|
|
|
|
নির্দেশের বিরুদ্ধে আবেদন নান্টুর |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
কাউন্সিলর পদ খারিজ করার নির্দেশের বিরুদ্ধে পুর দফতরের সচিবের কাছে চিঠি দিলেন কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদানকারী নান্টু পাল। শুক্রবার কলকাতায় পুর দফতরের সচিবকে চিঠি দিয়ে বিষয়টি জানান নান্টুবাবু। কাউন্সিলর পদ খারিজের যে রায় বুধবার এসে পৌঁছয় নান্টুবাবুর কাছে তাতে সন্তুষ্ট নন তিনি। তাই এই রায়ের ওপর স্থগিতাদেশের আবেদন জানিয়ে রাজ্য সরকারের দ্বারস্থ হলেন তিনি। নান্টুবাবু বলেন,“আমি বিষয়টি জানিয়ে পুর সচিবকে চিঠি দিয়েছি। এর পরে দেখি কি হয়!” মেয়র গঙ্গোত্রী বলেন, “কলকাতা হাইকোর্টের নির্দেশে রাজ্য সরকার যে উপযুক্ত কর্তৃপক্ষ ঠিক করেন, তিনি নান্টুবাবুর কাউন্সিলর পদ খারিজের নির্দেশ দিয়েছেন।”
উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব জানান, দলে আলোচনার পরে শুক্রবার নান্টুবাবু আবেদন জানান। গৌতমবাবু বলেন, “নান্টুবাবু আবেদন জানিয়েছেন স্থগিতাদেশের জন্য। দু-একদিনের মধ্যে সেই কর্তৃপক্ষ নিয়োগ করা হবে বলে আশা করছি।” তবে কংগ্রেসের মুখপাত্র সঞ্জয় পাঠক বলেন, “দু’দিন আগেই যখন মন্ত্রী রায়কে স্বাগত জানিয়েছিলেন, সেখানে এখন কেন তার বিরোধিতা করছেন তাঁর দলের সদস্য?” অন্যদিকে পুরসভার বর্তমান পরিস্থিতি নিয়ে নিজেদের সধ্যে আলোচনায় বসেছে কংগ্রেস শিবির। বাজেট নিয়ে আলোচনা, কি করে তা পেশ করে তা পেশ করা হবে তা নিয়ে এদিনের মেয়র পারিষদ বৈঠকেও আলোচনা করা হয়। এ বিষয়ে মেয়র বলেন, “বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে। শনিবারও কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করা হবে।” তবে বাজেট নিয়ে কিছু বলতে চান নি তিনি। অন্য দিকে মাসিক অধিবেশনে বামেরা যাবেন বলে জানিয়ে দেন বামফ্রন্টের আহ্বায়ক অশোক ভট্টাচার্য।
|
পুরনো খবর: পদ খারিজ কাউন্সিলরের, উদ্বেগ ওয়ার্ডে |
|
|
|
|
|