টুকরো খবর
তৃণমূল কর্মীর বাড়িতে হামলা
তৃণমূলের দুই কর্মীর বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠল সিপিএমের বিরুদ্ধে। জামুড়িয়ার বাহাদুরপুর গ্রামের ঘটনা। যুব তৃণমূলের জামুড়িয়া ব্লক কোর কমিটির সদস্য তথা ওই গ্রামের বাসিন্দা সন্দীপ সিংহ জানান, সিপিএমের আঞ্চলিক কমিটির সদস্য রবিলোচন মণ্ডলের নেতৃত্বে ১০-১২ জন সিপিএম সমর্থক তাঁদের দলের কর্মী বিনোদ পাল ও অচিন্ত্য গড়াইয়ের বাড়িতে বুধবার রাতে চড়াও হয়। তাদের কয়েকজনের হাতে আগ্নেয়াস্ত্র ছিল। তারা বোমাবাজি করে। বিনোদবাবু এবং অচিন্ত্যবাবুকে বেধড়ক মারধর করা হয় বলেও অভিযোগ। সন্দীপবাবু বলেন, এইভাবে সিপিএম সন্ত্রাসের পরিবেশ তৈরি করতে চাইছে। আক্রান্ত দুই কর্মী জামুড়িয়ার কেন্দা ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেছেন। তবে সিপিএমের অজয় জোনাল কমিটির সম্পাদক মনোজ দত্তের পাল্টা দাবি, তৃণমূলের লোকজনই সিপিএম কর্মীদের উপর আক্রমণ করছে। তাঁদের ভয়ে জামুড়িয়া ব্লকে ৬ জন সিপিএম কর্মী এলাকা ছাড়া। এখন সিপিএমের বিরুদ্ধে অভিযোগ করে সাধারণ মানুষের সহানুভূতি আদায় করতে চাইছে ওরা। পুলিশ জানায়, অভিযোগের তদন্ত শুরু হয়েছে।

প্রকাশ্যে মদের ঠেক, নালিশ
বেশ কিছু দিন ধরে এলাকায় প্রকাশ্যে জুয়া ও মদের ঠেক বসার অভিযোগে গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ ও পুলিশের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন জানালেন বারাবনি থানা এলাকার বাসিন্দারা। তাঁদের অভিযোগ, বারাবনির দোমহানি বাজার ও হাটতলা এলাকায় কয়েক দিন ধরেই প্রকাশ্যে জুয়া ও মদের ঠেক চলছে। প্রশাসনকে জানিয়েও কোনও লাভ হয়নি। পুলিশের অবশ্য দাবি, এলাকায় নিয়মিত পুলিশ টহল চলে। তৃণমূল পরিচালিত দোমহানি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান গৌতম মণ্ডল বিষয়টি মেনে নিয়ে বলেন, “ক্লান্তি কাটাতে গরিব দিনমজুররা সামান্য পানাহার করেন ঠিকই। তবে পরিবেশ নষ্ট হচ্ছে না। অপ্রীতিকর ঘটনাও ঘটছে না। তবে ওদের সতর্ক করে দিয়েছি।” বারাবনি পুলিশ জানায়, এলাকায় নজরদারি বাড়ানোর ব্যবস্থা করা হয়েছে।

নতুন জলপ্রকল্প
সালানপুরের জোরবাড়ি এলাকায় নতুন একটি জলপ্রকল্প তৈরির অনুমোদন দিল রাজ্য সরকার। এলাকায় ৬টি পয়েন্ট বানিয়ে এই প্রকল্প থেকে জল সরবরাহ করা হবে বলে জানা গিয়েছে। স্থানীয় তাঁতিপাড়া, তাজপাড়া, খাটালপাড়া, মাহাতোপাড়া ও কর্মকার পাড়ায় এই প্রকল্প থেকে জল সরবরাহ হবে। জল সরবরাহ শুরু হবে পঞ্চায়েত ভোটের পরেই। বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায়ের বিধায়ক এলাকার উন্নয়ন তহবিল থেকে এই প্রকল্পের জন্য প্রায় সাড়ে পাঁচ লক্ষ টাকা খরচ করা হবে।

নাবালিকাকে নিয়ে পালানোয় ধৃত দুই
ভুল বুঝিয়ে এক নাবালিকাকে নিয়ে পালানোর অভিযোগে সমীর ধীবর নামে এক জনকে করিমডাঙাল এলাকা থেকে বৃহস্পতিবার সকালে গ্রেফতার করল হিরাপুর পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ জানায়। অন্য একটি ঘটনায় একই অভিযোগে রানিগঞ্জ থানার পুলিশ নীতেশরাজ চৌরাসিয়া নামে এক জনকে বিহারের গিরিডি থেকে গ্রেফতার করেছে। সে ২৯ মার্চ রানিগঞ্জের এক নাবালিকাকে ভুল বুঝিয়ে নিয়ে পালায় বলে অভিযোগ।

বিদুৎ চুরিতে ধৃত
বিদ্যুৎ চুরির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল কুলটি পুলিশ। পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বণ্টন কোম্পানির আধিকারিকদের অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। ধৃতের নাম রাজেন্দ্র কুমার নাগ। বাড়ি স্থানীয় শ্রীপুর রোড এলাকায়। পশ্চিমবঙ্গ বিদ্যুৎ বণ্টন কোম্পানির আসানসোলের ডিভিশনাল ইঞ্জিনিয়ার মীতেশ দাশগুপ্তের দাবি, ওই ব্যক্তি ‘হুকিং’ করে বিদ্যুৎ চালাচ্ছিলেন।

অস্ত্র-সহ ধৃত
বেআইনি অস্ত্র রাখার অভিযোগে বুধবার রাতে এক দুষ্কৃতীকে বহাল থেকে গ্রেফতার করল কুলটি থানার পুলিশ। তার নাম বিদ্যাসাগর শ্রীবাস্তব। তার কাছ থেকে একটি পাইপগান ও গুলি উদ্ধার হয়েছে। পুলিশের দাবি, আগে থেকেই ওই ব্যক্তির বিরুদ্ধে বেআইনি অস্ত্র রাখার অভিযোগ ছিল। বেশ কয়েক দিন সে ছিল না।

কোথায় কী

কুলটি

ফুটবল প্রতিযোগিতা। মিঠানী মাঠ। বিকাল ৪টা। উদ্যোগ: মিঠানী ইউসি।

দুর্গাপুর

ফুটবল। গ্যামন ব্রিজ মাঠ। বিকাল ৪টা। মহকুমা ক্রীড়া সংস্থা।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.