দলীয় কর্মীর সঙ্গে দেখা করে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের হাতে মার খেলেন তৃণমূলের জেলাপরিষদের এক প্রার্থী। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে সোনামুখী থানার ধানসিমলা অঞ্চলের ভগবানপুর মোড়ে। ব্রজ অধিকারী নামে তৃণমূলের ওই প্রার্থী দলের অন্যতম জেলা নেতা। জেলা পরিষদের ৪৫ নম্বর আসনে সোনামুখী থেকে তিনি প্রার্থী হয়েছেন। জখম অবস্থায় পুলিশ ব্রজবাবুকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করায়। তাঁর মাথায় তিনটি সেলাই করতে হয়েছে। পরে তিনি বাড়ি ফেরেন। পুলিশ জানিয়েছে, মারধরের অভিযোগে মঙ্গলবার এক জনকে গ্রেফতার করা হয়েছে। তবে ধৃতের পরিচয় পুলিশ জানাতে চায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ব্রজবাবুর অভিযোগ, “সোমবার রাত ৯টায় ধানসিমলায় এক দলীয় কর্মীর সঙ্গে দেখা করে মোটরবাইকে ফিরছিলাম। পিছনে এক বন্ধু ছিল। হঠাত্ লাঠি নিয়ে তিন দুষ্কৃতী আমাদের পথ আটকায়। তাঁরা আমার মাথায় কয়েক ঘা মারে। মোটরবাইক ফেলে রেখে দৌড়ে পাশের একটি পুকুরপাড়ে গিয়ে গাছের আড়ালে লুকিয়ে বেঁচেছি। ওদের কাউকে চিনতে পারিনি।” পরে তিনি থানায় ফোন করে পুলিশকে ডাকেন। এ দিকে দলের প্রার্থী মার খাওয়ায় সোনামুখীতে মঙ্গলবার দলের কর্মী-সমর্থকদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। ধানসিমলায় এ দিন সন্ধ্যায় প্রতিবাদ সভা করে তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি। তবে ব্রজবাবুর উপরে কারা হামলা চালাল তা নিয়ে স্থানীয় তৃণমূল কর্মীদের মধ্যে দ্বিধা রয়েছে।
|
রাজ্যের অন্য বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের মতো এ বার কামদুনির ঘটনার প্রতিবাদে নামলেন পুরুলিয়ার সিধো-কানহো-বীরসা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে মঙ্গলবার পুরুলিয়া শহরের পথে তাঁরা মিছিল করলেন। মহিলাদের সম্মানরক্ষার দাবি জানানো লেখা পোস্টার নিয়ে তাঁরা ঘুরলেন। দিলেন জেলাশাসককে স্মারকলিপি। ছাত্রছাত্রীদের মৌনীমিছিল পুরুলিয়া-বরাকর রাস্তার গোশালামোড় থেকে দেশবন্ধু রোড, সাহেববাঁধ রোড, হাসপাতাল মোড় হয়ে জেলাশাসকের কাযার্লয়ে পৌঁছয়। |
প্রতিবাদ মিছিল পুরুলিয়ায়। —নিজস্ব চিত্র। |
বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্রী প্রিয়া ঘোষালের কথায়, “আমরা পুরুলিয়া শহরের বাসিন্দা নই। বাইরে থেকে এখানে পড়াশোনা করতে এসেছি। কিন্তু কামদুনির ঘটনার পরে আমরা নিরাপত্তার অভাব বোধ করছি। আজ ওখানে, কাল সেখানে মেয়েদের উপর যে ভাবে নিযার্তন বাড়ছে, তাতে আমরা মোটেই নিরাপদ মনে করছি না।” তাঁদের বক্তব্য, দিল্লির গণধর্ষণের ঘটনার পরে দেশ জুড়ে প্রতিবাদ ধ্বনিত হল। তারপরেও কামদুনির মতো নৃশংস ঘটনা ঘটল। আমরা আতঙ্কিত।” মিছিলে সামিল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া সুজয় মাহাতো, রিচা বিশ্বাস, ছায়া মাহাতোদের দাবি, “আমরা অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।” পরে তাঁরা পুরুলিয়া (সদর) মহকুমাশাসক সৌম্যজিত্ দেবনাথের কাছে এই মর্মে একটি স্মারকলিপিও দেন।
|
তৃণমূলের হাত থেকেই তৃণমূলের কর্মীদের বাঁচাতে পর্যাপ্ত বাহিনীর দরকার বলে কটাক্ষ করলেন সিপিএমের পলিটব্যুরো সদস্য সূযর্র্কান্ত মিশ্র। মঙ্গলবার রঘুনাথপুরে দলের কর্মিসভায় তৃণমূলের অন্তর্দ্বন্দ্বকে বিঁধে দলীয় কর্মীদের মনোবল বাড়ানোর চেষ্টা করে গেলেন তিনি। এ দিন তিনি সাঁতুড়ি ও নিতুড়িয়াতেও জনসভা করেন। রঘুনাথপুরে সূর্যবাবু বলেন “মুখ্যমন্ত্রী সারের দাম বৃদ্ধির প্রতিবাদ করছেন, অথচ এ বার রাজ্য বাজেটেই সারের দাম বাড়ানো হয়েছে। বিদ্যুতের দাম আড়াই বছরে পাঁচ বার বেড়েছে।” সূর্যবাবুর দাবি, রাজ্যে শিল্পপতিরা বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছে না। দলের জেলা নেতৃত্বের সঙ্গে সভায় ছিলেন বাঁকুড়ার সাংসদ বাসুদেব আচারিয়া। তিনটি সভাতেই কর্মীদের ভাল ভিড় ছিল। উল্লেখ্য, ওই এলাকায় রঘুনাথপুর ১ ও সাঁতুড়ি পঞ্চায়েত সমিতির ক্ষমতায় রয়েছে সিপিএম।
|
রাস্তার পাশে শ্মশানের কাছে এক অজ্ঞাত পরিচয় মহিলার দেহ উদ্ধার করল পুলিশ। মঙ্গলবার দুপুরে আদ্রা শ্মশানের অদূরে আদ্রা-রঘুনাথপুর রাস্তার পাশে স্থানীয় বাসিন্দারা দেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। প্রায় ৫০ বছর বয়সের ওই মহিলার দেহের কিছু অংশে পোড়া দাগ রয়েছে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ।
|
ফুসফুসের সংক্রমণে মৃত্যু হল রাইপুর পঞ্চায়েতের এক কংগ্রেস প্রার্থীর। দলীয় সূত্রের খবর, মৃত তপন নাথ (৩০) রাইপুরের বাসিন্দা। বাঁকুড়ার একটি নার্সিংহোমে মঙ্গলবার বিকেলে তাঁর মৃত্যু হয়। |