আজ জেলা জুড়ে বনধ কংগ্রেসের |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি ও জলপাইগুড়ি |
তৃণমূলের হামলার প্রতিবাদে আজ বুধবার কংগ্রেসের ডাকা ১২ ঘণ্টার বন্ধে জনজীবন স্বাভাবিক রাখার আর্জি জানাল তৃণমূল। অন্যদিকে, বন্ধের সমর্থনে জেলা জুড়ে পিকেটিং চালানো হবে বলে কংগ্রেস জানিয়েছে। আলিপুরদুয়ারে এক কংগ্রেস কর্মী খুন এবং জলপাইগুড়ি জেলা কংগ্রেস সভাপতি মোহন বসুর উপর হামলার প্রতিবাদে অভিযোগে আজ বুধবার জেলা জুড়ে ১২ ঘণ্টা বন্ধ ডাকে কংগ্রেস। কর্মী খুনে সিপিএমের বিরুদ্ধে অভিযোগ উঠলেও জেলা কংগ্রেস সভাপতির উপর সশস্ত্র তৃণমূল কর্মীরা হামলা চালায় বলে অভিযোগ। এ দিন বুধবারের বন্ধের সমর্থনে জেলা জুড়ে প্রচার মিছিল-পথসভায় প্রচার চালিয়েছে কংগ্রেস। কংগ্রেস সাংসদ দীপা দাসমুন্সি এদিন জেলায় উপস্থিত থাকতে পারেন বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। প্রদেশ কংগ্রেসের নির্দেশে জলপাইগুড়ি জেলা বনধ ডাকে জেলা কংগ্রেস। মঙ্গলবার তৃণমূলের দার্জিলিং ও জলপাইগুড়ি দুই জেলা নেতৃত্ব রাস্তায় নেমে বন্ধের বিরোধিতা করার কথা ঘোষণা করেছেন। মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে দার্জিলিং জেলা তৃণমূলের মহাসচিব কৃষ্ণ পাল বলেন, “বুধবার রাস্তায় নেমে আমরা বন্ধের বিরোধিতা করব। ব্যবসায়ীদের দোকান খুলতে, সরকারি কর্মীদের কাজে যোগ দিতে বলব।” তৃণমূলের জলপাইগুড়ি সাংগঠনিক জেলা সভাপতি চন্দন ভৌমিক বলেন, “আমরা কর্ম সংস্কৃতিতে বিশ্বাস রাখি। জন জীবন স্বাভাবিক রাখার আর্জি জানানো হয়েছে। তেমন প্রয়োজন হলে আমাদের কর্মী সমর্থকরা পথে নামবে।” তৃণমূলের পথে নামার হুমকির পাল্টা প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক বিশ্বরঞ্জন সরকার বলেন, “তৃণমূল এখন সর্বত্রই রাস্তায় নেমে গুন্ডামি করছে। এতদিন বামেরা এটা করেছে। তবে বুধবার সর্বাত্মক বন্ধ হবে। আমাদের কর্মীরা সকলেক কাছে শান্তিপূর্ণ ভাবে বন্ধ করার আর্জি জানাবেন।” জেলা কংগ্রেস সভাপতি মোহনবাবুর উপর হামলায় অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে পুলিশ কমিশনারের অফিসে বিক্ষোভ অবস্থানের কথা জানিয়েছেন দার্জিলিং জেলা কংগ্রেস নেতৃত্ব। শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের অধীনে থাকা ওই এলাকায় কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিও জানিয়েছে কংগ্রেস। দার্জিলিং জেলা কংগ্রেস সভাপতি শঙ্কর মালাকার বলেন, “মোহনবাবুর উপর হামলার ঘটনার প্রতিবাদে পুলিশ কমিশনারের দফতরে আজ, বুধবার ধর্নায় বসা হবে। অভিযুক্তদের গ্রেফতারের দাবি, অবাধ নির্বাচনের জন্য নিরাপত্তা নিশ্চিত করা, তৃণমূলের সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হবে। শিলিগুড়ি জংশন এলাকায় তৃণমূলের লোকজন আমাদের পার্টি অফিসে হামলা চালিয়েছে। অথচ পুলিশ তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থাই নিচ্ছে না।” এদিনের বন্ধের সমর্থনে মঙ্গলবার আলিপুরদুয়ার শহরে মিছিল করেছে কংগ্রেস। তবে বনধে রেল পরিষেবাকে ছাড় দেওয়া হবে বলে কংগ্রেস জানিয়েছে। |