দুটি পৃথক এলাকা থেকে দুই দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার গভীর রাতে উত্তর দিনাজপুরের গোয়ালপোখর ও চাকুলিয়া এলাকায় ঘটনাটি ঘটেছে। পুলিশ জানায়, ধৃতদের নাম মহম্মদ কামাল ও মহম্মদ আসলাম। দুই জনের বাড়ি গোয়ালপোখর এলাকায়। ধৃতেরা ব্যাঙ্ক ডাকাতি, বাইক ডাকাতির ঘটনার সঙ্গে জড়িত বলে পুলিশ জানিয়েছে।
সিটুর প্রচার। সোমবার বিকালে নাগরাকাটার হাইস্কুল ময়দানে সিটুর পঞ্চায়েতের প্রচার সভায় যোগ দিলেন সিটুর সর্বভারতীয় সম্পাদক তপন সেন। সভায় তপনবাবু অভিযোগ করেন, “পঞ্চায়েত ব্যবস্থাকে নষ্ট করতে চাইছে সরকার।” প্রাক্তন সাংসদ সমন পাঠক, জলপাইগুড়ি চা মজদুর ইউনিয়নের সম্পাদক জিয়াউল আলম ছিলেন।
|
ছাত্র-নেতাকে মার, প্রতিবাদে অবরোধ |
কংগ্রেসের পঞ্চায়েত সমিতির প্রার্থী ছাত্র নেতার প্রহৃত হওয়ার ঘটনার প্রতিবাদে প্রায় আধঘন্টা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাল ছাত্র পরিষদ। সোমবার মালবাজার শহরের ক্যালটেক্স মোড়ে অবরোধ হয়। পরে মালবাজার মহকুমা শাসকের দফতরে পঞ্চায়েত নির্বাচনে স্মারকলিপিও জমা দেওয়া হয়। শুক্রবার রাতে মৌলানি পঞ্চায়েতের বাসিন্দা তথা পঞ্চায়েত সমিতির কংগ্রেসের প্রার্থী বাপ্পাই অধিকারী দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন বলে অভিযোগ।
|
সিপিএম কর্মীদের বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। রবিবার রাত ১টা নাগাদ হরিরামপুরের গোকর্ণের জাতিগ্রামে। সিপিএমের হরিরামপুর জোনাল সম্পাদক সফিরুদ্দিন আহমেদ অভিযোগ করেন, প্রাক্তন পঞ্চায়েত সদস্য পয়েজ আলির বাড়ি গিয়ে হামলা হয়। তৃণমূল নেতা সোনা পাল বলেন, “সিপিএমের গোষ্ঠী কোন্দলে তৃণমূল জড়িত নয়।” |