বিমানের মতে ষড়যন্ত্র
এ বার সারদা-কাণ্ডে সুজনকে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ
বাসন-দুর্নীতি নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য সিপিএম নেতা গৌতম দেবের বিরুদ্ধে সমন জারি করেছে সিআইডি। এ বার বিধাননগর কমিশনারেট পুলিশ সারদা-কাণ্ডে জিজ্ঞাসাবাদ করতে চায় সুজন চক্রবর্তীকে। গৌতমবাবু এবং সুজনবাবু দু’জনেই সিপিএমের রাজ্য সম্পাদকণ্ডলীর সদস্য এবং দুই ২৪ পরগনা জেলার দলীয় সম্পাদক।
পঞ্চায়েত ভোটের আগে দলের প্রথম সারির দুই নেতাকে পুলিশি জেরার মুখে ঠেলে দেওয়াকে চক্রান্ত হিসাবেই দেখছে আলিমুদ্দিন। সিপিএমের রাজ্য সম্পাদক বিমান বসু বুধবার বলেন, “ভোটের আগে এরাই (তৃণমূল নেতৃত্ব) বারে বারে বলেছে, বদলা নয়। বদল চাই। কিন্তু এখন তৃণমূল সরকার প্রতিহিংসাপরায়ণ হয়ে এ কাজ করছে। এর পরিণতি কিন্তু খুব খারাপ।”
এ দিন সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলীর বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, রাজনৈতিক ভাবে বিষয়টির মোকাবিলা করা হবে। কাল, শুক্রবার গৌতমবাবু একা সিআইডির সদর দফতর ভবানী ভবনে যাবেন না। তাঁর সঙ্গে থাকবেন দক্ষিণ কলকাতার দলীয় কর্মী-সমর্থক ও আইনজীবীরা। তাঁরা জমায়েত করবেন আর গৌতমবাবু যাবেন সিআইডি অফিসারদের সঙ্গে দেখা করতে।
রিজওয়ানুর-কাণ্ডে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের ভূমিকা নিয়েও রাজ্য সরকার তদন্ত শুরু করছে। এত দিন সারদা-কাণ্ড নিয়ে সিপিএমের প্রথম সারির কোনও নেতাকে জিজ্ঞাসাবাদ করা হয়নি। এ দিন সকালে সোনারপুরের চম্পাহাটিতে সুজন চক্রবর্তীর বাড়িতে নোটিস দিতে যায় বিধাননগর কমিশনারেট পুলিশ। সুজনবাবু অবশ্য তখন বাড়িতে ছিলেন না। এক দলীয় নেতার মৃত্যুর ঘটনায় তিনি তখন ই এম বাইপাস সংলগ্ন বেসরকারি হাসপাতালে ছিলেন। বাড়িতে ছিলেন সুজনবাবুর দাদা স্বপন চক্রবর্তী। তিনি ওই নোটিস গ্রহণ না করায় বিধাননগর কমিশনারেটের অফিসাররা ফিরে যান। সুজনবাবু জানান, বাড়ি থেকে তাঁকে ফোন করে বিষয়টি জানানো হয়েছে। কেন পুলিশ ডেকেছে? জবাবে সুজনবাবু বলেন, “আমার অনুমান, বিধাননগর কমিশনারেট পুলিশ হয়তো সারদা-কাণ্ডের তদন্তে পেরে উঠছে না। তাই আমার সাহায্য চাইছে। আমি সব রকম সাহায্য করতে প্রস্তুত।” তিনি আরও বলেন, “ওরা ফের নোটিস পাঠাক। বাড়ি থাকলে নিশ্চয়ই গ্রহণ করব। বিধাননগর কমিশনারেটেও যাব।”
রাজ্য সম্পাদকমণ্ডলীর বৈঠক শেষে সিপিএম নেতা মহম্মদ সেলিম বলেন, “গৌতম দেব যাবেন। জেরার সম্মুখীন হবেন। আমরা দেখতে চাই, সিআইডির সত্যি সত্যিই কিছু জিজ্ঞাসাবাদ করার আছে কিনা।” এ ঘটনাকে ‘ষড়যন্ত্র’ বলে মন্তব্য করে সেলিম বলেন, “যত ক্ষণ সিআইডি অফিসে গৌতমবাবুকে জেরা করা হবে, তত ক্ষণ দলীয় কর্মীরা ভবানী ভবনের সামনে থাকবেন।” সেলিম বলেন, “সিআইডির কাজ অপরাধ দমন করা। কিন্তু তারা রাজনৈতিক দলের হয়ে কাজ করছে।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.