|
|
|
|
টুকরো খবর |
নিখোঁজ তৃণমূল কর্মী
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
এক তৃণমূল কর্মী নিখোঁজের ঘটনায় দুই সিপিএম কর্মীকে গ্রেফতার করল পুলিশ। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে ডেবরায়। নিখোঁজ ওই তৃণমূল কর্মীর নাম লহরব আলি। বাড়ি কেশপুর থানার এনায়েতপুরে। ধৃত দুই সিপিএম কর্মীর নাম মমতাজ আলি এবং শেখ নজরুল। পুলিশ জানিয়েছে, নির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে এই গ্রেফতার। বাজার করতে বেরিয়ে ছিলেন লহরব আলি। আর ফেরেননি। বুধবার সন্ধ্যা থেকেই নিখোঁজ হয়ে যান তিনি। তৃণমূলের দাবি সিপিএমের কয়েকজন ঘরছাড়া কর্মীই ডেবরা বাজার থেকে তাঁকে অপহরণ করেছে। তৃণমূলের কেশপুর ব্লক সভাপতি তপন চক্রবর্তীর বক্তব্য, “আমাদের ওই কর্মী বাজার করতে গিয়েছিলেন। তখন তাঁকে অপহরণ করা হয়। এটা ঘরছাড়া সিপিএম কর্মীদেরই কাজ।” পুলিশ অভিযোগ পেয়ে দুই সিপিএম কর্মী মমতাজ আলি এবং শেখ নজরুলকে গ্রেফতার করেছে। নিখোঁজ লহরবের সন্ধানে বিভিন্ন এলাকায় তল্লাশি চালানো হচ্ছে।
|
প্রতিবাদ মিছিল
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলে বৃহস্পতিবার মেদিনীপুর শহরে মিছিল করল সিপিএম। নেতৃত্বে ছিলেন সারদা চক্রবর্তী, কমল ঘোষ প্রমুখ। সিপিএম নেতৃত্বের অভিযোগ, নির্বাচনের আগে সন্ত্রাস ছড়াতে বিভিন্ন এলাকায় হামলা হচ্ছে। বুধবার জেলা সভাধিপতি অন্তরা ভট্টাচার্যের বাড়িতেও হামলা হয়। সারদাবাবু বলেন, “আতঙ্ক নয়, মানুষের অভিজ্ঞতাই শেষ কথা বলে। নির্বাচনেই মানুষ জবাব দেবেন।’’ |
|
|
|
|
|