নীতীশকে সমর্থন করে বাম মহলে কোণঠাসা সিপিআই
বিধানসভায় নীতীশ কুমারের নয়া সরকারকে সিপিআইয় সমর্থন করায় তা নিয়ে মত পার্থক্য তৈরি হয়েছে বামেদের মধ্যেই। এমনকী এই নিয়ে সিপিআইয়ের মধ্যেও দ্বিমত তৈরি হয়েছে। সিপিআই-এমএল (লিবারেশন)-এর পক্ষ থেকে ইতিমধ্যেই তাদের অসন্তোষের কথা সিপিআইকে জানিয়ে দেওয়া হয়েছে। সিপিআইয়ের অবশ্য দাবি, বিষয়টি একেবারেই কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত। এটি নীতীশ কুমারকে নয়, নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ভোট।
বিহার বিধানসভায় বামেদের এক মাত্র প্রতিনিধি, সিপিআইয়ের অবধেশ কুমার নীতীশ সরকারের পক্ষে ভোট দেয়। আস্থা ভোট নিয়ে বামেদের ভূমিকা কী হবে, তা নিয়ে আগের দিন বামপন্থী দলগুলি বৈঠকে বসে। সেখানে নীতীশকে সমর্থনের প্রশ্নে লিবারেশনের পক্ষ থেকে আপত্তি জানানো হয়। যদিও সিপিএম এই নিয়ে তখন কোনও কথা তোলেনি। সিপিআই-এর তরফে তখন আশ্বস্ত করে বলা হয়, দলের কেন্দ্রীয় নেতারা তাদের জানিয়েছেন নরেন্দ্র মোদীর প্রশ্নে নীতীশকে আস্থা ভোটে সমর্থন করলেও সরকারের সমালোচনা এবং দলের যে ভূমিকা ছিল তাতে কোনও পরিবর্তন হবে না। কিন্তু সরকারকে বাঁচাতে ভোট দিতে হবে।
আস্থা ভোটে জেডিইউ-কে সমর্থন করার সিদ্ধান্ত সিপিআই জানানোর পর, তাঁর জবাবী বক্তৃতায় সিপিআইয়ের প্রশংসাও করেন নীতীশ কুমার। সিপিআইয়ের সংগঠন নিয়ে বিধানসভায় নীতীশ বলেন, “যদিও এখন বিধানসভায় সিপিআইয়ের এক জন প্রতিনিধি রয়েছেন। কিন্তু রাজ্যে সিপিআইয়ের সংগঠন যথেষ্ট মজবুত। তাদের অস্বীকার করা যাবে না।” ধর্মনিরপেক্ষতার প্রশ্নে সিপিআইয়ের সমর্থন পাওয়ায় তাদের ধন্যবাদও জানান নীতীশ।
সিপিআইয়ের একাংশের বক্তব্য, সিপিআইয়ের ভোটের উপরে সরকারের ভবিষ্যৎ নির্ধারণ করছিল না। তা হলে দল ভোট না দিয়ে ভোটাভুটিকে এড়িয়ে যেতেও তো পারত। কিন্তু সেটা না করায় বামপন্থীদের মধ্যে ভুল সঙ্কেত গিয়েছে বলেই মনে করছেন ওই নেতারা। বিহারের বামদলগুলির মধ্যে সিপিআই-এমএলেরই সংগঠন সবচেয়ে শক্তিশালী বলে ধরা হয়। ওই দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য বলছেন, “এতদিন নীতীশ কুমার যা করেছেন, তার পুরোটাই বিজেপির জন্য করতে হয়েছে, এমনটা নয়। এনডিএ থেকে বিচ্ছিন্ন হলেই যে নীতীশ কুমার রাজ্যে উন্নয়ন আর সুবিচার ফিরিয়ে আনবেন এমন নিশ্চয়তাও নেই। তাই বামপন্থীদের অবস্থান এখনই চূড়ান্ত করে ফেলা ঠিক নয়।” তবে বাম ঐক্যে এখনই চিড় ধরবে না বলে জানিয়ে দীপঙ্করবাবু বলেন, “আমরা সিপিআইয়ের ব্যাখ্যা শুনেছি। ভবিষ্যতে তারা কী অবস্থান নেয় তা দেখেই পরবর্তী সিদ্ধান্ত নেব।”

পুরনো খবর:


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.