নির্বাচন না লড়েই চারটি পঞ্চায়েত জিতল তৃণমূল
কোচবিহারের তুফানগঞ্জ মহকুমার দুটি ব্লকের ৪টি পঞ্চায়েত বিনা প্রতিদ্বন্দ্বিতায় দখল করল তৃণমূল। প্রশাসন ও দলীয় সূত্রে জানা যায়, তালিকায় তুফানগঞ্জ ১ ব্লকে নাটাবাড়ি ২, বলরামপুর ১ ও ২ গ্রাম পঞ্চায়েত ছাড়াও তুফানগঞ্জ-২ ব্লকে ভানুকুমারি ২ পঞ্চায়েত রয়েছে। এছাড়াও ওই দুটি ব্লকে পঞ্চায়েত সমিতির ৯টি আসনেও তৃণমূল প্রার্থীরা বিনা লড়াইয়ে জিতেছেন। কোচবিহার জেলায় পঞ্চায়েতে ১২৬ ও পঞ্চায়েত সমিতির ১৬ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিভিন্ন দলের প্রার্থীদের জয়ী ঘোষণা করা হয়েছে। তুফানগঞ্জ মহকুমাতে অর্ধেকের বেশি আসন রয়েছে। এখানে পঞ্চায়েত সমিতির ৯ ও পঞ্চায়েতের ৭৪টি আসনে জিতেছে তৃণমূল।
তৃণমূল কংগ্রেস নেতাদের দাবি, বিধানসভা ভোটের পর রাজনৈতিক পালাবদলের পর এ বারের পঞ্চায়েত নির্বাচনেও সেই ধারা বজায় রয়েছে। বিরোধীরা তা মানতে চাননি। তাঁদের অভিযোগ, তুফানগঞ্জ মহকুমা জুড়ে শাসক দলের সন্ত্রাসের চিত্র ওই ফলেই স্পষ্ট হয়েছে। সিপিএম জেলা সম্পাদকমন্ডলী সদস্য শিখা আদিত্য বলেন, “বাম সরকারের আমলে পঞ্চায়েত ভোটে তুফানগঞ্জের এমন হয়নি। চারটি গ্রাম পঞ্চায়েত ভোটের আগেই তৃণমূল কংগ্রেস জিতে গেল। গোটা মহকুমা জুড়ে শাসক দলের সন্ত্রাসের জেরেই এমন হয়েছে।”

কোচবিহারের জেলাশাসকের দফতর থেকে ভোটে ব্যবহারের সামগ্রী অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছে। বুধবারের নিজস্ব চিত্র।
বিজেপির জেলা সম্পাদক নিখিল রঞ্জন দে বলেন, “তুফানগঞ্জ মহকুমায় মনোনয়ন দেওয়ার ব্যাপারে আমরা পুলিশ প্রশাসনের সাহায্য পাইনি। তাই এই ফল আমাদের অবাক করেনি। মানুষ ভোট দিতে পারলে অন্য রকম ফল হত।” মহকুমা কংগ্রেসের নেতা দেবেন বর্মা বলেন, “তুফানগঞ্জে এ ভাবে চারটি গ্রাম পঞ্চায়েতে কোনও দল জেতেনি। শাসক দলের সন্ত্রাসে বিরোধীরা প্রার্থী দিতে পারায় এটা হল। মানুষের রায় সামনে আসল না।”
তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ অভিযোগ মানতে নারাজ। তাঁর দাবি, বাম-বিজেপি-কংগ্রেস মহকুমায় জনভিত্তি পুরোপুরি হারিয়েছে। নির্বাচন কমিশন মনোনয়ন জমা দেওয়ার সময় বাড়ালেও তারা সব আসনে প্রার্থী দিতে পারেনি।
প্রশাসনিক সূত্রের খবর, তুফানগঞ্জ ১ ব্লকের নাটাবাড়ি ২ গ্রাম পঞ্চায়েতে ১১টি আসনের মধ্যে তৃণমূল ৯টিতে জিতেছে। বলরামপুর ১ ও বলরামপুর ২ গ্রাম পঞ্চায়েতের আসন যথাক্রমে ১৫টি ও ১০টি। তার মধ্যে বলরামপুর ১ এলাকায় তৃণমূল ১৪টি, বলরামপুর ২ এলাকায় ৯টিতে জেতে। তুফানগঞ্জ ২ ব্লকে ভানুকুমারি ২ গ্রাম পঞ্চায়েতের ১৪টি আসনের মধ্যে তৃণমূল ৯টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে। তুফানগঞ্জ ১ ব্লকে গ্রাম পঞ্চায়েতের ৫১টি ও তুফানগঞ্জ ২ ব্লকে গ্রাম পঞ্চায়েতের ২৩টি আসনে তৃণমূল প্রার্থীরা জয়ী হয়েছেন। গোটা মহকুমায় তৃণমূল বিনা প্রতিদ্বন্দ্বিতায় পঞ্চায়েতের ৭৪ আসন পায়। পঞ্চায়েত সমিতিতে পেয়েছে তুফানগঞ্জ ১ এলাকায় ৩৮টি আসনের মধ্যে ৮টি ও তুফানগঞ্জ ২ এলাকায় ২৯টির মধ্যে ১টি।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.