আজ, বৃহস্পতিবার বিকেলে গলসিতে নির্বাচনী জনসভা করতে আসছেন নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগেই গলসি থানা থেকে আধ কিলোমিটারের মধ্যে গাড়ি থামিয়ে অস্ত্র উদ্ধার করল পুলিশ। গ্রেফতার হয়েছে তিন জন। খেতিয়া থেকেও অস্ত্র-সহ দুই দুষ্কৃতীকে ধরা হয়েছে।
পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতির শুরু থেকেই গলসিতে একাধিক বার রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। এর আগে মেমারিতে অস্ত্র-সহ সিপিএম কর্মীকে গ্রেফতারও করেছে পুলিশ। কিন্তু এ দিন গলসিতে অস্ত্র উদ্ধারের সঙ্গে কোনও দলের সরাসরি যোগ নেই বলেই আপাতত মনে করছে পুলিশ।
|
গলসিতে উদ্ধার হওয়া অস্ত্র। বুধবার উদিত সিংহের তোলা ছবি। |
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে ২ নম্বর জাতীয় সড়কে গাড়ি থামিয়ে তল্লাশি করা হচ্ছিল। তেমনই একটি গাড়ি থেকে সাতটি পাইপগান, ১০ রাউন্ড পাইপগানের গুলি, একটি নাইন এমএম পিস্তল ও তার দু’রাউন্ড গুলি মেলে। অস্ত্রগুলি মুঙ্গেরে তৈরি। দাম লক্ষাধিক টাকা। গাড়ি থেকেই গঙ্গা মাঝি, হারু পোড়া ও শেখ কচি নামে তিন জনকে গ্রেফতার করা হয়েছে। তিন জনেই গলসির বাসিন্দা। গঙ্গা ও হারুর নাম আগে থেকেই পুলিশের খাতায় রয়েছে। দুর্গাপুর থেকে তারা কলকাতার দিকে যাচ্ছিল। বুধবার বর্ধমান আদালতে তুলে তাদের নিজেদের হেফাজতে নিয়েছে। বর্ধমানের পুলিশ সুপার সৈয়দ মহম্মদ হোসেন মির্জা বলেন, “এই ঘটনার সঙ্গে মুখ্যমন্ত্রীর আসার যোগ নেই বলেই আমাদের ধারণা।”
বর্ধমান সদর থানার খেতিয়ায় মঙ্গলবার সন্ধ্যাতেই দু’জনকে ধরে পুলিশ। নাম আজাদ আলি ও মোল্লা সাদিদুদ্দিন। তাদের পুলিশ আগে থেকেই খুঁজছিল। রাস্তার পাশে একটি চায়ের দোকানে বসে থাকার সময়ে আচমকা হানা দিয়ে তাদের ধরা হয়। তাদের কাছে দু’টি মাস্কেট ও তিন রাউন্ড গুলি পাওয়া গিয়েছে। এ দিন বর্ধমান আদালত তাদেরও পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। |