|
|
|
|
|
যত ভয় পুরনো সঙ্গা আর
নতুন জয়সূর্যকে নিয়ে
পাঁচ লড়াই। যা বদলে দিতে পারে সেমিফাইনালের রং।
লন্ডন থেকে বিশ্লেষণে দীপ দাশগুপ্ত |
|
শিখর ধবন বনাম লাসিথ মালিঙ্গা শিক দুর্দান্ত ফর্মে আছে, কিন্তু মনে রাখতে হবে নতুন মালিঙ্গা মারাত্মক। চিরাচরিত ইয়র্কারের সঙ্গে স্লোয়ার ইয়র্কারের জন্যেও তৈরি থাকতে হবে।
কে জিতবে: শিখর। সম্ভাবনা ৭০-৩০।
জেতার কারণ: মালিঙ্গা ডান হাতি ব্যাটসম্যানের ক্ষেত্রে যতটা ভয়ঙ্কর, বাঁ হাতি-র ক্ষেত্রে ততটা নয়। প্লাস শিখরের ফর্ম এবং আত্মবিশ্বাস এই মুহূর্তে দুর্ধর্ষ।
বিরাট কোহলি বনাম কুলশেখরা
কুলশেখরা-র গতি এমন কিছু নয়। ঘণ্টায় একশো পঁচিশ-তিরিশ কিলোমিটার। কিন্তু ও একটা নির্দিষ্ট জায়গায় টানা বল ফেলে যাবে। কোহলির জবাব হওয়া উচিত স্টেপ আউট করা। পায়ের মুভমেন্টটা এমন হওয়া উচিত যাতে কুলশেখরা জায়গায় বলটা ফেলতে না পারে।
কে জিতবে: কোহলি। সম্ভাবনা ৭০-৩০।
জেতার কারণ: পায়ের মুভমেন্ট কোহলির খুবই ভাল। দ্রুত অ্যাডজাস্ট করে নিতে পারে ক্রিজের সঙ্গে।
কুমার সঙ্গকারা বনাম রবিচন্দ্রন
অশ্বিন পরিষ্কার বলছি, গ্রেম সোয়ানকে যে ভাবে অবলীলায় সঙ্গা খেলে দিল, তার পর ভয়ই লাগছে। অশ্বিন একটা জিনিস করতে পারে। প্রথম দু’তিনটে ওভারে সঙ্গা-র স্ট্রোক খেলাটা আটকাতে হবে। সঙ্গা-র একটা মাইনাস পয়েন্ট, ও আটকে গেলে অধৈর্য হয়ে পড়ে। ক্রিজ ছেড়ে বেরোতে চায়।
কে জিতবে: সঙ্গকারা। সম্ভাবনা ৬৫-৩৫।
জেতার কারণ: স্পিন খেলার টেকনিক। প্লাস, বর্তমান ফর্ম।
কুশল পেরিরা বনাম ভুবনেশ্বর কুমার
এই পেরিরা ছেলেটাকে জয়সূর্য-র ডামি বলা হচ্ছে। খুব ভুল নয়। কাট-পুল মারায় জয়সূর্য-র কপি-পেস্ট। এখনও ব্যাটে লাগেনি, কিন্তু লেগে গেলে ভোগান্তি আছে। তবে ভুবি যা বল করছে, ওকে সামলানো মুশকিল।
কে জিতবে: ভুবনেশ্বর। সম্ভাবনা ৬০-৪০।
জেতার কারণ: দু’দিকে বেশ ভাল গতিতে বল সুইং করানোর ক্ষমতা। পেরিরা কেন, যে কেউ মুশকিলে পড়বে।
ডেথ ওভারে ইশান্ত-উমেশ বনাম থিসারা-অ্যাঞ্জেলো
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ডেথ ওভারে-র পরীক্ষায় ভারতীয় পেসারদের এখনও বসতে হয়নি। আর ইশান্ত-উমেশ, দু’জনের সাম্প্রতিক ডেথ ওভার পারফরম্যান্স বিশেষ ভাল নয়।
কে জিতবে: থিসারা-অ্যাঞ্জেলো। সম্ভাবনা ৭০-৩০।
জেতার কারণ: দুই শ্রীলঙ্কানই ডেথ ওভার স্পেশ্যালিস্ট। আর ইশান্ত-উমেশদের কথা আগেই বললাম। লাইন ঠিক রাখতে মুশকিলে পড়ে।
|
ধোনির দুশ্চিন্তা
১) মালিঙ্গা।
২) টুর্নামেন্টে এখনও পরীক্ষায় না বসা মিডল অর্ডার।
৩) ডেথ ওভার বোলিং।
|
ম্যাথেউজের দুশ্চিন্তা
১) টিমটা বড় বেশি ব্যক্তি-নির্ভর।
২) ব্যাটিংয়ে সঙ্গকারা-জয়বর্ধনে।
৩) বোলিংয়ে শুধুই মালিঙ্গা। |
ভারতের এক্স ফ্যাক্টর: রবীন্দ্র জাডেজা।
শ্রীলঙ্কার এক্স ফ্যাক্টর: কুশল পেরিরা।
মার্কশিটে কে কোথায়
ভারত: ৮/১০।
শ্রীলঙ্কা: ৬/১০। |
|
|
|
|
|