টুকরো খবর
দ্বন্দ্ব মেটাতে বৈঠক
দলীয় কোন্দল মেটাতে সিউড়ির পরে এ বার বোলপুরেও নেতা-কর্মীদের নিয়ে বৈঠক করলেন তৃণমূলের বীরভূমে দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষক তথা রাজ্যের কৃষিমন্ত্রী মলয় ঘটক। আসন্ন পঞ্চায়েত ভোটের কথা মাথায় রেখেই বুধবার বোলপুরের দলীয় কার্যালয়ে ওই বৈঠক হয়। ছিলেন তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল, বিধায়ক মনিরুল ইসলাম এবং জেলা পরিষদের প্রার্থীরা। এ দিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মলয়বাবু দাবি করেন, “আমাদের দলে কোনও দ্বন্দ্ব নেই। তবে ব্যাপক জনসমর্থনের কারণে জেতার লক্ষ্যে সকলেই দলের প্রতীক চাইছেন। সেই কারণে দলীয় টিকিটের চাহিদা বেশি। আর সেখানেই যাবতীয় ক্ষোভ।” তাঁর অবশ্য সাফ কথা, “দলের অনুমোদন নিয়ে যাঁরা প্রতিদ্বন্দ্বিতা করছেন, তাঁরাই দলের প্রার্থী। তাঁর জন্যই সবাই প্রচার করবেন।” পঞ্চায়েত ভোটে প্রার্থী হওয়াকে কেন্দ্র করে তৃণমূলের জেলা সভাপতির গোষ্ঠী ও বিরোধী গোষ্ঠীর মধ্যে বিবাদ চরমে। কোনও কোনও জায়গায় দলীয় প্রতীক না পেয়েও অনেকেই নির্দল প্রার্থী হিসেবেও প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বন্ধ বিএসএনএল
বিএসএনএল টাওয়ারে বাজ পড়ে সাঁইথিয়ার বিস্তীর্ণ এলাকায় ফোন পরিষেবা বন্ধ হয়ে গিয়েছে। মঙ্গলবার বিকেলে সাঁইথিয়ায় শহরে বিএসএনএল দফতরে স্থিত টাওয়ারে বাজ পড়ে। ফলে বন্ধ হয়ে যায় বিএসএনএল-এর সাঁইথিয়া মহকুমার সমস্ত ল্যান্ডলাইন পরিষেবা। একই সঙ্গে বন্ধ হয়ে গিয়েছে সাঁইথিয়া শহরের বিএসএনএল-এর মোবাইল পরিষেবাও। সাব ডিভিশনাল টেলিকম অফিসার মাধবচন্দ্র পাল জানিয়েছেন, ঘটনার পর থেকেই মেরামতির কাজ শুরু হয়েছে। তাঁর কথায়, “এ পর্যন্ত পাঁচটি কন্ট্রোল কার্ড পাওয়া গিয়েছে, যেগুলি সম্পূর্ণ পুড়ে গিয়েছে। আর কতগুলি পুড়েছি, তা এখনই বলা যাচ্ছে না। যন্ত্রগুলি বাইরে থেকে আমদানি করা হচ্ছে। আজ, বৃহস্পতিবার থেকে আশা করছি মোবাইল পরিষেবা চালু করা যাবে।” তবে ল্যান্ডলাইন পরিষেবা কবে থেকে স্বাভাবিক হবে সে বিষয়ে মাধববাবু কোনও আশ্বাস দিতে পারেননি।

বাজ পড়ে মৃত চার
বজ্রপাতে মৃত্যু হল চার জনের। দুই মহিলা-সহ ৮ জন জখম অবস্থায় রামপুরহাট হাসপাতালে চিকিৎসাধীন। বুধবার দুপুরে রামপুরহাট মহকুমা এলাকায় ঘটনাটি ঘটেছে। মৃতেরা হলেন রামপুরহাটের হরিডাঙার গুণধর মাহাতো (৪৫), নলহাটির সিঙডহরির লবাই মাল (৪১), ঝাড়খণ্ডের শিকারিপাড়ার রানিগ্রামের মনু মাহাতো (২৫) এবং শিকারিপাড়ার বেনাগড়িয়ার রামচন্দ্র মাহাতো (৪৫)। এ দিন, মাঠে চাষের কাজ করার সময়ে বাজ পড়লে লবাইবাবুর মৃত্যু হয়। রামপুরহাটের ছোড়া গ্রাম এলকায় গরু চরানোর সময় বাজ পড়লে বাকি তিন জনের মৃত্যু হয়। মারা গিয়েছে ৮টি গরু।

ছাদ থেকে পড়ে মৃত্যু
ছাদ থেকে পড়ে মৃত্যু হল ইয়াসিন শেখ (৪৫) নামে এক ব্যক্তির। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটে নলহাটি থানার ছোটপোধরা গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গরমের কারণে ওই ব্যক্তি বাড়ির খোলা ছাদে শুয়েছিলেন। গভীর রাতে বৃষ্টি পড়লে উঠতে গিয়ে কোনও ভাবে নীচে পড়ে যান। মাথায় গুরুতর আঘাত পান তিনি। সঙ্গে সঙ্গে তাঁরে রামপুরহাট হাসপাতাল থেকে বর্ধমানে নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.