টুকরো খবর |
৯২টি তাজা বোমা মিলল ঝোপে
নিজস্ব সংবাদদাতা • চাঁচল |
মালদহের চাঁচলের চন্দ্রপাড়া এলাকার একটি ঝোপ থেকে পলিথিনে মোড়া ৯২টি দেশি বোমা উদ্ধার করেছে পুলিশ। বোমাগুলি সবই তাজা বলে পুলিশ জানিয়েছে। পঞ্চায়েত নির্বাচনের আগে এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। বুধবার বিকেলে বোমাগুলি উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে। নির্বাচনের আগে এলাকায় অশান্তি তৈরি করতেই ওই বোমাগুলি লুকিয়ে রাখা রাখা হয়েছিল বলে আশঙ্কা করছে পুলিশ। বোমাগুলি উদ্ধারের পর জলে ভিজিয়ে নিষ্ক্রিয় করেছে পুলিশ। চাঁচলের এসডিপিও পিনাকী রঞ্জন দাস বলেন, “নির্বাচনে অশান্তি বাঁধাতেই বোমাগুলি ব্যবহার করা হত বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। যে এলাকা থেকে বোমা উদ্ধার হয়, আশেপাশের বাসিন্দাদেরও জেরা করা হবে।” এদিন দুপুরে গোপনে খবর পেয়ে ওই এলাকায় পুলিশ হানা দেয়। এক বাসিন্দার বাড়ির পিছনে প্রায় ১০০ মিটার দূরে একটি ঝোঁপ থেকে ওই বোমাগুলি পুলিশ উদ্ধার করেছে। ওই বাসিন্দা কংগ্রেস সমর্থক হওয়ায় ওই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোরও। সিপিএম এবং তৃণমূলের একযোগে অভিযোগ, কংগ্রেস এলাকায় সন্ত্রাস ছড়ানোর চেষ্টা করছে। কংগ্রেস অবশ্য অভিযোগ অস্বীকার করেছে। ব্লক কংগ্রেস নেতা আব্দুল হাই এ দিন বলেন, “কংগ্রেসকে কোণঠাসা করতেই এখন অন্য কেউ পরিকল্পনা করে এ সব করেছে।”
|
দুর্ঘটনায় মৃত দুই
নিজস্ব সংবাদদাতা • চাঁচল |
নিয়ন্ত্রণ হারিয়ে দুই পথচারীকে পিষে দিয়ে রাস্তার পাশের একটি দোকানে ঢুকে পড়ল একটি বালি বোঝাই ট্রাক। মালদহের রতুয়ার ভাদো শিমুলতলায় মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, মৃতদের নাম হুমায়ুন রেজা চৌধুরী (২৮) এবং সামসের আলি (১৮)। হুমায়নবাবু একটি ওষুধের দোকানের মালিক এবং সামসের এলাকারই একটি স্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্র বলে জানা গিয়েছে। দুজনেই ওই এলাকার বাসিন্দা। |
দোকানে বাস। রতুয়ার শিমুলতলায় বুধবার ছবি তুলেছেন বাপি মজুমদার। |
দুর্ঘটনার পরই ট্রাক ফেলে চালক ও খালাসি পালিয়ে যায় বলে জানা গিয়েছে। ক্ষুব্ধ বাসিন্দারা ঘাতক ট্রাকটিতে ভাঙচুর চালান। পুলিশ সুপার কল্যাণ মুখোপাধ্যায় বলেন, “সামসিগামী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে দু’জনকে পিষে দেয়। ঘটনার পরই চালক পালিয়ে গিয়েছে।” মালদহ থেকে ওষুধ কিনে রাতে শিমুলতলা স্ট্যান্ডে নামেন হুমায়ুন। সেই সময়ে বালি বোঝাই ট্রাক তাঁকে ধাক্কা মারে। একই সময়ে সাইকেলে ফিরছিলেন সামসের। তাকেও পিষে দিয়ে ট্রাকটি দোকানে ধাক্কা মারে।
|
প্ররোচনায় গ্রেফতার ৩
নিজস্ব সংবাদদাতা • কুমারগ্রাম |
বধূকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে তাঁর স্বামী, শ্বশুর এবং ভাসুরকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকালে কুমারগ্রাম থানার দক্ষিণ চ্যাংমারি গ্রামে ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, মৃতার নাম প্রতিমা দাস (১৮)। তাঁর শ্বশুর চরণ মুর্মু, স্বামী কমল মুর্র্মু, ভাসুর টুলু মুর্মুকে গ্রেফতার করা হয়। শাশুড়ি পলাতক। এক মাস আগে পেশায় চাষি কমলের সঙ্গে প্রেম করে বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাঁর উপর পণের দাবিতে অত্যাচার করা হত বলে অভিযোগ। পুলিশ ওই বধূর দেহ উদ্ধার করেছে।
|
১০ বছর কারাদণ্ড
নিজস্ব সংবাদদাতা • ইসলামপুর |
স্ত্রীকে খুনের অভিযোগে এক যুবককে ১০ বছর কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত। বুধবার অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের বিচারক জাহাঙ্গির কবির ওই সাজা ঘোষণা করেছেন। সরকারি আইনজীবী জামালউদ্দিন জানান, ২০০৭ সালে চাকুলিয়ার কানকির ঝিটকার বাসিন্দা ভরত রায়ের বিরুদ্ধে স্ত্রীকে খুন করার অভিযোগ করা হয়। তাঁকে শ্বাসরোধ করে খুন করা হয় বলে অভিযোগ।
|
বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ
নিজস্ব সংবাদদাতা • কোচবিহার |
এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। মঙ্গলবার রাতে কোচবিহার কোতোয়ালির দেওয়ানবস এলাকায় ঘটনাটি ঘটেছে। জেলা হাসপাতালে বৃদ্ধার চিকিৎসা চলছে। পুলিশ জানায়, প্রায় ৭০ বছর বয়সী ওই বৃদ্ধার বাড়ি মাথাভাঙা থানার নিশিগঞ্জ এলাকায়। তার দুই ছেলেও রয়েছে। মঙ্গলবার বৃদ্ধা বাজার করতে দেওয়ানবসে যান। রাতে বাড়ি ফেরার সময় এলাকার এক ভ্যানচালক যুবক জোর করে বৃদ্ধাকে ভ্যানে তুলে ওই রাস্তার পাশে নিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ। বাড়িতে লোকজন বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান। অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে।
|
বিদ্যুতে মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • ইসলামপুর |
বুধবার বিকেলে উত্তর দিনাজপুরের ডালখোলা এলাকায় তড়িদাহত হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির নাম বিজয় দাস (৩০)। ডালখোলার দাস পাড়া এলাকার বাসিন্দা বিজয়বাবু এদিন বিকেলে ৫ বছরের ভাগ্নিকে খেলতে নিয়ে গিয়েছিলেন। সে সময়ে তাঁর ভাগ্নি একটি পাম্প সেট ধরার চেষ্টা করলে বিজয়বাবু তাকে ধরে সরিয়ে দেন। কিন্তু পাম্পসেট থেকে বেরিয়ে থাকা তারে বিদ্যুতস্পৃষ্ট হন তিনি। স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।
|
ট্রাকের ধাক্কায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • ইসলামপুর |
বুধবার উত্তর দিনাজপুরে করণদিঘিতে ট্রাকের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু হয়। করণদিঘি পুর্ণিয়ামোড় এলাকায়। মৃত ব্যক্তির নাম শম্ভু সিংহ (৪২)। তিনি রায়গঞ্জের বাসিন্দা বলে জানা যায়। এদিন সকালে ইসলামপুরগামী একটি ট্রাক ধাক্কা মারে বলে অভিযোগ। ট্রাকটিকে পুলিশ আটক করেছে।
|
পুড়ে মৃত্যু বধূর |
পণের দাবিতে গৃহবধূকে পুড়িয়ে মারার অভিযোগ উঠেছে স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে। বুধবার বালুরঘাট শহরের সাহেব কাছারির শিবাজী কলোনিতে ঘটনাটি ঘটেছে। গুরুতর অগ্নিদগ্ধ ওই বধূকে বালুরঘাট হাসপাতালে ভর্তির পর দুপুরে মৃত্যু হয়। নাম সুজাতা দাস জমাদার (২৪)। বালুরঘাটে খাসপুর এলাকার বাসিন্দা সুজাতাদেবীর সঙ্গে অভিযুক্ত বাসুদেবের ৪ বছর আগে বিয়ে হয়। তাঁদের ছেলেমেয়ে রয়েছে। এদিন মৃতার বাবা জামাই ও শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।
|
দুর্ঘটনায় মৃত |
বাইক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে এক মহিলার মৃত্যু হয়েছে। বাইক চালকও গুরুতর জখম হয়েছেন। মঙ্গলবার রাতে, কুমারগ্রাম থানার বারবিশায় ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, মৃতার নাম কৃষ্ণা সাহা (৪৫)। কৃষ্ণা দেবী বারবিশার দক্ষিণ রামপুর গ্রামে থাকতেন। |
|