বাড়িতে ঢুকে পঁয়তাল্লিশ মিনিট ধরে লুঠপাট চালাল দুষ্কৃতীরা। তাদের বাধা দিতে গিয়ে প্রহৃত হলেন গৃহকর্তা ও তাঁর স্ত্রী। রবিবার ভোরে ঘটনাটি ঘটেছে নিমতার বিদ্যাসাগর লেনে। পুলিশ জানায়, গৃহকর্তা সুভাষচন্দ্র রায় ইছাপুর রাইফেল ফ্যাক্টরির কর্মী। তাঁর মেয়ে এই বছর জয়েন্ট এন্ট্রান্স দিয়ে ডাক্তারি পড়ার সুযোগ পেয়েছেন। সুভাষবাবু ছেলে ও মেয়ের উচ্চশিক্ষার জন্য প্রভিডেন্ট ফান্ড থেকে ছ’লক্ষ টাকা ঋণ নিয়ে ব্যাঙ্কে রেখেছিলেন। পুলিশ জানিয়েছে, দুষ্কৃতীদের কাছে সেই খবর ছিল। তাই এ দিন মুখ ঢাকা চার দুষ্কৃতী তালা ভেঙে সুভাষবাবুদের ঘরে ঢুকে জিনিসপত্র লণ্ডভণ্ড করতে করতে ‘পাঁচ লাখ টাকা বার কর’ বলে হুমকি দিতে থাকে বলে অভিযোগ। সুভাষবাবুর স্ত্রী সীমাদেবী বলেন, “ওরা আমার গায়ের গয়না নিল। তার পরে আলমারি খুলে সব গয়না ও টাকা লুঠ করল। বাড়িতে অত টাকা নেই শুনে মারধরও করল।” অভিযোগ, আশপাশের লোকজন ডাকাতি হচ্ছে টের পেয়েও পুলিশে খবর দেননি। ভোর পাঁচটা নাগাদ পুলিশে ফোন করেন সুভাষবাবুরা।
বেলঘরিয়ার এডিসি বিশ্বজিত্ ঘোষ বলেন, “প্রতিবেশীদের কেউ থানায় ফোন করে ঘটনার কথা জানালে দুষ্কৃতীরা হয়তো ধরা পড়ে যেত। তবে যে ভাবে টাকার সন্ধান পেয়ে দুষ্কৃতীরা গিয়েছিল, তাতে মনে হচ্ছে পরিচিত কেউ এই ঘটনায় জড়িত।” পুলিশ জানিয়েছে, তিরিশ হাজার টাকা ও সোনা-রুপোর গয়না লুঠ করে পালায় দুষ্কৃতীরা। তাদের খোঁজে তল্লাশি চলছে।
|