সাম্প্রতিককালে উইম্বলডনের ‘দ্য ম্যাচ’ এ বার কোয়ার্টার ফাইনালেই! আগের চার রাউন্ডে কোনও অঘটন না ঘটলে বিশ্বের সবচেয়ে ঐতিহ্যশালী গ্র্যান্ড স্ল্যামে এ বার শেষ আটেই সেই হাইভোল্টেজ লড়াই রজার ফেডেরার বনাম রাফায়েল নাদাল! উইম্বলডন তো বটেই, কোনও গ্র্যান্ড স্ল্যামেই রজার বনাম রাফা এত আগেভাগে কখনও হয়নি।
ঘাসের কোর্টের গ্র্যান্ড স্ল্যামে এ বার বল পড়ার আগেই ২০১৩ উইম্বলডন অনেক দিক দিয়ে তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। গত বারের উইম্বলডনের পর এই প্রথম গ্র্যান্ড স্ল্যামে ‘ফ্যাব ফোর’-এর চার জনই খেলছেন। চোটের জন্য নাদাল ২০১২ যুক্তরাষ্ট্র ওপেন এবং ২০১৩ অস্ট্রেলীয় ওপেন খেলেননি। একই কারণে অ্যান্ডি মারে ছিলেন না সদ্যসমাপ্ত ফরাসি ওপেনে।
শুক্রবার লটারিতে হওয়া ড্র-য়ে ‘ফ্যাব ফোর’-এর তিন জন মারে, ফেডেরার, নাদাল একই অর্ধে পড়েছেন। অন্য অর্ধে একা জকোভিচ। যার মানে, শীর্ষ বাছাই জকোভিচের যেমন ফাইনালের আগে ফেডেরার, নাদাল, মারে খেলার কোনও সম্ভাবনা নেই, তেমনই পঞ্চম বাছাই নাদালকে চ্যাম্পিয়ন হতে গেলে কোয়ার্টার ফাইনাল থেকে পরপর টপকাতে হবে ফেডেরার, মারে, জকোভিচের মহাচ্যালেঞ্জ! |
টেনিসমহল যদিও এখনই সবচেয়ে আলোড়িত অল ইংল্যান্ড ক্লাবের সেন্টার কোর্টে ফেডেরার-নাদাল শেষ আটের লড়াই ঘিরে। যে ঐতিহ্যশালী ঘাসের কোর্ট সাক্ষী টেনিসের দুই সর্বকালের সেরা প্লেয়ারের তিন তিনটে উইম্বলডন ফাইনালের। যার মধ্যে দু’টো পাঁচ সেটের ফাইনাল সর্বকালের অন্যতম সেরা ক্লাসিক হিসেবে স্বীকৃত। যার একটা ২০০৭-এ যদি ফেডেরার পঞ্চম সেটে জিতে থাকেন, তা হলে পরের বছরই নাদাল শোধ তুলেছেন চূড়ান্ত সেটে ফাইনাল বার করে নিয়ে।
ফেডেরার চলতি মরসুমে মাত্র একটা খেতাব জিততে পারলেও ঘাসের কোর্টের রাজা রজারের গ্রাস কোর্টে সাফল্যের পার্সেন্টেজ (৮৭%, মোট জয়-হার ১২১-১৭) টেনিসের ওপেন যুগে সর্বসেরা। পায়ের চোটে পেশাদার ট্যুরে সাত মাসের অনুপস্থিতির পর ফিরে নাদাল টানা ন’টা টুর্নামেন্টের ফাইনাল খেলে ফরাসি ওপেন-সহ সাতটা খেতাব গত পাঁচ মাসেই জিতলেও প্রত্যাবর্তনের পর উইম্বলডনই তাঁর প্রথম গ্রাস কোর্ট টুর্নামেন্ট। অতএব, রজার-রাফা, দুই মহারথীর কেউই পুরোপুরি নিখুঁত অবস্থায় নেই উইম্বলডনের প্রাক্কালে।
মেয়েদের সিঙ্গলসে সম্ভাব্য কোয়ার্টার ফাইনাল যুদ্ধে দ্বিতীয় বাছাই আজারেঙ্কা সবচেয়ে কঠিন প্রতিদ্বন্দ্বী, প্রাক্তন চ্যাম্পিয়ন কিভিতোভার সামনে। নইলে শীর্ষ বাছাই সেরেনা উইলিয়ামস জার্মানির কের্বার, তৃতীয় বাছাই শারাপোভা ইতালির সারা ইরানির মতো মোটামুটি সহজ প্রতিপক্ষ পাবেন শেষ আটেও।
|