মাত্র একটা শটের ব্যবধান। আর সেই এক শটেই ভারতের বাইরে নিজের প্রথম খেতাব জেতার স্বপ্নটা চুরমার হয়ে গেল অনির্বাণ লাহিড়ীর। সেলাঙ্গর মাস্টার্সে মাত্র এক শটে হেরে দ্বিতীয় স্থান পেলেন ভারতীয় তারকাকে। খেতাব জিতলেন তাইল্যান্ডের পারিয়া জুনহাসাভাসদিকুল।
চার লক্ষ মার্কিন ডলার পুরস্কারমূল্যের টুর্নামেন্টের শেষ রাউন্ডে অবশ্য পারিয়ার থেকে উজ্জ্বল ছিলেন অনির্বাণ। পারিয়া এ দিন স্কোর করেন ৭০। সেখানে অনির্বাণের স্কোর ৬৮। গতকাল তিন শটের ব্যবধান ছিল দু’জনের মধ্যে। এবং এ দিন সেই ব্যবধান মুছে ফেলার শপথ নিয়েই নেমেছিলেন বেঙ্গালুরুর তরুণ। প্রথম নয় হোল-এর মধ্যে তিনটি বার্ডি। তবে সপ্তম হোলটা বোগি করে বসেন। ফিরতি নয় হোল-এ আরও দু’টি বার্ডি। কিন্তু পনেরো নম্বর হোল-এ ফের বোগি তাঁকে দ্বিতীয় স্থানে ঠেলে দেয়। এক চুলের ব্যবধানে হারার পরে রীতিমতো দার্শনিকসুলভ শুনিয়েছে অনির্বাণকে। বলেন, “মনে হচ্ছে ভারতের বাইরে প্রথম জয়টার জন্য আরও একটু অপেক্ষা করতেই হবে।” তবে দ্বিতীয় হলেও বিদেশের কোর্সে এটা তাঁর সেরা ফল। অনির্বাণ নিজেও বলছেন, যে ভাবে খেলেছেন তাতে খুশি। “আমি এখানে ভাল খেলেছি। আগের ভুল থেকে শিক্ষা নিয়ে আজ ধৈর্য হারায়নি। কয়েকটা ভুল করলেও মানসিকতা একদম ঠিকঠাক ছিল।”
এর আগে শেষ হোল-এ বার্ডি করে দু’দুবার খেলা নাটকীয় প্লে-অফে নিয়ে যাওয়ার ইতিহাস রয়েছে অনির্বাণের। এ দিনও আঠারো নম্বর হোল-এ একটা বার্ডির সুযোগ ছিল তাঁর সামনে। কিন্তু বলটা হোল-এর সামনে বাঁ-দিক ঘেঁষে থেমে যায়। অনির্বাণ যা নিয়ে সেই দার্শনিকের মতোই বলেছেন, “আসলে এগুলো যেদিন হওয়ার সে দিন হবে। আজ হওয়ার ছিল না।”
|
পুরনো খবর: দৌড়ে অনির্বাণ |