|
|
|
|
ভগবানপুরে মার কংগ্রেস প্রার্থীদের |
বিদ্যুৎ চুরির দায়ে সিপিএম প্রার্থী ধৃত
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া ও এগরা |
বিদ্যুৎ চুরির অভিযোগে গ্রেফতার হলেন সিপিএমের এক পঞ্চায়েত সমিতির প্রার্থী। মঙ্গলবার দুপুরে হলদিয়ার দুর্গাচকের সুতাহাটা পঞ্চায়েত সমিতির জয়নগর গ্রাম থেকে ওই প্রার্থীকে গ্রেফতার করা হয়। ধৃত শিবনাথ মাজি ওই এলাকার ১৬ নম্বর পঞ্চায়েত সমিতির সিপিএম প্রার্থী।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার বিদ্যুৎ দফতরের কর্মীরা ওই প্রার্থীর বাড়িতে বিদ্যুতের মিটার রিডিং নিতে যান। সেখানে গিয়ে বিদ্যুৎ চুরির বিষয়টি তাঁরা ধরে ফেলেন বলে দাবি। বিদ্যুৎ দফতরের চৈতন্যপুর শাখার ম্যানেজার ইমন চক্রবর্তী বলেন, “মিটার রিডিং নিতে গিয়ে বিদ্যুৎ চুরির বিষয়টি ধরা পড়লে ওই ব্যক্তির নামে অভিযোগ দায়ের করি।” তবে এই ঘটনাকে সিপিএম রাজনৈতিক চক্রান্ত বলেই দাবি করেছে। সিপিএমের হলদিয়া জোনাল সম্পাদক সুদর্শন মান্নার অভিযোগ, “শিবনাথবাবু আমাদের প্রার্থী। তাই বাবার নামে বিদ্যুৎ সংযোগ থাকা সত্ত্বেও তাঁকে গ্রেফতার করা হয়েছে।” স্থানীয় তৃণমূল পঞ্চায়েত প্রধান পার্বতী পাত্র বলেন, “এটা বিদ্যুৎ দফতর ও পুলিশের বিষয়।”
এ দিকে, ভোট থেকে সরে দাঁড়ানোর দাবিতে মঙ্গলবার সকালে ভগবানপুরের মহম্মদপুর ১ গ্রাম পঞ্চায়েতের ইলাসপুর গ্রামে দুই কংগ্রেস প্রার্থীকে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। এ দিন পূর্ববাড় বুথের কংগ্রেস প্রার্থী সমীর ভুঁইয়া ও শ্রীবচ্ছিপুর বুথের কংগ্রেস প্রার্থী মিহির বেরা একসঙ্গে ইলাসপুর বাজারে এসেছিলেন। শ্রীবচ্ছিপুর বুথ থেকেই তৃণমূলের প্রার্থী হয়েছেন পঞ্চায়েত প্রধান চাঁদহরি প্রধান। অভিযোগ, তাঁকে জেতানোর জন্য তৃণমূলের কর্মীরা এই দুই প্রার্থীকে লিফলেট ছড়িয়ে ভোট-ময়দান থেকে সরে যেতে বলেন। রাজি না হলে ব্যাপক মারধর করেন। তৃণমূল অভিযোগ অস্বীকার করেছে। |
|
|
|
|
|