গাছ কাটার তদন্তে গিয়ে মিলল কুড়ুল
নিজস্ব সংবাদদাতা • চুঁচুড়া |
চুঁচুড়ার কোদালিয়ার উত্তর সিমলা গ্রামের একটি বাগান থেকে একের পর এক আমগাছ কেটে নেওয়ার অভিযোগ পেয়ে বৃহস্পতিবার সেখানে তদন্তে গেলেন বন দফতরের আধিকারিকেরা। তাঁদের উপস্থিতি টের পেয়েই যাঁরা গাছ কাটছিলেন, তাঁরা সরঞ্জাম ফেলে পালান। বন দফতর একটি কুড়ুল, করাত, কাটারি, দড়ি বাজেয়াপ্ত করে। দফতরের হুগলির রেঞ্জ অফিসার চিত্তরঞ্জন প্রামাণিক বলেন, “প্রশাসনিক অনুমতি ছাড়াই ওখানে বেশ কয়েকটি গাছ কেটে ফেলা হয়েছে। এটা বেআইনি। আমরা পুলিশের কাছে এ ব্যাপারে লিখিত অভিযোগ জানাব।” প্রশাসন সূত্রের খবর, ওই বাগানটির মালিক পোলবার মহেশপুরের বাসিন্দা বিজয় কৃষ্ণপাল। বাগানে ৩০-৪০টি আমগাছ ছিল। কিছু দিন ধরে অন্তত ১৫টি গাছ কেটে ফেলা হয়। এ নিয়ে প্রশাসনের বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ জানান গ্রামবাসীরা। কাজ না হওয়ায় সই সংগ্রহ শুরু করেছেন তাঁরা। তাঁদের অভিযোগ, ওই জমি প্লট করে বিক্রির চেষ্টা চলছে। তার আগে দালালদের মাধ্যমে পূর্ণবয়স্ক গাছগুলি কেটে ফেলা হচ্ছে। বুধবার সংবাদমাধ্যমে এই খবর প্রকাশ হওয়ার পরেই নড়েচড়ে বসে প্রশাসন। চুঁচুড়া-মগরার বিডিও ঘটনাস্থলে যান। বিজয়বাবুর বাড়িতেও যান বন দফতরে লোকেরা।
পুরনো খবর: বাগান থেকে কাটা হচ্ছে আমগাছ, প্রতিবাদ চুঁচুড়ায়
|
অবৈধ পুকুর ভরাট রুখলেন বাসিন্দারা
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
এই সেই পুকুর। —নিজস্ব চিত্র। |
তৃণমূলের নেতৃত্বে অবৈধ পুকুর ভরাটের কাজ আটকে দিলেন বাসিন্দারা। রানিগঞ্জের ২০ নম্বর ওয়ার্ডের ঘটনা। তৃণমূল নেতা সৌমেন চৌধুরীর অভিযোগ, সিপিএম ঘনিষ্ঠ কিছু জমি মাফিয়া ব্যক্তিগত পুকুর মালিকের সঙ্গে আঁতাত করে ভরাটের কাজ করছিল। ইতিমধ্যে চারটি পুকুরের অর্ধেক তাঁরা ভরাট করে দিয়েছেন। ৫ নম্বর পুকুরটির ভরাটের কাজ শুরু করেছিলেন বৃহস্পতিবার। এ দিন তাঁরা এলাকার বাসিন্দাদের নিয়ে ভরাটের কাজ বন্ধ করে দেন। মাটি বোঝাই ট্রাক্টরের চালক এবং ভরাটের কাজে আসা দুই কর্মীকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। সিপিএমের রানিগঞ্জ জোনাল সম্পাদক রুনু দত্ত বলেন, “প্রশাসন নিরপেক্ষ তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নিক।” পুলিশ জানিয়েছে, তদন্ত চলছে।
|
হাতির হানায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • মালবাজার |
দাঁতালের হানায় এক যুবকের মৃত্যুর ঘটনায় ক্ষুদ্ধ বাসিন্দারা এক বনকর্মীকে রাতভর আটকে রাখল। গত বুধবার রাতে ঘটনাটি ঘটেছে মালবাজার থানার মিনগ্লাস চা বাগানে। হাতির হানায় মৃতের নাম মাঘি মুন্ডা (১৮)। বুধবার রাতে মাঘি তাঁর বন্ধুদের সঙ্গে চা বাগানের ভুট্টাবাড়ি লাইন ধরে বাড়ি ফিরছিল। সে সময় একটি দাঁতাল হাতির আক্রমণে মাঘি মুন্ডা জখম হন। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়। এদিকে, জখম যুবককে আ্যম্বুলেন্সে নিয়ে যেতে আসা এক বন কর্মীকে গাড়ি থেকে নামিয়ে রাতভর আটকে রাখা হয় বলে অভিযোগ। বনকর্মীর নাম সুভাষ থাপা। এলাকায় নিয়মিত টহলদারি করা হয় না বলে অভিযোগ করেন বাসিন্দারা। পুলিশ গিয়ে রাতে সুভাষ থাপাকে উদ্ধার করে। মালবাজার বন্যপ্রাণী স্কোয়াড রেঞ্জার ফণীন্দ্রনাথ সরকার বলেন, “প্রথা মেনে ক্ষতিপূরণ দেওয়া হবে। ভুট্টাবাড়ি জঙ্গল থেকে মিনগ্লাস চা বাগানে হাতির অনুপ্রবেশ রুখতে নজরদারির ব্যবস্থা হচ্ছে।”
|
গাছ চুরি, শাস্তির দাবি
নিজস্ব সংবাদদাতা • মাড়গ্রাম |
প্রকাশ্য দিবালোকে জাতীয় সড়কের ধার থেকে চুরি গিয়েছিল একটি বিশাল ইউক্যালিপটাস গাছ। গত শনিবার মাড়গ্রাম থানার প্রতাপপুরের ওই ঘটনায় প্রশাসনের দ্বারস্থ হলেন এলাকার প্রকৃতিপ্রেমীরা। বৃহস্পতিবার বাসিন্দাদের একাংশ রামপুরহাটের মহকুমাশাসক রত্বেশ্বর রায়ের কাছে ঘটনায় একটি লিখিত অভিযোগ করেছেন। ওই গাছ চুরির সঙ্গে জড়িতদের আইন মোতাবেক শাস্তির দাবি চেয়েছেন গ্রামবাসী। রত্বেশ্বরবাবু বলেন, “অভিযোগ খতিয়ে দেখে পুলিশকে দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছি।”
|
সাপের ছোবলে মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • রামপুরহাট |
সাপের ছোবলে মৃত্যু হল যুবকের। মৃতের নাম শ্রীকৃষ্ণ ঘোষ (২৮)। মঙ্গলবার সন্ধ্যায় রামপুরহাটের হস্তিকাঁদা গ্রামের ওই যুবক গরুকে খড় দিতে গোয়ালে গেলে সাপ ছোবল মারে। চিকিৎসকের কাছে না নিয়ে গিয়ে তাঁকে প্রথমে ওঝার কাছে নিয়ে যাওয়া হয়। প্রায় ১ ঘণ্টা ওঝার কেরামতিতে অবস্থা আরও খারাপ হলে রামপুরহাট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাতে তাঁর মৃত্যু হয়।
|
বালিজুড়ি পঞ্চায়তের মঙ্গলপুর থেকে শল্যাপাহাড় গ্রামে যাওয়ার রাস্তায় ‘বাবলা’ পুকুর জুড়ে পদ্মপাতাগুলো শুকিয়ে গিয়েছে। ফুটে রয়েছে দু-একটি পদ্মফুল। সিউড়ি সদর মহকুমার সহ-কৃষিঅধিকর্তা (প্রশাসন) শিবনাথ ঘোষ বলেন, “এক ধরনের পোকা এর জন্য দায়ী। ফুলও পরে আক্রান্ত হবে। এর প্রতিকার না করে ওই পুকুর বা আশপাশের পুকুরে পদ্ম চাষ করেন তা হলে ক্ষতির আশঙ্কা প্রবল।”
|
গরুমারা জঙ্গল লাগোয়া পানঝোরা এলাকায় ঘুরে বেড়ানো জখম হাতির খোঁজে তল্লাশি চালিয়েও বৃহস্পতিবার সেটির সন্ধান পেলেন না বনকর্মীরা। এদিন গরুমারার পিলখানা থেকে তিনটি কুনকি হাতি নিয়ে, জখম হাতির খোঁজ শুরু হয়। পানঝোরা বিটের জঙ্গলে বুধবার সন্ধ্যায় জখম হাতিটির পায়ে একটি লোহার টুকরো বিঁধে থাকতে দেখেন বনকর্মীরা। শুক্রবার ফের তল্লাশি চালানো হবে বলে জানা গিয়েছে। |