পুর-সচিবের সঙ্গে কথা বললেন নান্টু |
তাঁর কাউন্সিলর পদ খারিজের নির্দেশ দেওয়ায় জলপাইগুড়ির বিভাগীয় কমিশনারের রায়ের বিরুদ্ধে রাজ্য সরকারের কাছে আবেদন করেছেন নান্টু পাল। সোমবার রাজ্য সরকারের তরফে পুর দফতরের সচিব তাঁর সঙ্গে একপ্রস্থ কথা বলেছেন বলে নান্টুবাবু জানিয়েছেন। এরই মধ্যে বাজেট পেশ করতে তৎপর কংগ্রেসের অধীনে থাকা শিলিগুড়ি পুর বোর্ড। আগামী ২৭ জুন বাজেট পেশ এবং ২৯ জুন বাজেট নিয়ে আলোচনার দিন ঠিক করা হয়েছিল। নির্দিষ্ট সময়ে তাঁরা বাজেট বৈঠকের চিঠি কাউন্সিলরদের কাছে দিতে না পারায় বাজেট বৈঠকের দিন পিছিয়ে দিতে হল। আগামী ২ জুলাই বাজেট বৈঠক ডাকা হয়েছে। ৪ জুলাই বাজেট নিয়ে আলোচনা হবে। সোমবার কাউন্সিলরদের কাছে নোটিশ পাঠান চেয়ারম্যানের দায়িত্বে থাকা ডেপুটি মেয়র সবিতা অগ্রবাল। তা নিয়ে তৃণমূল কাউন্সিলররা প্রশ্ন তুলেছেন। বাজেট পেশ নিয়ে মেয়র গঙ্গোত্রী দত্ত বলেন, “সাধারণ মানুষের কথা মাথায় রেখে এই বাজেট করা হচ্ছে। পরিস্থিতি দেখে আইনজীবীর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেব।” পুর দফতরের সচিবের রায়ের উপর নান্টুবাবুর পদ খারিজ হবে কি না তা নির্ভর করছে। শুধুমাত্র নান্টু পালের কথা শুনে যাতে কোনও সিদ্ধান্ত না নেওয়া হয় সে ব্যাপারে এদিন পুর দফতরে চিঠি পাঠান মেয়র। নান্টুবাবুর আবেদন খতিয়ে দেখতে ফের কাকে উপযুক্ত কর্তৃপক্ষ করা হয়েছে বা কবে শুনানি হবে তার কিছুই পুর কর্তৃপক্ষকে তথা মেয়রকে জানানো হয়নি বলে চিঠিতে উল্লেখ করেছেন। নান্টুবাবু বলেন, “আবেদন নিয়ে কথা বলতে মঙ্গলবারও পুর সচিব ডেকেছেন।”
|
অভিযান চালিয়ে নিউ জলপাইগুড়ি স্টেশনের কাছে বেআইনি তেলের ঠেক ভেঙে দিল শিলিগুড়ি পুলিশ। সোমবার ভোররাতে শিলিগুড়ি পুলিশ কমিশনার কে জয়রামনের নেতৃত্বে নিউ জলপাইগুড়ি ফাঁড়ির অধীনে থাকা ওই এলাকায় অভিযান চলে। পুলিশ জানায়, চার চোরাই তেলের কারবারিকে গ্রেফতার করা হয়েছে। তাদের নাম উত্তম রায়, ছোটন ঘোষ, আবির মহম্মদ এবং গৌরাঙ্গ বর্মন। উদ্ধার হয়েছে প্রায় ৫ হাজার লিটার বিভিন্ন রকমের তেল। বহুদিন ধরে এই এলাকায় চোরাই তেলের কারবার চলছিল বলে অভিযোগ। কয়েক মাস আগে অভিযান হয়। কিছু দিন চোরাই তেলের কারবারিরা আড়ালে থাকলেও সম্পতি চোরাই তেলের রমরমা কারবার শুরু হয় বলে খবর পৌঁছয়। কে জয়রামন বলেন,“আগামী দিনে এই ধরনের অভিযান চলবে।”
|
ব্যাঙ্ক পরিদর্শনে এসে ফিরলেন চেয়ারম্যান |
ব্যাঙ্কের শাখা পরিদর্শনে এসে তালা বন্ধ দেখে ফিরে গেলেন পরিচালন সমিতির চেয়ারম্যান। সোমবার জলপাইগুড়ি কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কের শিলিগুড়ি মহকুমার বিধাননগর শাখায় ঘটনাটি ঘটেছে। এদিন বিকেল চারটে নাগাদ চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী বিধানগর শাখায় পরিদর্শনে গিয়েছিলেন। তবে তাঁর পরিদর্শনের বিষয় আগে থেকে শাখায় কোনও খবর পাঠানো হয়নি বলে জানা গিয়েছে। চেয়ারম্যানের কাছে এলাকাবাসী জানায়, এ দিন বিকেল সাড়ে তিনটের সময়েই ব্যাঙ্কের শাখা বন্ধ হয়ে যায়। এই ঘটনায় এদিন ব্যাঙ্কে যে কর্মীরা এসেছিলেন তাদের বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থার কথা ভাবছেন কর্তৃপক্ষ। ব্যাঙ্কের পরিচালন সমিতির সভাপতি সৌরভবাবু বলেন, “এ বিষয়ে পদক্ষেপ করার বিষয়ে চিন্তাভাবনা করা হচ্ছে।” ব্যাঙ্কের এক কর্মী জানিয়েছেন, একটি ধর্মীয় অনুষ্ঠানের কারণে দুপুরের পর সকলে চলে। তার আগে কাজ হয়েছে।
|
ছাত্র ভর্তির মেধা তালিকা প্রকাশের দাবিতে কলেজের টির্চাস কাউন্সিলের সম্পাদকে ঘেরাও করে বিক্ষোভ দেখাল ছাত্র পরিষদ। সোমবার সকাল সাড়ে ১১টা থেকে আলিপুরদুয়ার কলেজে এই ঘেরাও শুরু হয়। রাত অবধি চলে ঘেরাও বিক্ষোভ। ছাত্র সংগঠনের দাবি, আজ মঙ্গলবারের মধ্যে ভর্তির মেধা তালিকা প্রকাশ করতে হবে। না হলে টানা আন্দোলন চলবে। টির্চাস কাউন্সিলের সম্পাদক রাজীব ভৌমিক জানিয়েছেন, শনিবার কয়েক হাজার আবেদনপত্রের স্ক্রুটিনি শেষ হয়েছে। সেগুলি কম্পিউটারে তুলে প্রিন্ট আউট না বার করা পর্যন্ত তালিকা প্রকাশ সম্ভব নয়। পরিষদের নেতা সঞ্জয় সরকার জানান, ১৬ জুন ফর্ম জমা শেষ হয়েছে। মঙ্গলবারে ভর্তির মেধা তালিকা প্রকাশ করার আশ্বাস না দিলে আন্দোলন চলবে। |