|
|
|
|
মহিলা বামপ্রার্থীর উপরে হামলা, অভিযুক্ত কংগ্রেস |
নিজস্ব সংবাদদাতা • মালদহ |
প্রচার সেরে ফেরার পথে সিপিএমের এক মহিলা প্রার্থীর উপর লাঠি, বাঁশ নিয়ে হামলার অভিযোগ উঠেছে কংগ্রেসের বিরুদ্ধে। ফতেমা বিবি নামে মালিওর ২ গ্রাম পঞ্চায়েতের আসনে সিপিএমের প্রার্থীর লাঠির আঘাতে মহিলার মাথা ফেটে গিয়েছে, তাঁকে মালদহ মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। রবিবার রাতে মালদহের
হরিশ্চন্দ্রপুর ব্লকে ঘটনাটি ঘটেছে বলে অভিযোগ। ওই ঘটনার জেরে মালিওর ২ নম্বর পঞ্চায়েত এলাকা উত্তপ্ত হয়ে উঠেছে। জেলা পুলিশ সুপার কল্যাণ মুখোপাধ্যায় বলেন, “অভিযুক্তদের ধরতে তল্লাশি শুরু করেছে। এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে।” |
জখম ফতেমা বিবি। —নিজস্ব চিত্র। |
সিপিএম সূত্রে দাবি করা হয়েছে, দলের কর্মী সমর্থকদের নিয়ে রবিবার বিকেলে ফতেমা বিবি বাড়ি-বাড়ি প্রচার শুরু করেন। রাত ৯টা নাগাদ প্রচার শেষ করে ফতেমা বিবি দলের দুই মহিলার সঙ্গে বাড়ি ফিরছিলেন। সেই সময় কংগ্রেসর তিন নেতার নেতৃত্বে এলাকার বেশ কয়েক জন মহিলা লাঠি, বাঁশ নিয়ে ফতেমা বিবির উপর চড়াও হয় বলে অভিযোগ। সঙ্গী দলের দুই মহিলা পালিয়ে গেলেও ফতেমা বিবি পালাতে না পারায় তাকে মারধর করা হয়। সিপিএম জেলা সম্পাদক অম্বর মিত্র বলেন, “পঞ্চায়েত হাতছাড়া হওয়ার ভয়ে কংগ্রেস হামলা করেছে। এলাকায় সন্ত্রাস সৃষ্টি করতে চাইছে। ফতেমা বিবির চিৎকার শুনে আশপাশ বাড়ি থেকে বাসিন্দা বেরিয়ে আসায় তিনি প্রাণে বেঁচে গিয়েছেন।”
মালদহ মেডিক্যাল কলেজে ভর্তি জখম ফতেমা বিবি বলেন, “গতবারও ভোটে প্রার্থী হয়ে, হেরে গিয়েছিলাম। পাঁচ বছরে ক্ষমতায় থেকেও কংগ্রেস গ্রামের জন্য কিছু করেনি। তাই এ বারে গ্রামবাসী ঠিক করছিল আমাকে ভোট দিয়ে জেতাবে। এই রাগেই কংগ্রসের সমর্থকরা আমাকে মেরে ফেলার চেষ্টা করেছিল।” দলের বিরুদ্ধে সিপিএমের মহিলা প্রার্থীর উপর হামলার প্রসঙ্গে কংগ্রেস সাংসদ মৌসম বেনজির নুর বলেন, “এ ঘটনার সঙ্গে কংগ্রেস যুক্ত নয়। মালিওর ২ পঞ্চায়েত এ বারেও আমরা দখল করব। এটা বুঝতে পেরেই সিপিএম নিজেদের মধ্যে গোলমাল করে কংগ্রেসের ঘাড়ে দোষ চাপাচ্ছে। দলের কর্মী সমর্থকদের বলেছি, কেউ যেন প্ররোচনায় প্রভাবিত না হন।” হরিশ্চন্দ্রপুর ২ ব্লকের মালিওর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ১৪ আসনের মধ্যে গত নির্বাচনে ১৩টি আসনই কংগ্রেসের দখলে যায়। একটি জেতে সিপিএম। |
|
|
|
|
|