তৃণমূল প্রার্থীর বাড়ি ভাঙচুরের অভিযোগ
নিজস্ব সংবাদদাতা • পূর্বস্থলী |
এক তৃণমূল প্রার্থীর বাড়িতে ভাঙচুর ও তাঁকে হুমকি দেওয়ার অভিযোগ উঠল সিপিএমের বিরুদ্ধে। বুধবার পূর্বস্থলী ২ ব্লকের পিলা পঞ্চায়েতের হাপানিয়া গ্রামে প্রার্থী সেলিম শেখের বাড়িতে সিপিএম আশ্রিত দুষ্কৃতী সামাদ শেখের নেতৃত্বে কয়েকজন এই ঘটনা ঘটায় বলে তৃণমূলের অভিযোগ। ব্লকের তৃণমূল জেলা পরিষদের প্রার্থী বিপুল দাসের অভিযোগ, “নির্বাচনের শুরু থেকেই সামাদ শেখ পতাকা ছিঁড়ে দেওয়া, দলীয় কর্মীদের হুমকি দেওয়া চালিয়ে যাচ্ছে। অভিযোগ পেয়ে পুলিশ এ দিন সামাদের বাড়িতে তল্লাশিও চালিয়েছে। কিন্তু পুলিশ চলে যাওয়ার পরেই সে আমাদের দলের প্রার্থীর বাড়িতে গিয়ে ভাঙচুর চালায়।” গত বারের ভোটেও সামাদ শেখ তৃণমূল প্রার্থীদের ভয় দেখিয়েছিল বলে তাঁর দাবি। সিপিএমের পূর্বস্থলী জোনাল কমিটির তরফে অবশ্য এই অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছে। |
ব্যবসায়ী খুনে ধৃতেরা জেলে
নিজস্ব সংবাদদাতা • কাটোয়া |
ধৃতদের জেরা করে অস্ত্র মিলল কাটোয়ায়। —নিজস্ব চিত্র। |
দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি করে খুনের ঘটনায় ধৃত সাত জনকে জেল হাজতে পাঠাল আদালত। ওই ধৃতদের জেরা করে পাওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার পাঁচটি আগ্নেয়াস্ত্র এবং বেশ কিছু বোমা ও কার্তুজ উদ্ধার হয়েছে বলে পুলিশ জানিয়েছে। পুলিশের দাবি, ধৃতদের জেরা করে জানা গিয়েছে ১ জুন রাজকুমার মণ্ডল নামে ওই ব্যবসায়ীকে খুনের ঘটনার দিন শহরের নানা মোড়ে পাহারা দিচ্ছিল ২০-২৫ জন। ঘটনাস্থলে ছিল পাঁচ জন। অভিযুক্তদের মধ্যে শেখ সফিক এখনও অধরা। বুধবার ধৃতদের কাটোয়া আদালতে তোলা হয়। |
বাজ পড়ে মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • কালনা |
বাজ পড়ে মৃত্যু হল এক যুবকের। বুধবার দুপুরে কালনা ২ ব্লকের তেহাট্টা গ্রামের ঘটনা। মৃত যুবকের নাম সুকরাম সরেন (৩৩)। স্থানীয় বাসিন্দা তিনি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পেশায় খেতমজুর সুকরাম দুুপুরে খেতে কাজ করতে যান। বাড়ি ফেরার সময়ে বজ্রাঘাতে মৃত্যু হয় তাঁর। এ দিনই পূর্বস্থলী ১ ব্লকের সমুদ্রগড় এলাকায় বাজ পড়ে আহত হয়েছেন দুই বধূ। নাসরিন বিবি ও তাহরিন বিবি নামে ওই দুই বধূকে কালনা মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। |