ভাড়াটেকে উচ্ছেদের চেষ্টা, দোকানে ভাঙচুরের নালিশ |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
কুড়ি বছরের পুরনো ভাড়াটেকে দোকান থেকে উচ্ছেদের চেষ্টা করা হচ্ছে বলে বাড়ির মালিকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। তিনি না ওঠায় তাঁর চশমার দোকানে ভাঙচুর করা হয় বলে পুলিশে অভিযোগ জানালেন ওই ভাড়াটে। মঙ্গলবার হরেন মুখোপাধ্যায় রোডে ঘটনাটি ঘটেছে। অভিযোগ, দোকানটি যে ভবনে তার মালিকের ছেলে সম্রাট ঘোষ এ দিন ভাড়াটে রতন কর্মকারকে দোকান ছাড়তে বলে হুমকি দেন। দুপুরে ভাগ্নে এবং কর্মচারীকে দোকানে রেখে রতনবাবু বাড়িতে খেতে যান। সে সময় সম্রাটবাবু দোকানে গিয়ে গোলমাল পাকান। দোকানে ভাঙচুর শুরু করেন। বাধা দিতে গেলে সম্রাটবাবু রতনবাবুর ভাগ্নে সুদীপ রায়কে মারধর করে দোকানের ক্যাশবাক্স থেকে ২০ হাজার টাকা ছিনতাই করেন বলে অভিযোগ। এ ব্যাপারে শিলিগুড়ি থানায় বাড়ির মালিক তপন ঘোষ এবং তাঁর ছেলে সম্রাটের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেন রতনবাবু। অভিযুক্ত এবং তার বাড়ির লোকেরা এর পর থেকেই পালিয়ে রয়েছেন।
ফোনে তপনবাবুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমি কিছু বলব না। এ সব নিয়ে আমাকে জিজ্ঞাসা করবেন না।” এ দিন বিকেলে সম্রাট তাদের বাড়ির নিচেই থাকা চশমার দোকানে ভাঙচুর চালায় বলে অভিযোগ। রতনবাবু জানান, গত কয়েক মাস থেকে তাঁদের দোকান ছাড়ার জন্য চাপ দিচ্ছিলেন তপনবাবু। দীর্ঘদিন ধরে রতনবাবু এখানে ব্যবসা করছেন। কারবার ভাল চলায় তিনি দোকান ছাড়তে রাজি হন না। অভিযোগ, সেই ক্ষোভেই এ দিন তপনবাবুর ছেলে সম্রাট দুপুরে দোকানে ঢুকে হামলা চালায়। দোকানের বাইরে রাখা বেঞ্চ দিয়ে কাঁচ ভেঙে ফেলে। রতনবাবুর ভাগ্নে সুদীপ এবং কর্মচারী সৌগত ঘোষ বাধা দিতে গেলে দোকানের ভাঙা কাঁচ নিয়ে তাদের উপর হামলা চালায়। তাতে সুদীপের বাঁ হাতে জখম হয়।
|