|
|
|
|
পিংলায় ধৃত তৃণমূলের চার |
সভাধিপতির বাড়িতে হামলা
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
জেলা পরিষদের সিপিএম সভাধিপতির বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। কয়েকজন সিপিএম কর্মী-সমর্থকদের বাড়িতেও হামলা হয়। বুধবার দুপুরে তৃণমূলের ঘরছাড়ারা মিছিল করে পিংলার রঘুনাথচকে ঢোকার পরেই ঘটনাটি ঘটে। অভিযোগ, তৃণমূলের লোকজন গ্রামে ঢুকেই ভাঙচুর শুরু করে। হামলা চালানো হয় সভাধিপতি অন্তরা ভট্টাচার্যের বাড়িতেও। অন্তরাদেবীর কাকা রমানাথ ভট্টাচার্যকে মারধর করা হয়। মার খান সিপিএম কর্মী সুশান্ত নন্দী, কৃষ্ণপ্রসাদ সিংহরা। সিপিআই কর্মীরাও আক্রান্ত হন। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রমানাথবাবু-সহ তিনজনকে উদ্ধার করে পিংলা হাসপাতালে ভর্তি করা। এই ঘটনায় ৪ জন তৃণমূল কর্মী-সমর্থককে গ্রেফতার করেছে পুলিশ। জেলা পুলিশ সুপার সুনীল চৌধুরীর বক্তব্য, “পিংলায় একটি গোলমাল হয়েছে। অভিযোগ খতিয়ে দেখে পদক্ষেপ করা হচ্ছে। |
তছনছ বাড়িতে সভাধিপতি অন্তরা ভট্টাচার্য। ছবি: সৌমেশ্বর মণ্ডল। |
অন্তরাদেবী এ বারও জেলা পরিষদ আসনে সিপিএমের প্রার্থী। অভিযোগ, পরিকল্পনা করেই এ দিন তাঁর বাড়িতে হামলা চালানো হয়েছে। অন্তরাদেবীর বাড়ির সামনে কিছু চেয়ার ভাঙা হয়। তাঁর বাড়ি লক্ষ করে ছোড়া ইটের আঘাতে একটি ঘরের জানলার কাচ ভেঙে যায়। অন্তরাদেবীর মতে, “নির্বাচনের আগে সন্ত্রাসের পরিবেশ তৈরি করতেই এই হামলা।” যদিও তৃণমূলের পিংলা ব্লক সভাপতি গৌতম জানার দাবি, “অভিযোগ ভিত্তিহীন। আমাদের ঘরছাড়া কর্মীরা ঘরে ফিরেছেন। হামলা কোনও ঘটনা ঘটেনি।” প্রগত সপ্তাহেই ৭ জন ঘরছাড়ার ঘরে ফেরার সিদ্ধান্ত হলেও পরে তা বদল হয়। ঠিক হয়, বুধবারই মিছিল করে তাঁরা ঘরে ফিরবেন। সেই মতো ঘরছাড়াদের নিয়ে বুধবার দুপুরে তৃণমূলের একটি মিছিল রঘুনাথচকে ঢুকলে উত্তেজনার ছড়ায়। সকাল থেকেই এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন ছিল। তার মধ্যেও কী ভাবে এমন ঘটনা ঘটল, প্রশ্ন উঠছে।
গোলমালের সূত্রপাত গত ৩ জুন রাতে। সে দিন রঘুনাথচকে সিপিএম-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে। তার পর থেকেই ৭ জন তৃণমূল কর্মী ঘরছাড়া ছিলেন। ওই ঘটনার পর সিপিএম-তৃণমূল দু’পক্ষই পুলিশ-প্রশাসনে অভিযোগ জানায়। সিপিএমের সভাধিপতির অভিযোগ, “শুধু হামলা নয়, লুঠপাটও চালানো হয়েছে। এলাকার মানুষ সন্ত্রস্ত।” কোথাও কোনও অশান্তি হয়েছে বলে অবশ্য মানতে নারাজ তৃণমূল নেতা গৌতমবাবু। পুলিশ জানিয়েছে, তদন্ত শুরু হয়েছে। ঘটনায় অভিযুক্ত বাকিদের খোঁজে তল্লাশি চলছে। |
|
|
|
|
|