বাগানে চতুর্থ বিদেশি এনে দেবেন করিমই
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
করিম বেঞ্চারিফা কেন দু’তিনদিনের জন্য হঠাৎ ঝটিকা সফরে শনিবার কলকাতায় এলেন তা নিয়ে ধোঁয়াশা তুঙ্গে। পাসপোর্ট সমস্যা, ক্লাবের পরিস্থিতি বুঝতে, প্রো লাইসেন্স নিয়ে কথা বলতেনানা কথা শোনা যাচ্ছে। মোহনবাগান কোচ নিজেও মুখ খুলছেন না। বললেন, “এখান থেকে সিঙ্গাপুর বা মরক্কো যাব। পরিবার নিয়ে ব্যস্ত আছি।” করিম ‘ব্যস্ততা’র কারণ দেখিয়ে সংবাদমাধ্যমকে এড়িয়ে গেলেও হাসপাতালে গিয়ে সকালে দেখা করে এলেন ক্লাব সচিব অঞ্জন মিত্রের সঙ্গে। আলোচনা করলেন চতুর্থ বিদেশি এবং ফুটবল দল নিয়ে। শোনা যাচ্ছে ইন্দোনেশিয়ার সিমেন পাডাংয়ের খেলা লাইবেরিয়ার জাতীয় দলের স্ট্রাইকার এডওয়ার্ড জুনিয়র উইলসনকে নিয়ে করিম নাকি কথা বলেছেন।
|
সপ্তাহ দুই আগে রোমে আমেরিকার জাস্টিন গ্যাটলিনের কাছে একশো মিটারে হেরে বিশ্বে সাড়া ফেলেছিলেন। শুক্রবার অবশ্য জামাইকার অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে একশো মিটারের ট্র্যাকে ফের বিজয়ীর চেনা চেহারায় উসেইন বোল্ট। জিতে অগস্টের মস্কো বিশ্ব চ্যাম্পিয়নশিপের যোগ্যতাও পেলেন। কিন্তু যে বিদ্যুৎ গতি তাঁর ট্রেডমার্ক, তার ধারেকাছে ছিলেন না। সময় করলেন ৯.৯৪ সেকেন্ড। শুক্রবারই যুক্তরাষ্ট্রের ট্রায়ালে টাইসন গে ৯.৭৫ সেকেন্ডে জেতেন। যা নিয়ে বোল্টকে প্রশ্ন করা হলে বলেছেন, “ট্রায়াল তো শুধু দলে সুযোগ পাওয়ার জন্য। আর ৯.৬৩, ৯.৫৮ সেকেন্ডে দৌড়ে বিশ্বের বেঞ্চমার্কগুলো কিন্তু আমিই তৈরি করেছি।” ডান উরুতে চোটের জন্য বোল্টের সতীর্থ জোহান ব্লেক জামাইকার মিটে নামতে পারেননি। তবে গত বারের চ্যাম্পিয়ন হিসেবে তিনি মস্কোয় নামার যোগ্যতা পেতে পারেন।
|
গত মরসুমে টেস্ট সিরিজ চলাকালীন দক্ষিণ আফ্রিকার প্লেয়ারদের প্ররোচনামূলক মেসেজ পাঠিয়ে ভুল করেছিলেন, স্বীকার করলেন কেভিন পিটারসেন। প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ককে এই ঘটনার পর শৃঙ্খলাভঙ্গের দায়ে দল থেকে বাদ দেওয়া হয়। পরে আবার তিনি দলে ফিরে আসলেও ‘মেসেজ বিতর্ক’ থেকে সহজে নিস্তার পায়নি ইংল্যান্ড টিম। এখনও সেই ঘটনার কথা তাই ভুলতে পারছেন না তিন মাস ডান হাঁটুতে চোটের জন্য মাঠের বাইরে থাকা পিটারসেন। সারের হয়ে কাউন্টি খেলার ফাঁকে প্রাক্তন ইংল্যান্ড সতীর্থ ড্যারেন গফ-কে দেওয়া সাক্ষাৎকারে পিটারসেন বলেন, “ভুল তো হয়েই। ভুল থেকেই আমরা শিখি।” নিউজিল্যান্ডের বিরুদ্ধে বৃহস্পতিবার দ্বিতীয় টি-টোয়েন্টিতে নামার পর পিটারসেন অ্যাসেজের প্রস্তুতি ম্যাচেও খেলবেন।
|
বিদেশের কোর্সে খেতাব জেতার আরও একটা হাতছানি অনির্বাণ লাহিড়ীর সামনে। এ দিন মালয়েশিয়ার সেলাঙ্গর মাস্টার্সের তৃতীয় রাউন্ডে দুর্দান্ত খেলে খেতাবের লড়াইয়ে থাকলেন বেঙ্গালুরুর ছেলে। টুর্নামেন্টে শীর্ষে থাকা তাইল্যান্ডের পারিয়া জুনহাসাভাসদিকুলের থেকে সাত শটে পিছিয়ে আজ নেমেছিলেন অনির্বাণ। এবং প্রথম নয় হোল-এই পাঁচটা বার্ডি পান। ফিরতি নয়ে একটা বার্ডির পাশে দু’টো বোগি না হলে পারিয়ার সঙ্গে ফারাক আরও কমত। অনির্বাণ শেষ করলেন চার আন্ডার ৬৭ স্কোরে, তাই গল্ফারের থেকে তিন শটে পিছিয়ে। ষষ্ঠ থেকে চতুর্থ স্থানে উঠে আসা অনির্বাণ অবশ্য রবিবার নিয়ে আশাবাদী। বলেছেন, “এই কোর্সে তিন শটের ব্যবধানটা খুব বড় কিছু নয়। কাল অবশ্যই একটা সুযোগ রয়েছে। পরিস্থিতি অনুযায়ী প্রতিটা শট ভাল খেলতে হবে।” জিততে পারলে এটাই হবে ভারতের বাইরে অনির্বাণের প্রথম খেতাব। এবং এশীয় ট্যুরে চতুর্থ।
|
মেয়েদের একশো মিটার হার্ডলসে সোনা
জেতার পথে সুস্মিতা। ছবি: শঙ্কর নাগ দাস |
মেয়েদের একশো মিটার হার্ডলসে চ্যাম্পিয়ন হলেও নিজের আগের করা মিট রেকর্ডের সময় টপকাতে পারলেন না সুস্মিতা সিংহ রায়। করলেন ১৪.৩। সাইতে রাজ্য অ্যাথলেটিক্স প্রতিযোগিতার তৃতীয় দিনে সব মিলিয়ে মোট সাতটি মিট রেকর্ড হল। মোট ১৮টি রেকর্ডের মধ্যে সিটি অ্যাথলেটিক ক্লাবের চন্দন বাউড়ি তিনটি রেকর্ড গড়লেন। |