টুকরো খবর
ফিরে এলেন নিখোঁজ তৃণমূলকর্মী
খোঁজ মিলল কেশপুরের তৃণমূলকর্মী লহরব আলির। রবিবার সকালে দাদার সঙ্গে তিনি ডেবরা থানায় আসেন। আজ, সোমবার তাঁকে মেদিনীপুর আদালতে হাজির করা হবে। পুলিশের দাবি, লহরব জানিয়েছে তাঁকে অপহরণ করা হয়েছিল। ডেবরা থেকে মোটরবাইকে নিয়ে যাওয়া হয়েছিল মেদিনীপুরে। পরে ফের ডেবরায় এনে ছেড়ে দেওয়া হয়। ডেবরা থেকে তিনি পাঁশকুড়ায় আত্মীয়বাড়িতে চলে যান। তৃণমূলের কেশপুর ব্লক সভাপতি তপন চক্রবর্তী বলেন, “আমাদের ওই কর্মীকে অপহরণ করা হয়েছিল।” অপহরণের অভিযোগ মনতাজ আলি এবং শেখ নজরুল নামে দুই সিপিএম কর্মীকে গ্রেফতারও করেছে পুলিশ। সিপিএম অবশ্য গোটা ঘটনাটি অস্বীকার করেছে। কেশপুরের দলীয় বিধায়ক রামেশ্বর দোলুই বলেন, “অপহরণের কোনও ঘটনা ঘটেনি। সবই সাজানো।” গত বুধবার সন্ধ্যায় ডেবরা বাজার থেকে তৃণমূলকর্মী লহরব আলি ‘নিখোঁজ’ হয়ে যান। অভিযোগ, সিপিএমের ঘরছাড়া কর্মীরা তাঁকে তুলে নিয়ে যায়। লহরবের বাড়ি কেশপুরের এনায়েতপুরে। শুক্রবার লহরবের পরিবারের লোকেদের সঙ্গে দেখা করেন তপনবাবু। আশ্বাস দেন, পুলিশ লহরবকে উদ্ধারের সব রকম চেষ্টা করছে।

থানায় বিক্ষোভ এসইউসি-র
দলীয় নেতা-কর্মীর উপরে হামলার ঘটনায় জড়িত তৃণমূল সমর্থকদের গ্রেফতারের দাবিতে রবিবার নন্দীগ্রাম থানায় বিক্ষোভ দেখাল এসইউসি। পুলিশ অবশ্য তারপরেও কাউকে গ্রেফতার করতে পারেনি। শনিবার সকালে দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচারে বেরিয়েছিলেন নন্দীগ্রামের ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির সম্পাদক তথা এসইউসি’র জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য নন্দ পাত্র। ঘোলপুকুর বাজারে পথসভা সেরে গাড়িতে নন্দীগ্রাম ফেরার পথে ১১টা নাগাদ গিরিরবাজারে একদল তৃণমূল সমর্থক লাঠিসোটা নিয়ে নন্দবাবুদের উপর চড়াও হয় বলে অভিযোগ। প্রচণ্ড মারধর করে তারা। নন্দবাবুর বাঁ হাত জখম হয়। নন্দবাবু-সহ জখম এসইউসি-র ৭ নেতা-কর্মীকে নন্দীগ্রাম ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয়। পরে নন্দবাবুকে স্থানান্তরিত করা হয় তমলুক জেলা হাসপাতালে। এই ঘটনায় মীর সৈয়দ-সহ একদল তৃণমূল কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে। মীর সৈয়দ এ বার পঞ্চায়েত ভোটে নন্দীগ্রাম-২ পঞ্চায়েত সমিতির একটি আসনে তৃণমূলের প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছেন। স্বভাবতই বিড়ম্বনায় পড়েছেন তৃণমূলের জেলা নেতৃত্ব। নন্দীগ্রামের তৃণমূল নেতা আবু তাহের “এই ঘটনা অনভিপ্রেত” বলে দায় এড়িয়েছেন।

জঙ্গলমহলে মমতার সভা পিছিয়ে বুধবার
পঞ্চায়েত ভোটের প্রচারে জঙ্গলমহলে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তাঁর সভা একদিন পিছিয়ে গেল। প্রথমে ঠিক ছিল, সভা হবে কাল, মঙ্গলবার। সেই মতোই প্রস্তুতি নেন তৃণমূলের জেলা নেতৃত্ব। তবে পরে রাজ্য নেতৃত্ব জানান, মঙ্গলবারের পরিবর্তে সভা হবে বুধবার। ওই দিন জঙ্গলমহলে তৃণমূল নেত্রী দু’টি সভা করবেন। প্রথম সভাটি হবে জামবনির নুনিয়াতে। বেলা একটায়। অন্যটি গোপীবল্লভপুর ১-এ ছাতিনাশোলে। বেলা তিনটেয়। বৃহস্পতিবার নারায়ণগড়ের খাকুড়দায় সভা করবেন মুখ্যমন্ত্রী। জেলা তৃণমূলের কার্যকরী সভাপতি প্রদ্যোৎ ঘোষ বলেন, “জেলায় বুধবার নেত্রী দু’টি ও বৃহস্পতিবার একটি সভা করবেন। সেই প্রস্তুতি চলছে।” জঙ্গলমহলের সভা শেষ করে বুধবার রাতে মেদিনীপুরে আসতে পারেন মুখ্যমন্ত্রী। থাকতে পারেন সার্কিট হাউসে।

পুরনো খবর:

আলোকচিত্র প্রদর্শনী কাঁথিতে
আলোকচিত্র প্রদশর্নী হল কাঁথি শহরে। শনিবার ইম্পার (ইস্ট মেদিনীপুর ফোটোগ্রাফিক অ্যাসোসিয়েশন) উদ্যোগে বলাগেড়িয়া কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কের সভাঘরে আয়োজিত ওই প্রদর্শনীর উদ্বোধন করেন কাঁথি রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী অক্ষতানন্দ। প্রদর্শনীতে সারা বিশ্বের ৫৫টি দেশের ৭৫০ জন খ্যাতনামা আলোকচিত্রীর ৫০০টি আলোকচিত্র প্রদর্শিত হয়। আয়োজক সংস্থা ইম্পার সাধারণ সম্পাদক সন্তোষ জানার দাবি, “জেলায় আর্ন্তজাতিক মানের আলোকচিত্র প্রদশর্নী এই প্রথম হল। গত জানুয়ারি মাসে অনুষ্ঠিত আর্ন্তজাতিক আলোকচিত্র প্রদশর্নী প্রতিযোগিতার বিভিন্ন বিভাগে ভারতের যে ১১ জন পুরস্কৃত হয়েছেন তার মধ্যে কর্ণাটকের সতীশ সাগর, পশ্চিমবঙ্গের পিঙ্কু দে ও অর্নব চক্রবতী এ দিন উপস্থিত ছিলেন।

মৃৎশিল্পীর ঝুলন্ত দেহ
এক মৃৎশিল্পীর ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। রবিবার সকালে তমলুকের চন্দ্রামেড় গ্রামে বাড়ির ভিতর থেকে তাঁর দেহ উদ্ধার হয়। মৃতের নাম কমল খাঁড়া (২৭)। তিন ভাইয়ের মধ্যে ছোট কমলের স্ত্রী এখন বাপের বাড়িতে রয়েছেন। এ দিন বাড়ি সংলগ্ন প্রতিমা গড়ার ঘরে কমলবাবুর দেহ গলায় শাড়ির ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখেন পরিবারের লোকেরা। খবর পেয়ে তমলুক থানার পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.