ফের পঞ্চায়েত নির্বাচন পিছিয়ে দেওয়ার দাবি তুলল রাজ্য বিজেপি। নির্বাচনী প্রচারে বৃহস্পতিবার সন্ধ্যায় পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরায় এসে দলের রাজ্য সভাপতি রাহুল সিংহ বলেন, “আধা সামরিক বাহিনী ছাড়া নির্বাচন অসম্ভব। ইতিমধ্যে নয় জন খুন হয়েছেন। এই অবস্থায় নির্বাচন হলে আরও খুনোখুনি হবে। তাই আমরা ভোট পিছিয়ে দেওয়ার দাবি জানাচ্ছি।” তিনি আরও বলেন, “আমাদের দাবি, রাজ্যে সাত দফায় ভোট হোক। নতুন করে নির্বাচনের দিনক্ষণ, মনোনয়ন জমা নেওয়ার কাজ শুরু হোক।” উপস্থিত ছিলেন দলের জেলা সভাপতি তুষার মুখোপাধ্যায় ছাড়াও দলীয় নেতৃত্বরা।
|
কলকাতা, হাওড়া ও সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার বজ্রপাতের চারটি ঘটনায় চার জনের মৃত্যু হয়েছে। বস্ত্র ব্যবসায়ী নাজির হোসেন মোল্লা (৩২) বৃষ্টির সময় ফোর্ট উইলিয়ামের সাউথ গেটের সামনে আশ্রয় নিয়েছিলেন। মহেশতলা থানার চটা এলাকায় সাদ্দাম লস্কর নামে (১৬) এক কিশোর পুকুরে মাছ ধরছিল। সেই সময় বাজ পড়ায় মারা যায় সে। বাঁকড়ার নয়াবাজে পুকুরপাড়ে দাঁড়িয়ে মোবাইলে কথা বলার সময় বাজ পড়ে মৃত্যু হয় শেখ তারিক (৩১) নামে এক যুবকের। শিবপুরের ফোরশোর রোডে রান্নার সময় বজ্রপাতে কৃষ্ণ (৪৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়।
|
আবাসন-দুর্নীতির অভিযোগ নিয়ে সিআইডি-র জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে শুক্রবার ভবানী ভবনে যাচ্ছেন সিপিএম নেতা গৌতম দেব। তিনি কৌঁসুলিদের সঙ্গে নিয়ে সিআইডি-র সঙ্গে কথা বলতে চান। কিন্তু সিআইডি তাঁকে সেই অনুমতি দেবে কি না, তা স্পষ্ট নয়। গৌতমবাবু যখন সিআইডি-র মুখোমুখি হবেন, তখন ভবানী ভবনের বাইরে অবস্থান করবেন সিপিএম কর্মী-সমর্থকরা।
|
উত্তর ২৪ পরগনার গাইঘাটায় বুধবার ভোটের প্রচারে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী বিধি ভেঙেছেন বলে রাজ্য নির্বাচন কমিশনারের কাছে লিখিত অভিযোগ করেছে সিপিএম। সেই অভিযোগের ভিত্তিতে জেলাশাসকের কাছে রিপোর্ট চাওয়া হচ্ছে বলে কমিশনের সচিব জানান। |