দুর্ঘটনায় মৃত স্কুল ছাত্রের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া, ট্রাফিকের ব্যবস্থা করার দাবিতে প্রায় আড়াই ঘণ্টা রানিগঞ্জ-মোরগ্রাম ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ করলেন স্থানীয় বাসিন্দারা। শুধু তাই নয়, পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখান বাসিন্দারা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার মল্লারপুর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র বিশ্বজিৎ শর্মা (১২) ছুটির পরে জাতীয় সড়ক পেরিয়ে আম্বামোড় এলাকায় বাড়ির দিকে যাচ্ছিল। রাস্তা পার হওয়ার সময়ে একটি পাথর বোঝাই ডাম্পার ধাক্কা মেরে পালিয়ে যায়। ঘটনাস্থলেই বিশ্বজিতের মৃত্যু হয়। এর পরেই ক্ষোভে ফেটে পড়েন বাসিন্দারা। তাঁরা জানান, বছর খানেক আগে ওই ছাত্রের মা মারা গিয়েছেন। বাবা জেল হাজতে। দাদু সুদাম শর্মার কাছে থাকত সে। সুদামবাবুর অভিযোগ, “এলাকার লোকজনকে পুলিশ যে ভাবে ভয় দেখিয়ে নাতির মৃতদেহ নিয়ে গিয়েছে তা অত্যন্ত নক্কারজনক। আমাকেও ধাক্কা মেরেছে পুলিশ।” ক্ষতিপূরণ দেওয়া ও ট্রাফিকের ব্যবস্থা করা ছাড়াও স্কুলের সময়ে ওই রাস্তায় যাতে পাথর বোঝাই ট্রাক ঢুকতে না পারে তার ব্যবস্থা করার দাবি করেছেন বাসিন্দারা। পুলিশ অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে। এ দিকে, পরিস্থিতি জটিল হচ্ছে দেখে এলাকায় যান রামপুরহাট মহকুমা পুলিশ আধিকারিক দেবাশিস নন্দী। |