উন্নয়নের স্বপ্নপূরণে ভোট-যুদ্ধে |
বয়স প্রায় ৫০-এর কাছাকাছি। সাক্ষরতা অভিযানে মাধ্যমে লিখতে-পড়তে শিখেছেন। পরে রবীন্দ্রমুক্ত বিদ্যালয়ে থেকে ২০০৮-এ মাধ্যমিক পাশ করেছেন। পেশায় দিনমজুর। জীবনে ঘুরে দাঁড়ানোর এমন কঠিন চেষ্টার পর এ বার এক অন্য লড়াইয়ে নেমেছেন শামুকতলা বস্তি এলাকার মেচ সম্প্রদায়ের বধূ সুজাতা বসুমাতা। সদস্য না হলেও ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে জলপাইগুড়ি জেলা পরিষদে আলিপুরদুয়ার ২ ব্লকে ৪ নম্বর আসনে তাঁকেই প্রার্থী করেছে সিপিএম। |
শামুকতলা বস্তিতে নিজের বাড়িতে সুজাতা বসুমাতা। —নিজস্ব চিত্র। |
সুজাতার একটিই স্বপ্নগ্রামের উন্নয়ন। নুন আনতে পান্তা ফুরানোর সংসার। তাঁকে জেলা পরিষদে প্রার্থী করা হবে, তা স্বপ্নেও ভাবেননি। সামান্য চাষের জমি থাকলেও, সেটা চাষ করে সংসার চলে না। স্বামী সুপারির ব্যবসা করেন। ছেলে কাজের জন্য ভিনরাজ্যে। অভাব মেটাতে কখনও কাপড়, কখনও ইমিটেশনের গয়না বিক্রি করেন সুজাতা। তাতেও লাভ হয় না। তাই দিনমজুরিও করতে হয়। জব কার্ড থাকলেও বছরে কাজ মেলে মাত্র কয়েক দিন।
আগে কি রাজনীতি করেছেন? সুজাতা জানালেন, তিনি সিপিএমের সদস্য নন, গণতান্ত্রিক মহিলা সমিতির সদস্য। দলের জলপাইগুড়ির জেলা সম্পাদক কৃষ্ণ বন্দোপাধ্যায় বলেন, “জেলা পরিষদের প্রার্থী হতে গেলে কাউকে দলের সদস্য হতে হবে এমন কথা নেই। সুজাতাদেবী দলের সঙ্গে দীর্ঘ দিন জড়িত। সমাজের সর্বস্তরের মানুষকে যাতে ত্রিস্তর ব্যবস্থায় পাঠানো যায়, সেই চিন্তাভাবনা থেকে ওঁকে প্রার্থী করা হয়েছে।”
আলিপুরদুয়ার ২ ব্লকে জলপাইগুড়ি জেলা পরিষদ আসন ৩টি। সুজাতা ছাড়া ৫ নম্বর আসনে প্রার্থী হয়েছেন গীতা রায়। তিনি মাঝের ডাবরি গ্রাম পঞ্চায়েতের প্রধান। আগে পঞ্চায়েত সমিতির সদস্য ছিলেন। আর ৬ নম্বর আসনে প্রার্থী হয়েছেন সিপিএমের জলপাইগুড়ি জেলা সম্পাদক মন্ডলীর সদস্য সতীশ দাস। পেশায় প্রাথমিক শিক্ষক। এই দুই ‘হেভিওয়েট’ প্রার্থীর পাশাপাশি তাঁকে জেলা পরিষদে প্রার্থী করায় অবাক সুজাতাদেবী। তাঁর কথায়, “প্রথমে খবরটা পেয়ে অবাক হয়েছি। ভয়ও হচ্ছিল। পার্টির নেতারা সাহস দিয়েছেন। জিতলে রাস্তাঘাট, বিদ্যুত্, জল, স্বাস্থ্য, শিক্ষার সমস্যা দূর করার চেষ্টা করব। পাশাপাশি, বিভিন্ন জনজাতির নিজস্ব সংস্কৃতি ধরে রাখার ব্যবস্থা এবং মহিলাদের উন্নয়নে কাজ করব।” সুজাতাদেবীর এক ছেলে দুই মেয়ে। বড় মেয়ে ঝুমকির বিয়ে দিয়েছেন। ছোট মেয়ে নার্সিং ট্রেনিং-এ সুযোগ পেলেও টাকার অভাবে ভর্তি হতে পারেনি। |