সেই উইম্বলডনেই নেই ভূপতি-বোপান্না জুটি
শেষ আটে হয়তো নাদালের
সামনে তিন মহারথীর এক
টেনিসের সবচেয়ে ঐতিহ্যশালী মেজর উইম্বলডনে বাছাই পর্ব থেকেই নাটক!
টুর্নামেন্টের নিজস্ব বাছাই নিয়মে সদ্য বিশ্বরেকর্ড-সহ ফরাসি ওপেন চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল, যাঁর সাত মাসের চোট থেকে পেশাদার ট্যুরে ফেরার পর এ মরসুমে জয়-হার হিসেব ৪৩-২, তিনি ঘাসের কোর্টের গ্র্যান্ড স্ল্যামে পঞ্চম বাছাই হয়েছেন বুধবার। যার অর্থ, কোয়ার্টার ফাইনালেই দু’বারের উইম্বলডন চ্যাম্পিয়ন নাদালের সামনে পড়ে যাবেন টেনিসের ‘ফ্যাব ফোর’-এর বাকি তিন মহারথীর কেউ। শীর্ষ বাছাই নোভাক জকোভিচ, বা দ্বিতীয় বাছাই তথা গতবারের ফাইনালিস্ট অ্যান্ডি মারে, কিংবা তৃতীয় বাছাই তথা গতবারের চ্যাম্পিয়ন রজার ফেডেরার। সাত বারের উইম্বলডন চ্যাম্পিয়ন ফেডেরারের সামনে এ বার অষ্টম বার চ্যাম্পিয়ন হয়ে নাদালের কোনও গ্র্যান্ড স্ল্যাম সর্বাধিক বার জেতার (আট বার ফরাসি ওপেন) বিশ্বরেকর্ড স্পর্শ করার সুযোগ রয়েছে অল ইংল্যান্ড ক্লাবের ঘাসের কোর্টে। বাছাই তালিকায় ম্যাকেনরো ক্ষুব্ধ। “রাফা কোনও গ্রাস কোর্ট টুর্নামেন্ট না খেলে এ বার উইম্বলডনে নামছে। গতবার দ্বিতীয় রাউন্ড হেরেছে। তবু যদি তালিকা মতো চতুর্থ বাছাই ডেভিড ফেরারের উইম্বলডন চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ পঞ্চম বাছাই নাদালের চেয়ে বেশি মেনে নিতে হয় আমাকে, তা হলে আমার বাড়িটা ল্যাডব্রোকসে বাজি রাখব।”

ডাবলসে আবার মহেশ ভূপতি-রোহন বোপান্নার খাঁটি ভারতীয় জুটি এ বারের উইম্বলডনে ভেঙে যাচ্ছে। অথচ, গত সপ্তাহেও উইম্বলডনের সেরা প্রস্তুতি টুর্নামেন্ট হিসেবে জনপ্রিয় কুইন্স ক্লাব টুর্নামেন্টে ভূপতি-বোপান্না জুড়ি বেঁধে খেলেছিলেন। এক বছর আগেই উইম্বলডনে এবং তার ঠিক পরেই লন্ডন অলিম্পিকে দুই বেঙ্গালুরুয়ান টেনিস তারকার একসঙ্গে খেলার প্রবল জেদাজেদিতে চিরশ্রেষ্ঠ ভারতীয় ডাবলস প্লেয়ার লিয়েন্ডার পেজ অলিম্পিকে দুর্বল পার্টনার নিয়ে খেলতে বাধ্য হন। এ বার সেই উইম্বলডনেই লিয়েন্ডার পেজ-রাদেক স্টেপানেক জুটি বাছাই তালিকায় চতুর্থ। টিম ভূপতি এবং টিম বোপান্না, দুয়েরই আগে। ভূপতি এবং অস্ট্রিয়ার জুলিয়ান নোয়েল অষ্টম বাছাই। বোপান্না ও ফ্রান্সের এডুয়ার্ড রজার-ভাসেলিন ১৪তম বাছাই। অথচ এটিপি ডাবলস র্যাঙ্কিংয়ে ভূপতি (৭) এবং বোপান্না (১০) দু’জনেই লিয়েন্ডারের (১১) চেয়ে এই মুহূর্তে এগিয়ে। কিন্তু নিজেদের নতুন পার্টনারদের র্যাঙ্কিং অনেক নীচে থাকায় ভূপতি, বোপান্নাদের জুটি বাছাই তালিকায় পরের দিকে জায়গা পেয়েছেন। মেয়েদের ডাবলসেও সানিয়া মির্জা তাঁর নিয়মিত তবে এই মুহূর্তে আনফিট পার্টনার বেথানি মাটেককে ছেড়ে আর এক মার্কিন ডাবলস বিশেষজ্ঞ লিজেল হুবারকে নিয়ে এ বার উইম্বলডন খেলবেন। সানিয়া-হুবার জুটি ষষ্ঠ বাছাই।
শুক্রবার সিঙ্গলস এবং সোমবার ডাবলসের ‘ড্র’। মেয়েদের পাঁচ বারের সিঙ্গলস চ্যাম্পিয়ন ভেনাস উইলিয়ামস এ দিন তাঁর ফেসবুকে পোস্ট করে নিজের চোটের কথা জানিয়ে এ বারের উইম্বলডন থেকে সরে দাঁড়িয়েছেন। দু’দিন আগেই ৩৩ বছরে পা রাখা ভেনাস গতবার উইম্বলডনে তাঁর ১৬ বারের আবির্ভাবে প্রথম বার প্রথম রাউন্ডেই হেরে যান। ভেনাসের বোন সেরেনার গতবার একই দুর্দশা হয়েছিল ফরাসি ওপেনে। সেখান থেকে উঠে দাঁড়িয়ে এ বার ফরাসি ওপেন চ্যাম্পিয়ন হয়ে এ দিন উইম্বলডনে শীর্ষ বাছাইয়ের মর্যাদা পেয়েছেন সেরেনা। কিন্তু ভেনাস চোটের ধাক্কায় উঠে দাঁড়াবার সেই সুযোগই পেলেন না!


২০০১ থেকে ত্রিস্তর ফর্মুলা
এক) টুর্নামেন্ট শুরুর ঠিক আগের সপ্তাহে প্লেয়ারদের এটিপি র‌্যাঙ্কিং।
দুই) শেষ ১২ মাসে পেশাদার ট্যুরের সব গ্রাস কোর্ট টুর্নামেন্ট মিলিয়ে তাদের মোট প্রাপ্ত পয়েন্ট।
তিন) তার আগের ১২ মাসে তাদের সেরা গ্রাস কোর্ট টুর্নামেন্টের পয়েন্টের ৭৫ শতাংশ তিনটের
যোগফলের ভিত্তিতে যার পয়েন্ট যত বেশি, সেই প্লেয়ারের বাছাই তালিকায় তত আগে স্থান।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.