লাগানো হয়েছে। মঙ্গলবার সকালে দেখা যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি-সহ কিছু ফ্লেক্স ছেঁড়া। তৃণমূলের অভিযোগ, সিপিএমের লোকজনই এ কাজ করেছে। জেলা পরিষদ আসনে তৃণমূল প্রার্থী বিবেক মুখোপাধ্যায়ের দাবি, “ইচ্ছে করেই এমন কাজ করা হয়েছে। মুখ্যমন্ত্রীর ছবি থাকা ফ্লেক্স ছিঁড়ে এলাকায় সন্ত্রাসের আবহ তৈরি করারই চেষ্টা হয়েছে।” সিপিএমের ডেবরা জোনাল কমিটির সম্পাদক প্রাণকৃষ্ণ মণ্ডল বলেন, “কত জায়গায় কত ফ্লেক্স- ফেস্টুন রয়েছে। আমাদের কেউ এমন নোংরা কাজ করে না।”

২ জুলাই ভোট, নিশ্চিত সুব্রত
নির্বাচন নিয়ে অনিশ্চয়তা কাটেনি। আজ, বুধবার আদালত কী বলে সকলেই সে দিকে তাকিয়ে। অথচ, মঙ্গলবার বিকেলে দলীয় সভায় সাংসদ তথা তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী দাবি করলেন, আগামী ২ জুলাই পশ্চিম মেদিনীপুরে পঞ্চায়েত নির্বাচন হবে। তাঁর কথায়, “নির্বাচন কমিশনে আমাদের আস্থা আছে। আদালতের উপর বিশ্বাস আছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা আছে। আপনারা সচিত্র পরিচয়পত্র নিয়ে ২ জুলাই বুথে ভোট দিতে যাবেন। ভারতবর্ষে কোনও শক্তি নেই যে নির্বাচন আটকাবে।” এ দিন বিকেলে গড়বেতার ধাদিকা, ডেবরার লোয়াদায় সভা করেন সুব্রতবাবু। তাঁর মতে, “মমতার হাতেই বাংলা নিরাপদ এবং সুরক্ষিত।” বৃষ্টির মধ্যেও দু’টি সভায় ভালই ভিড় হয়েছিল।

ভ্যান উল্টে জখম
গড়বেতায় তৃণমূলের সভা শেষে ফেরার পথে পিক-আপ ভ্যান উল্টে জখম হলেন একজন। মঙ্গলবার সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটে শ্যামনগরে। ধাদিকায় তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীর সভা শেষে পিক-আপ ভ্যানে জনা পনেরো সমর্থক ফিরছিলেন। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটি উল্টে যায়। একজনের আঘাত গুরুতর ছিল। তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়।

বজ্রাঘাতে মৃত বৃদ্ধ
বাজ পড়ে এক বৃদ্ধের মৃত্যু হল। মৃতের নাম বঙ্কিম সিংহ (৬৫)। বাড়ি শালবনি থানার বিষ্ণুপুরে। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, চাষের কাজে মঙ্গলবার সকালে জমিতে গিয়েছিলেন বঙ্কিমবাবু। সেই সময়ই বাজ পড়ে তাঁর মৃত্যু হয়।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.