|
|
|
|
বাড়বে হানা, হুমকি দিল মাওবাদীরা
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
|
|
সালওয়া জুড়ুমের প্রধান সংগঠক মহেন্দ্র কর্মাকে খুনের পর নিরাপত্তাবাহিনী দমনপীড়ন বাড়ালে তারাও পাল্টা হামলা চালাবে বলে হুঁশিয়ারি দিল মাওবাদীদের কেন্দ্রীয় কমিটি। সংবাদমাধ্যমকে পাঠানো একটি চিঠিতে মাওবাদীরা জানিয়েছে, দল আশঙ্কা করছে ছত্তীসগঢ়ে মাওবাদীদের নির্মূল করতে সরকার দমনপীড়ন বাড়াবে। সেই পরিস্থিতিতে বস্তার, দণ্ডকারণ্য, দন্তেওয়াড়ার আদিবাসীদের স্বার্থরক্ষায় মাওবাদীরাও আরও বড় সংঘর্ষের পথে হাঁটতে
বাধ্য হবে বলে জানিয়েছেন দলের মুখপাত্র অভয়।
গত ২৫ মে রাজনৈতিক নেতাদের উপর মাওবাদীদের সবথেকে বড় হামলার সাক্ষী হয় গোটা দেশ। ছত্তীসগঢ়ের দন্তেওয়াড়ার জেরেমিঘাঁটির কাছে প্রদেশ কংগ্রেসের পরিবর্তন যাত্রায় হামলা চালিয়ে ওই রাজ্যে মাওবাদী বিরোধী সালওয়া জুড়ুমের প্রধান সংগঠক মহেন্দ্র কর্মা সমেত মোট ২৭ জনকে খুন করে মাওবাদীরা।
বিবৃতিতে মাওবাদীরা জানিয়েছে, সে দিনের হামলার মূল লক্ষ্য
ছিলেন মহেন্দ্র কর্মা। বাকিদের মৃত্যুর জন্য দুঃখপ্রকাশ করেছে তারা। মাওবাদীদের বক্তব্য, মহেন্দ্র কর্মার বিরুদ্ধে অসংখ্য আদিবাসীর বাড়ি, ক্ষেতের ফসল লুঠ করা, তাদের হত্যা বা মহিলাদের ধর্ষণ করার মতো একাধিক অভিযোগ থাকলেও কোনও ব্যবস্থা নেয়নি রাজ্য প্রশাসন। সে কারণেই কর্মা-হত্যার ছক কষা হয় বলে দাবি মাওবাদীদের।
ছত্তীসগঢ়ের ঘটনার পরে অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে বৈঠকে মাওবাদীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার প্রশ্নে একমত হন সব মুখ্যমন্ত্রীই। মাওবাদী মুখপাত্র অভয়ের প্রশ্ন, “খনিজ সমৃদ্ধ ছত্তীসগঢ়ের মাটিতে দেশি-বিদেশি পুঁজিপতিদের স্বার্থ রক্ষায় যখন আদিবাসীদের রাতারাতি উচ্ছেদ করানো হয়, আদিবাসীদের জোর করে অন্যত্র স্থানান্তরিত করে তাদের জীবনের ছন্দ নষ্ট করে ফেলা হয় তখন গণতন্ত্র রক্ষার প্রশ্ন কেন তোলা হয় না?”
|
পুরনো খবর: ছত্তীসগঢ়ে খতম সালওয়া জুড়ুমের হোতা, জখম বিদ্যাচরণ |
|
|
|
|
|