টুকরো খবর
রেজিস্ট্রারের হেনস্থার নিন্দা, দাবি শাস্তিরও
রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সুব্রত ঘোষকে হেনস্থার নিন্দা করল পশ্চিমবঙ্গ বিশ্ববিদ্যালয় আধিকারিক সংগঠন। ওই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের আধিকারিকদের নিরাপত্তাই প্রশ্নের মুখে পড়েছে বলে মনে করছে তারা। সুব্রতবাবুর একটি মন্তব্য ঘিরে গত শুক্রবার রবীন্দ্রভারতীর বিটি রোড ক্যাম্পাসে গোলমাল বাধে। সুব্রতবাবুর ঘরে চড়াও হয়ে স্লোগান দেন তৃণমূল শিক্ষাকর্মী সংগঠনের শ’খানেক সদস্য। তাঁদের চাপে বাধ্য হয়ে ক্যাম্পাস ছাড়েন রেজিস্ট্রার। এমনকী তাঁর গাড়ির চালকও তাঁকে বাড়ি পর্যন্ত নিয়ে যেতে চাননি বলে বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়। ট্যাক্সি ধরে বাড়ি ফেরেন সুব্রতবাবু। আধিকারিক সংগঠনের দাবি, ওই ঘটনার তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। উপাচার্য সব্যসাচী বসু রায়চৌধুরী ঘটনার দিনেই জানান, গোলমাল মেটাতে সব পক্ষের সঙ্গে আলোচনা হবে। শনিবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে কথা বলেন উপাচার্য। ব্রাত্যবাবুও তাঁকে সকলের সঙ্গে আলোচনা করে সমস্যা মেটাতে বলেন। আজ, সোমবার বিষয়টি নিয়ে আলোচনায় বসবেন উপাচার্য।

পুরনো খবর:

ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার চার
গবেষক তীর্থঙ্কর ঘোষের জিনিসপত্র ছিনতাইয়ের ঘটনায় মূল পাণ্ডা ট্যাক্সিচালক-সহ চার জনকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ জানায়, ধৃত ট্যাক্সিচালকের নাম সাজিদ হোসেন। যাত্রী সেজে যারা ট্যাক্সিতে ছিল, তাদের নাম শাকিল আহমেদ, সেলিম এবং আশরত। শনিবার রাতে এন্টালি এবং নারকেলডাঙা থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে এন্টালির মতিঝিল থেকে তাদের গ্রেফতার করে। আটক হয়েছে ট্যাক্সিটি। উদ্ধার হয়েছে তীর্থঙ্করের ট্যাবটিও। শনিবার রাজাবাজার সায়েন্স কলেজের সামনে থেকে তীর্থঙ্করকে ট্যাক্সিতে তোলার পরে শিয়ালদহের বদলে ক্যানাল ওয়েস্ট রোডে নিয়ে গিয়ে জিনিসপত্র কেড়ে তাঁকে ফেলে দেয় দুষ্কৃতীরা। ওই গবেষক থানায় অভিযোগ দায়ের করলে শনিবার রাতেই দুষ্কৃতীদের গ্রেফতার করে পুলিশ।

পুরনো খবর:

ফের সোনা-সহ ধৃত
পায়ুদ্বারে লুকিয়ে সোনা আনতে গিয়ে রবিবার ভোরে ফের এক বিমানযাত্রী ধরা পড়ে গেলেন কলকাতায়। তাঁর কাছ থেকে ৬০০ গ্রাম সোনা উদ্ধার করেছে শুল্ক দফতর। মকদুদ আলি আলেকর নামে ওই যুবকের বাড়ি মহারাষ্ট্রে। গত এক মাসে এ নিয়ে পঞ্চম বার সোনা বাজেয়াপ্ত করল শুল্ক দফতর। পুলিশ জানায়, মকদুদ ৪টি সোনার বিস্কুট নিয়ে ব্যাঙ্কক থেকে আসছিলেন। বিমান থেকে নামার পরে তাঁর গতিবিধি দেখে সন্দেহ হয় শুল্ক অফিসারের। জেরায় সোনা আনার কথা স্বীকার করেন মকদুদ। শুল্ক দফতর জানিয়েছে, প্রায় ১৬ লক্ষ টাকা দাম ওই সোনার। জানা গিয়েছে, মকদুদ মাঝেমধ্যে বিদেশে গেলেও আগে কলকাতা বিমানবন্দর ব্যবহার করেননি।

পুরনো খবর:
জাল পাসপোর্ট, গ্রেফতার এক
জাল পাসপোর্ট-সহ শনিবার রাতে কলকাতা বিমানবন্দরে ধরা পড়লেন এক বাংলাদেশি। ধৃতের নাম মেহেবুব আলম (৩৫)। পুলিশ জানায়, মেহেবুবের সঙ্গে ছিল বিজয় সরকার নামে এক জনের পাসপোর্ট। সেখানে মেহেবুবের ছবি ছিল। ঠিকানা ছিল আলিপুরদুয়ারের। পুলিশ জানায়, নিজের বাংলাদেশি পাসপোর্ট নিয়ে কিছু মাস আগে ভারতে ঢোকেন মেহেবুব। তিন লক্ষ টাকা দিয়ে জাল ভারতীয় পাসপোর্ট নেন। এই দুই পাসপোর্ট নিয়ে কয়েক বার তিনি ভারত-বাংলাদেশ যাতায়াত করেন। প্রতি বারেই ব্যবহার করেন স্থল-সীমান্ত। শনিবার ভারতের পাসপোর্ট নিয়ে দুবাই হয়ে রিয়াধ যাওয়ার পথে ধরা পড়েন মেহেবুব।

পুরনো খবর:
পড়ে মৃত শ্রমিক
নির্মীয়মাণ বাড়ির দশতলা থেকে পড়ে মৃত্যু হল এক ব্যক্তির। শনিবার রাতে, প্রগতি ময়দান থানা এলাকার তপসিয়ায়। মৃতের নাম মদেশ্বর হোসেন (৩৬)। পুলিশ জানায়, ওই বাড়িটিতেই তিনি রাজমিস্ত্রির কাজ করতেন। পুলিশের অনুমান, বেসামাল হয়ে মদেশ্বর পড়ে যান। হাসপাতালে তাঁকে মৃত ঘোষণা করা হয়।
 
 
 


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.