|
|
|
|
|
|
টুকরো খবর |
বিড়লার জীবন বিমা |
‘ভিশন রেগুলার রিটার্নস প্ল্যান’ নামে একটি জীবন বিমা প্রকল্প এনেছে বিড়লা সান লাইফ ইনশিওরেন্স। এটি একটি এনডাওমেন্ট প্রকল্প। এতে পলিসির ষষ্ঠ বছর থেকেই নিয়মিত রিটার্ন পাওয়া যাবে বলে সংস্থার দাবি। রয়েছে বোনাসের সুবিধা, যা পলিসির প্রথম বছর পূর্ণ হওয়ার পরেই চালু হয়ে যাবে এবং প্রতি বছর চক্রবৃদ্ধি হারে তা বাড়তে থাকবে বলে জানিয়েছে সংস্থা। বিমার অঙ্ক বেশি হলে মিলবে প্রিমিয়ামের উপর ছাড়। পাশাপাশি, বার্ষিক বা ষাণ্মাষিক হারে প্রিমিয়াম দিলেও, ছাড় পাওয়ার সুযোগ রয়েছে। নেওয়া যাবে সর্বাধিক পাঁচটি বিশেষ সুবিধাও। প্রকল্পটি থেকে প্রয়োজনে ঋণও নিতে পারবেন গ্রাহক। আয়কর আইনের ৮০সি, ৮০ডি এবং ১০ (১০ডি) ধারায় করছাড়ের সুবিধা রয়েছে।
|
প্রবীণ নাগরিকদের জন্য আমানত প্রকল্প |
প্রবীণ নাগরিকদের জন্য বিশেষ ‘সিনিয়র প্রিভিলেজ সেভিংস অ্যাকাউন্ট’ আনল অ্যাক্সিস ব্যাঙ্ক। ৫৭ বছর বা তার বেশি বয়স্করা এই অ্যাকাউন্টের মাধ্যমে নিজেদের বিল জমা দেওয়া-সহ বিভিন্ন কাজ করতে পারবেন বলে দাবি জানিয়েছে ব্যাঙ্কটি। তার সঙ্গেই সারা দেশে মোট ৬০০টি স্বাস্থ্য পরীক্ষা কেন্দ্রে এই অ্যাকাউন্টের মালিকরা ২০-৬০% ছাড় পাবেন বলেও জানিয়েছে তারা। এ জন্য ইউনাইটেড হেল্থকেয়ার ইন্ডিয়ার সঙ্গে চুক্তিও করেছে অ্যাক্সিস ব্যাঙ্ক। পাশাপাশি, ব্যাঙ্কের সংশ্লিষ্ট শাখায় নাম নথিভুক্ত করলেই প্রবীণদের বিল জমা করবে ব্যাঙ্ক। কারণ অনলাইনে বিল জমা তাঁদের পক্ষে সম্ভব না-ও হতে পারে। অন্য দিকে বিভিন্ন দফতরে গিয়ে লম্বা লাইনে দাঁড়িয়ে বিল মেটাতে হবে না তাঁদের। গ্রাহকদের দেওয়া হবে বিশেষ প্রবীণ নাগরিক পরিচয়পত্র। যাতে নাম ঠিকানার পাশাপাশি, রোগের বিবরণ, পরিচিত ব্যক্তির ঠিকানা ও ফোন নম্বরও দেওয়া থাকবে বলে জানিয়েছে তারা। |
|
|
|
|
|