টুকরো খবর |
রানিগঞ্জে এল সায়েন্স এক্সপ্রেস
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
|
প্রদর্শনী চলছে। —নিজস্ব চিত্র। |
ফরাক্কা থেকে রানিগঞ্জ স্টেশনে এসে পৌঁছল ভ্রাম্যমান সায়েন্স এক্সপ্রেস ট্রেন। শীততাপ নিয়ন্ত্রিত ১৬ কামরার এই ট্রেনে ১৩টি কামরায় প্রদর্শনী চলছে। বুধবার প্রদর্শনীর সূচনা করেন আসানসোলের ডিআরএম। প্রদর্শনীর পরিবেশক সংস্থা বিক্রম সারাভাই কমিউনিটি সায়েন্স সেন্টারের অধিকর্তা দিলীপ ভি সোরকার জানান, ২১ জুন পর্যন্ত ট্রেনটি রানিগঞ্জে থাকবে। তার পর পুরুলিয়ার জয়চণ্ডী স্টেশনে যাবে। ২৮ অক্টোবর গুজরাটে যাত্রা শেষ হবে। কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের অধিকর্তা চন্দরমোহন জানান, দেশের ৬২টি স্টেশন ঘুরবে এই ট্রেনটি। শিক্ষার্থীদের জীব বৈচিত্র্য সম্পর্কে জানানোর জন্য এই প্রদর্শনী। পরিবেশ ও বন দফতরের সহযোগিতায় ৮টি কামরায় জীব বৈচিত্র্য দেখানো হয়েছে। বাকি ৫টি কামরায় আছে আবহাওয়া পরিবর্তন, পরিবেশ মণ্ডল, বিজ্ঞানের খেলা নিয়ে নানা প্রদর্শনী। |
জাতীয় সড়ক অবরোধ করল আদিবাসী মঞ্চ
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
মনোনয়নপত্র জোর করে তুলিয়ে দেওয়া, ভূসম্পত্তি দখল ইত্যাদি অভিযোগ তুলে বুধবার জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাল আদিবাসী অধিকার মঞ্চের আসানসোল মহকুমা কমিটি। সকাল ১০টা নাগাদ আসানসোলের কালিপাহাড়ির কাছে ২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ চলে। অধিকার মঞ্চের নেতা অজিত কুমার কোড়ার অভিযোগ, মহকুমার বিভিন্ন প্রান্তে আদিবাসীদের গণতান্ত্রিক অধিকার খর্ব করা হচ্ছে। জোর করে তাঁদের ভূসম্পত্তি দখল করে নেওয়া হচ্ছে। পঞ্চায়েত নির্বাচনের আগে একাধিক জায়গায় তাঁদের মনোনয়ন পত্র জোর করে তুলিয়ে দেওয়া হচ্ছে বলেও তাঁর অভিযোগ। এসব ঘটনার প্রতিবাদেই তাঁরা প্রতীকি অবরোধ করেন। ১৫ মিনিট অবরোধ চলার পর তুলে নেওয়া হয়। এ দিন জামুড়িয়া-হরিপুর রুটের শেখপুর মোড়ে ঘণ্টাখানেক ও রানিগঞ্জেও মিনিট দশেক রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় তারা। |
শ্লীলতাহানিতে ধৃত যুবক
নিজস্ব সংবাদদাতা • অন্ডাল |
অষ্টম শ্রেণির ছাত্রীর শ্লীলতাহানির ঘটনায় অভিযুক্ত কাঞ্চন সিংহকে গ্রেফতার করল পুলিশ। বুধবার বিকালে অন্ডালের কাজোড়া মোড় থেকে তাকে ধরা হয়। তবে আরেক অভিযুক্ত শম্ভু সিংহ এখনও ধরা পড়েনি।
সোমবার দুপুরে অন্ডালের কাজোড়া সর্ষডাঙায় স্কুল থেকে বাড়ি ফেরার সময় পড়শি কাঞ্চন সিংহ ও শম্ভু বাউড়ি ওই ছাত্রীর শ্লীলতাহানি করে বলে অভিযোগ। বাধা দিতে যাওয়ায় ওই ছাত্রীর মায়ের মাথাও ফাটিয়ে দেওয়া হয়। তিনি সেখানেই জ্ঞান হারিয়ে পড়ে যান। পরে তাঁকে একটি নার্সিংহোমে ভর্তি করানো হয়। এখনও তিনি চিকিৎসাধীন। |
পুরনো খবর: মেয়ের হাত ধরে টান, বাধা দিয়ে মাথা ফাটল মায়ের
|
পরিচারিকা ‘উধাও’
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
এমএএমসি কলোনি থেকে সদ্যোজাত শিশু-সহ ‘বেপাত্তা’ হয়ে গিয়েছেন এক অবিবাহিতা পরিচারিকা। তাঁর বাড়ি বর্ধমানের সদরঘাটে। দশ বছরেরও বেশি ধরে তিনি দুর্গাপুরের একটি আবাসনে কাজ করছেন। আবাসনে থাকেন বেসরকারি তামার তার তৈরির কারখানার কর্মী, তাঁর স্ত্রী ও দ্বাদশ শ্রেণিতে পড়া মেয়ে। পাড়াপড়শির একাংশের অভিযোগ, বছর তিনেক আগেও তিনি একটি সন্তান প্রসব করেন। বাড়ির কর্তা শিশু বিক্রিতে যুক্ত, এমন সন্দেহের কথা তাঁরা পুলিশকে জানিয়েছেন। যদিও বাড়ির লোকজন তা অস্বীকার করেন। আসানসোল-দুর্গাপুরের এডিসিপি (পূর্ব) সুনীল যাদব জানান, তাঁরা খোঁজখবর নিচ্ছেন। |
কয়লা পাচারে ধৃত
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
অবৈধ কয়লা পাচারের অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে জামুড়িয়া থানার পুলিশ। ধৃতদের নাম মহম্মদ জইনুল ও সরজু মাহাতো। পুলিশ জানিয়েছে, গত ১৪ জুন জামুড়িয়ায় একটি অবৈধ কয়লা বোঝাই লরি আটক করা হয়েছিল। সেই কয়লা পাচারের অভিযোগেই এই দু’জনকে ধরা হয়েছে বলে পুলিশের দাবি। |
দুর্নীতি-বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
সংস্থার আর্থিক দুর্নীতির প্রতিবাদে ও সিআইডিকে গিয়ে এই দুর্নীতির তদন্ত করানোর দাবিতে বুধবার প্রায় সাত ঘণ্টা বিক্ষোভ দেখালেন আসানসোলের শ্রীমা প্রতিবন্ধী কল্যাণ কেন্দ্রের শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী ও অভিভাবকেরা। ওই সংস্থার এক শিক্ষক মাধব রায়ের অভিযোগ, কর্তৃপক্ষের একাংশ এই কল্যাণ কেন্দ্রের আর্থিক দুর্নীতির সঙ্গে জড়িয়ে আছেন। এ দিন স্কুলের শিক্ষক শিক্ষিকাদের সরকার স্বীকৃত বেতন দেওয়ারও দাবি জানান তাঁরা। |
নির্মাণ সামগ্রী চুরি
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
নবনির্মিত একটি ঘর থেকে জল তোলার পাম্প, লোহার রড ও অন্যান্য নির্মাণ সামগ্রী চুরির অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে আসানসোল উত্তর থানার পুলিশ। পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে আসানসোল উত্তর থানার কন্যাপুর স্যাটেলাইট টাউনশিপ এলাকায় একটি নির্মীয়মান ঘর থেকে ওই জিনিসগুলি চুরি করছিল স্থানীয় ঝোপরপট্টী এলাকার কয়েকজন দুষ্কৃতী। তখনই গৃহকর্তার ফোন পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। |
জিতল বিইউসি
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
কল্যাণ মুখোপাধ্যায় স্মৃতি আসানসোল চ্যালেঞ্জ ফুটবলের মঙ্গলবারের খেলায় বিজয়ী হল বিইউসি। আসানসোল স্টেডিয়ামে তারা গোপালপুর ইউসিকে ৫-০ গোলে হারায়। এই মাঠে দ্বিতীয় খেলায় বিজয়ী হয় ডিএসএ পূর্ব রেল। তারা নতুনডিহি আদিবাসী ক্লাবকে ৬-০ গোলে হারায়। |
হারল কল্যাণ
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
কল্যাণ মুখোপাধ্যায় স্মৃতি আসানসোল চ্যালেঞ্জ ফুটবল প্রতিযোগিতার প্রথম খেলায় বুধবার জিতল এনইউসিএসি। আসানসোল স্টেডিয়ামে তারা কেররাডি আদিবাসী কল্যাণ সঙ্ঘকে ৩-১ গোলে হারায়। এই মাঠের দ্বিতীয় খেলায় জিতল বড়থল আদিবাসী কৃষক সমিতি। তারা আড়ডাঙা এমবিজিকে ৪ গোলে হারায়। |
কৃতীদের সংবর্ধনা
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
কুমারবাজার ফেমাস ক্লাবের উদ্যোগে রবীন্দ্র-নজরুল সন্ধ্যা আয়োজিত হল রানিগঞ্জের খাদ গ্রাউন্ডে। সোমবারের এই অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে কৃতী সাত পড়ুয়াকে সংবর্ধনাও দেওয়া হয়। আবৃত্তি, সঙ্গীত এবং নৃত্য পরিবেশন করেন এলাকার খুদে ও বড় শিল্পীরা। |
কোথায় কী |
কাঁকসা
কুঞ্জভঙ্গ। পানাগড় গ্রাম শিবতলা। সকাল দশটা।
আসানসোল
রামনাম সংকীর্তন। বিকাল ৫টা। রামকৃষ্ণ মিশন আশ্রম। ফুটবল। আসানসোল স্টেডিয়াম। ২টা ও বিকোল চারটে |
|