বকেয়া বিক্রয় কর মকুবের আর্জি মোর্চার
নিজস্ব সংবাদদাতা • দার্জিলিং |
প্রায় ২০ কোটি টাকা বকেয়া বিক্রয় কর মকুবের আর্জি জানাল গোর্খা জনমুক্তি মোর্চা। মঙ্গলবার এই দাবি জানিয়ে তাঁরা একটি ফ্যাক্স পাঠায় রাজ্যের মুখ্যসচিবের কাছে। সেই সঙ্গে একটি ফ্যাক্স বার্তা পাঠানো হয় অর্থ দফতরেরে কাছেও। গোর্খা জনমুক্তি মোর্চার অসহযোগ চলাকালীন এই বিপুল পরিমাণ অর্থ বকেয়া পড়ে আছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে চুক্তিতে পাহাড়ের তিন মহকুমার সমস্ত কর মকুব করা হবে বলে বলা হয়েছে বলে দাবি করেন মোর্চার সাধারণ সম্পাদক রোশন গিরি। তিনি বলেন,“মুখ্যমন্ত্রীর সঙ্গে বারবার বিভিন্ন আলোচনায় এই বকেয়া কর মকুবের প্রতিশ্রুতি মিলেছিল। কিন্তু দেখা যাচ্ছে ব্যবসায়ীদের কাছে সেই বিক্রয় কর আদায় করার জন্য নোটিশ পাঠানো হচ্ছে। তাই আমরা সরকারকে বিষয়টি দেখার জন্য আবেদন করে ফ্যাক্স পাঠিয়েছি।” উল্লেখ্য ২০০৮-এর এপ্রিল থেকে ২০১১-এর ৩১ জুলাই পর্যন্ত আলাদা রাজ্যের দাবিতে অসহযোগ আন্দোলনের সময় ওই বিপুল পরিমাণ বিক্রয় কর সরকারের বকেয়া হয়। ২০১১-এর জুলাইয়ের পর থেকে অবশ্য সমস্ত বিক্রয় কর দেওয়া হচ্চে বলে রোশন গিরি দাবি করেছেন।
|
কাল থেকে খুলছে কাঠালগুড়ি চা বাগান
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
প্রায় এক মাস বন্ধ থাকার পর আগামী কাল থেকে ফের খুলতে চলেছে কাঠালগুড়ি চা বাগান। মঙ্গলবার শিলিগুড়িতে শ্রম দফতরের উত্তরবঙ্গ আঞ্চলিক শাখায় দীর্ঘ বৈঠকের পর বাগান খোলার সিদ্ধান্ত হয়। গত ১৬ মে থেকে বাগানটি বন্ধ ছিল। অন্যান্য বাগানে শ্রনিকদের মজুরি ৯৫ টাকা করে দেওয়া হলেও এই বাগানে মজুরি ছিল ৬৭ টাকা। তা নিয়ে মালিকপক্ষের সঙ্গে ঝামেলা হয় শ্রমিকদের। তারপরেই বাগানে ‘সাসপেনশন অফ ওয়ার্ক’-এর নোটিশ ঝুলিয়ে বাগান ছেড়ে চলে যায় মালিকপক্ষ। এ দিন যুগ্ম শ্রম কমিশনার মহম্মদ রিজওয়ানের উপস্থিতিতে আলোচনার মাধ্যমে ৮৫ টাকা মজুরিতে বাগান খুলতে রাজি হয় মালিকপক্ষ। বর্তমানে বাগানে মোট ১১১২ জন শ্রমিক রয়েছে। একমাস বাগান বন্ধ থাকাকালীন ৩ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। আগে ২০০২ থেকে টানা দশ বছর বন্ধ ছিল বাগানটি। ২০১০ এ নতুন মালিকপক্ষ ৬৭ টাকা মজুরি ভিত্তিতে বাগানটি চালু করে। চা বাগানের আরএসপি শ্রমিক নেতা গোপাল প্রধান জানান, যদিও তাদের দাবির তুলনায় মজুরি কম দিতে চাইছে মালিকপক্ষ। তবে শ্রমিকদের কথা ভেবে তা মেনে নিয়েছেন তাঁরা।
|
পথ দুর্ঘটনায় মৃত বালিকা
নিজস্ব সংবাদদাতা • গয়েরকাটা |
নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়া এক ছোট গাড়ির ধাক্কায় এক ষষ্ঠ শ্রেণির ছাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার ঘটনাটি ঘটে ডুয়ার্সের গয়েরকাটায়। দুর্ঘটনায় জখম হন মুদিখানার মালিক-সহ অপর এক মহিলা। গাড়ির যাত্রীরা চোট না পেলেও চালক জখম হন। পুলিশ আসতে দেরি করার অভিযোগ তুলে স্থানীয় মানুষ বীরপাড়া-ধূপগুড়ি ৩১ নং জাতীয় সড়ক অবরোধ করে। পুলিশ জানায়, সকাল ৮টা নাগাদ বিন্নাগুড়ি থেকে ১৮ জন যাত্রী নিয়ে গাড়িটি ধূপগুড়ি যাচ্ছিল। গয়েরকাটা হিন্দুপাড়া ঢোকার সময় চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি এক মুদিখানায় ঢুকে পড়ে। গয়েকাটা গার্লস স্কুলের ষষ্ঠ শ্রেণির সঙ্গীতা রায় (১২) মারা যায়। |