সন্ত্রাসে কোণঠাসা প্রচার, নালিশ
হামলা-ভাঙচুরে বিধ্বস্ত ৫টি অফিসের কাজকর্ম শিকেয় উঠেছে। আরও দুটি অফিস বেদখল। কিছু এলাকায় ভয় দেখিয়ে পার্টি অফিস খুলতে বাঁধা দেওয়ার অভিযোগও রয়েছে। বিক্ষিপ্ত রাজনৈতিক সংঘর্ষে কর্মী সমর্থকদের বিরুদ্ধে মামলা রুজুও প্রায় রুটিন ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। দুই মাস ধরে এমন পরিস্থিতিই চলছিল। গত শনিবার খট্টিমারি এলাকায় রতন বর্মন নামে তৃণমূল সমর্থককে খুনের ঘটনায় খোদ দলের জেলা সম্পাদক-সহ দলের তাবড় নেতাদের বিরুদ্ধে মামলা রুজু হওয়ায় পরিস্থিতি ঘোরাল হয়েছে। অভিযুক্তদের কেউ জেলার বাইরে, কেউ দলীয় কর্মসূচি এড়িয়ে থাকছেন। সোমবাই খুনের ঘটনায় অভিযুক্তদের অন্যতম জেলা পরিষদের বিদায়ী সহকারী সভাধিপতি মণীন্দ্র বর্মনকে পুলিশ গ্রেফতার করায় উদ্বেগ আরও বেড়েছে। সবমিলিয়ে পঞ্চায়েত ভোটের মুখে দিনহাটার ‘বাম দুর্গ’ রক্ষায় প্রচার কী ভাবে হবে তা নিয়েই দিশেহারা দশা ফরওয়ার্ড ব্লকের জেলা নেতৃত্বের। পরিস্থিতি সামলে সমর্থক চাঙা রেখে ভোট যুদ্ধে টক্কর দেওয়াটাই এখন দলের কাছে চ্যালেঞ্জ।
বালুরঘাটের মাঝিগ্রামে দেওয়াল লিখন। —নিজস্ব চিত্র।
দলের রাজ্য সম্পাদকমন্ডলীর সদস্য অক্ষয় ঠাকুর বলেন, “তৃণমূলের দ্রুত জনসমর্থন কমতে থাকায় ওঁরা দিশেহারা। তাই সন্ত্রাস আর মিথ্যা মামলাকে হাতিয়ার করেছে। প্রার্থী ও নেতারা প্রচারে যেতে না পারলেও দিনহাটায় বামেরাই জিতবেন।”
দলের অভিযোগ, দিল্লিতে মুখ্যমন্ত্রী ও অর্থমন্ত্রীকে হেনস্তার ঘটনার পর থেকেই কোচবিহার জুড়ে বামেদের শতাধিক অফিসে হামলা করে ভাঙচুর চালায় তৃণমূল আশ্রিতরা। বুড়িরহাট লোকাল ছাড়া নাজিরহাট লোকাল ও শালমারা শাখা অফিস ওই তালিকায় রয়েছে। বুড়িরহাট, নাজিরহাটে অফিস মেরামত করার পরেও ভাঙচুর করা হয়। নয়ারহাট শাখা বাসন্তীরহাট শাখা অফিস এক মাস বন্ধ। নটকোবাড়ি, ধাপড়াহাট শাখা অফিসটি তৃণমূল দখল করেছে। শিবতলা, নান্দিনার মত একাধিক অফিস খোলা যাচ্ছে না। গত দুই মাসে বাড়ি ভাঙচুর, মার ছাড়া খুনের অভিযোগে বুড়িরহাট, নাজির হাট, শালমারা, বাসন্তীরহাট, সিতাই এলাকায় ফব কর্মীদের বিরুদ্ধে অন্তত ১০টি মামলা রুজু হয়েছে।
দলীয় সূত্রে জানা গিয়েছে, ভোটের প্রচারে ছোট বৈঠক ও কর্মীসভার ওপর জোর দিয়েছিলেন দিনহাটার ফরওয়ার্ড ব্লক নেতারা। শনিবারের ঘটনার পর সভা করার ঝুঁকি নিতে পারছেন না নেতারা। খুনের ঘটনার অভিযোগে জেলা সম্পাদক উদয়নবাবু ছাড়াও দলের দিনহাটা পূর্ব জোনাল সম্পাদক রুহিদাস সরকার, বড়শাকদল পঞ্চায়েত প্রধান তথা পঞ্চায়েত সমিতির প্রার্থী কমল বর্মন, পঞ্চায়েত সমিতির প্রার্থী তরণী বর্মন, বুড়িরহাটের নেতা বীরেন রায়ের নাম রয়েছে। দলের দিনহাটা জোনাল সম্পাদকমন্ডলীর সদস্য বিশু ধর বলেন, “দিনহাটায় ফরওয়ার্ড ব্লকের ৪০ নেতা-কর্মীকে পুলিশ গ্রেফতার করেছে। বাকিদের গ্রেফতারের ভয় দেখানো হচ্ছে। আমাদের অভিযোগের ভিত্তিতে কাউকেই ধরা হয়নি।”
তৃণমূলের পাল্টা নালিশ দিনহাটায় সন্ত্রাস চালাচ্ছে ফরওয়ার্ড ব্লক। তৃণমূল নেতারা জানান, প্রচারে গিয়ে দলের জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষকে লক্ষ্য করে গুলি ছোঁড়া হয়। খট্টিমারির রতন বর্মনকে খুন করা হয়েছে। বহু নেতাকর্মীর বাড়িতে হামলার অভিযোগ রয়েছে। তৃণমূল প্রদেশের সাধারণ সম্পাদক আবদুল জলিল মিঁয়া বলেন, “ফরওয়ার্ড ব্লক ভাড়াটে দুষ্কৃতীদের দিয়ে দিনহাটায় সন্ত্রাস চালাচ্ছে। সেখানে জড়িতদের বিষয়ে আমরা তো অভিযোগ জানাবই।” জেলা পুলিশ সুপার অনুপ জয়সওয়াল বলেন, “সমস্ত অভিযোগের ভিত্তিতেই মামলা রুজু করে তদন্ত হচ্ছে। অভিযোগ খতিয়ে দেখেই গ্রেফতার করা হয়।”

একনজরে দিনহাটায়
• বন্ধ ফরওয়ার্ড ব্লক দফতর-১০ টি।
• সংঘর্ষ, হামলা, বাড়ি ভাঙচুর, পতাকা পোড়ানো, গুলি, খুন-সহ মামলা-২০টি (গত দুই মাসে)।
• বিভিন্ন মামলায় অভিযুক্তের সংখ্যা-৩০০ বেশি।
• এখনও অবধি গ্রেফতার-৪০ জন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.