প্রতিমা বোরোর আত্মহত্যা ও গুঞ্জনকুমারীকে নিয়ে অনঅভিপ্রেত ঘটনার পর পুণেতে আর শিবির করতে যেতে চান না দোলা বন্দ্যোপাধ্যায়-সহ মহিলা তিরন্দাজরা। তাঁদের অনুরোধের ভিত্তিতে আগামী মাসের বিশ্বকাপের (স্টেজ থ্রি) আগে মহিলা তিরন্দাজদের জাতীয় শিবির পুণে থেকে সরানোর কথা ভাবছে জাতীয় তিরন্দাজি ফেডারেশন।
পুণেতে কোনও নিরাপত্তা নেই, এ কথা ইতিমধ্যেই তিরন্দাজি ফেডারেশনের কর্তাদের জানিয়ে দিয়েছেন মহিলা তিরন্দাজরা। শনিবার দিল্লিতে ফোনে ধরা হলে দোলা বললেন, “ওখানে চোখের সামনে গুঞ্জনকুমারীর ওই রকম একটা ঘটনা দেখেছি। ওখানে মেয়েদের কোনও আলাদা হোস্টেল নেই। অন্যান্য আরও নানা সমস্যা আছে। নিরাপত্তাও ঢিলেঢালা। তাই আমরা মেয়েরা সবাই মিলে কর্তাদের জানিয়েছি, শিবিরের জন্য অন্য কোনও জায়গা দেখুন যেখানে মেয়েদের নিরাপত্তা আছে। আমরা কোনও চিঠি কাউকে দিইনি। শুধু মৌখিক অনুরোধ করেছি। সাই-এর ডিরেক্টর জেনারেলের সঙ্গে অন্য বিষয়ে কথা হয়েছে। তবে শিবির নিয়ে কথা হয়নি।” দিল্লিতে এখন ট্রায়াল চলছে জাতীয় তিরন্দাজি দলের। নির্বাচিতদের পাঠানো হবে শিবিরে। তিরন্দাজি ফেডারেশনের সহকারী সচিব গুঞ্জন আবরোল সংবাদসংস্থাকে জানিয়েছেন, কলকাতার সাই-এ সংস্কার চলায় শিবির কলকাতায় হওয়া সম্ভব নয়। তাঁরা তাই শিবির বেঙ্গালুরু বা পাটিয়ালায় সরানোর কথা বিবেচনা করছেন। |