জাল নোট-সহ ধৃত
নিজস্ব সংবাদদাতা |
জাল নোট পাচারের অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করল সিআইডি। সোমবার বিমানবন্দর এলাকার একটি হোটেল থেকে প্রায় দেড় লক্ষ টাকার জাল নোট-সহ আব্দুল রজক কিরদি ও মোলালি নাদাফ নামে ওই দু’জনকে ধরা হয়। ধৃতেরা কর্নাটকের হুবলি জেলার বাসিন্দা। জাতীয় তদন্তকারী সংস্থার থেকে খবর পেয়ে এ দিন সিআইডি-র গোয়েন্দারা ওই হোটেলে হানা দেন। প্রাথমিক তদন্তে সিআইডি-র দাবি, ধৃতেরা বাংলাদেশ থেকে ওই জাল নোট এনেছিল।
|
রেজিস্ট্রারের সঙ্গে শিক্ষাকর্মীদের সমস্যা মিটল রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে। রেজিস্ট্রার সুব্রত ঘোষ এবং তৃণমূল শিক্ষাবন্ধু সমিতির সদস্যেরা ভুল বোঝাবুঝি মিটিয়ে পরস্পরের কাছে দুঃখ প্রকাশ করেছেন বলে উপাচার্য সব্যসাচী বসু রায়চৌধুরী সোমবার জানান। গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ফিনান্স কমিটির মিটিংয়ে রেজিস্ট্রার অভিযোগ করেন, অনেক শিক্ষাকর্মী তথ্য গোপন করে চাকরি পেয়েছেন। ক্ষুব্ধ শিক্ষাকর্মীরা বিক্ষোভ দেখান। শুক্রবার তৃণমূল শিক্ষাবন্ধু সমিতি রেজিস্ট্রারের ঘরে গিয়ে তাঁর মন্তব্যের প্রমাণ চায়। সুব্রতবাবু বিশ্ববিদ্যালয় ছেড়ে বেরিয়ে যান। এ দিন উপাচার্যের উপস্থিতিতে রেজিস্ট্রার এবং সমিতির বৈঠক হয় দফায় দফায়। পরে উপাচার্য বলেন, “দু’পক্ষই পরস্পরের কাছে ক্ষমা চেয়েছে। সমস্যা মিটে গিয়েছে।” |
দুর্ঘটনায় মৃত্যু হল এক মোটরবাইক আরোহীর। রবিবার রাতে, শ্যামপুকুর থানার রাজবল্লভপাড়ায়। মৃতের নাম বিকাশ সিংহ। পুলিশ জানায়, ওই রাতে বিকাশের মোটরবাইক রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ছোট মালবাহী গাড়িতে ধাক্কা মারে। আর জি কর হাসপাতালে চিকিৎসকেরা বিকাশকে মৃত ঘোষণা করেন। |
সাড়ে চার বছরের শিশুকে শ্লীলতাহানির অভিযোগে এক যুবক গ্রেফতার হয়েছে। রবিবার, কেশব সেন স্ট্রিট থেকে। ধৃত প্রিয়ম দাস শিশুটির প্রতিবেশী। পুলিশ জানায়, শিশুটি ধৃতের বাড়ির কাছেই খেলছিল। প্রিয়মের বাড়িতে গেলে শিশুটির শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। সোমবার শিশুটির মায়ের অভিযোগের ভিত্তিতে প্রিয়ম ধরা পড়ে। |
এক মহিলার অস্বাভাবিক মৃত্যু হয়েছে। সোমবার, সাউথ ট্যাংরা রোডে। মৃতার নাম মণি দলুই (৪৬)। পুলিশ জানিয়েছে, স্বামীর মৃত্যুর পর থেকে মানসিক অবসাদে ভুগছিলেন মণিদেবী। পুলিশের অনুমান, সে কারণেই ওই মহিলা আত্মহত্যা করেছেন। |