দুর্ঘটনায় মৃত্যু গবেষিকার
নিজস্ব সংবাদদাতা • বোলপুর |
পথ দুর্ঘটনায় সোমবার রাতে মৃত্যু হল বিশ্বভারতীর এক ছাত্রীর। মৃতার নাম পৌষালী বন্দ্যোপাধ্যায় (২৬)। বাড়ি বোলপুরের বাইপাস লাগোয়া রবীন্দ্রপল্লিতে। তিনি উদ্ভিদবিদ্যা বিভাগের গবেষক। সোমবার রাতে দুর্ঘটনাটি ঘটে শ্রীনিকেতন রাস্তায়, রবীন্দ্র বীথি বাইপাস ও জামবুনি বাসস্ট্যান্ড লাগোয়া এলাকায়। ওই দিন স্কুটি নিয়ে শ্রীনিকেতনের দিকে যাচ্ছিলেন ওই ছাত্রী। উল্টো দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগলে গুরুতর আহত হন ওই ছাত্রী। স্থানীয় বাসিন্দারা ওই ছাত্রীকে উদ্ধার করে বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করেন। রাতেই সেখানে তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনার খবর চাউর হতেই শহরে দ্রুত ও বেপরোয়া গাড়ি চালানোর প্রতিবাদে পুলিশকে ঘিরে কিছুক্ষণ বিক্ষোভ দেখান বাসিন্দাদের একাংশ। ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়ার আশ্বাস পাওয়ার পরে আটক ওই ট্রাককে পুলিশের হাতে তুলে দেন বাসিন্দারা।
|
‘শ্লীলতাহানি’, ধৃত নাবালক
নিজস্ব সংবাদদাতা • সাঁইথিয়া ও ময়ূরেশ্বর |
শ্লীলতাহানির অভিযোগে নবম শ্রেণির এক ছাত্রকে গ্রেফতার করল পুলিশ। সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে ময়ূরেশ্বর থানা এলাকায়। ধৃত ওই ছাত্রকে মঙ্গলবার সিউড়ি জুভেনাইল আদালতে তোলা হলে জামিন হয়ে যায়। পাড়ার বাসিন্দা তথা ওই ছাত্রের কাকার দাবি, “অভিযোগকারিণী সম্পর্কে আমার পিসি হয়। ওই দিন বিকেলে পাড়াতেই যন্ত্রচালিত রিকশায় বসে ৮-১০ জন ছেলে-মেয়ে গল্প করছিল। ওই দলে ভাইপো ও অভিযোগকারিণীর ভাইঝিও ছিল। হঠাৎ অভিযোগকারিণী এসে ভাইপোকে বকাবকি করে। দু’জনের মধ্যে তর্কাতর্কি থেকে ধাক্কাধাক্কি হয়। দুই পরিবারের মধ্যে বিবাদও হয়। বিষয়টি ওখানে মিটে গিয়েছিল। কিন্তু সে যে মিথ্যা অভিযোগ করবে ভাবতে পারিনি।” ওই দিন রাত ৮টা নাগাদ বাড়িতে একা পেয়ে পড়শি বিবাহিত এক যুবক বধূকে ধর্ষণ করেছে বলে অভিযোগ ওঠে ময়ূরেশ্বর থানা এলাকায়। অভিযুক্তের খোঁজ করছে পুলিশ।
|
ট্রেনে অজ্ঞান করে লুঠ
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
ফিরছিলেন কামাখ্যা থেকে। ট্রেনে অচৈতন্য করে তাঁর সর্বস্ব লুঠ করল দুষ্কৃতীরা। চায়ে মাদক মিশিয়েই বিশ্বজিৎ হালদার নামে ওই যুবক যাত্রীকে অজ্ঞান করা হয়েছিল বলে পুলিশের অনুমান। সোমবার রাতে ঘটনাটি ঘটে রামপুরহাট স্টেশনের কাছে। পূর্ব যাদবপুরের অহল্যানগরের বাসিন্দা বিশ্বজিতের অভিযোগ, রামপুরহাটে পৌঁছতেই এক সহযাত্রী তাঁকে চা খাওয়ান। চায়ে চুমুক দেওয়ার পরে আর কিছু মনে নেই তাঁর।
|
বিজেপি প্রার্থীকে প্রচারে বাধা এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। সোমবার ঘটনাটি ঘটেছে ময়ূরেশ্বরের ষাটপলশা পঞ্চায়েত এলাকায়। স্থানীয় তৃণমূল নেতৃত্ব অবশ্য ওই অভিযোগ অস্বীকার করেছে। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিতিত্তে তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। |