টুকরো খবর
ভবানীপুরে সৌরাশিস
স্থানীয় ক্রিকেটের আসন্ন মরসুমে দলবদলের বাজারে বড়সড় ধাক্কা খেল মোহনবাগান। সৌরাশিস লাহিড়ী, অনুষ্টুপ মজুমদার সহ টিমের চার-পাঁচ জন সিনিয়র ক্রিকেটার মোহনবাগান ছেড়ে অন্য ক্লাবে যোগ দিলেন। সৌরাশিসকে সামনের বছর ভবানীপুরে খেলতে দেখা যাবে। তিনি টিমের ক্যাপ্টেনও হচ্ছেন। এ দিন সৌরাশিস বলেন, “গত পনেরো বছর ময়দানের বিভিন্ন বড় ক্লাবে খেলেছি। প্রচুর ট্রফিও জিতেছি। এটা আমার কাছে নতুন চ্যালেঞ্জ।” ভবানীপুরে এ বার সৌরাশিস ছাড়াও থাকছেন শিবশঙ্কর পাল, দিব্যেন্দু চক্রবর্তীরা। মোহনবাগান ছাড়লেন অনুষ্টুপ এবং সঞ্জীব সান্যাল। অনুষ্টুপ যাচ্ছেন ইস্টবেঙ্গলে। সঞ্জীব যাচ্ছেন টাউনে। মোহনবাগানের পেসার সৌরভ শীল যোগ দিচ্ছেন কালীঘাটে। যা খবর, মোহনবাগান এ বার লক্ষ্মীরতন শুক্লর মতো সিনিয়র ছাড়া জুনিয়রদের উপরও বেশি করে ভরসা রাখছে। দেবব্রত দাস, ঋদ্ধিমান সাহা, শুভময় দাস, সামি আহমেদ এঁরা মোহনবাগানেই থাকছেন। কালীঘাটে থাকছেন মনোজ তিওয়ারি, অশোক দিন্দারা। কালীঘাটের অর্ণব নন্দী ফিরছেন ইস্টবেঙ্গলে। কালীঘাট বড় নাম হিসেবে পাচ্ছে অভিষেক ঝুনঝুনওয়ালাকে।

শ্রীসন্তের বিয়ে
অঙ্কিত চহ্বাণের পর এ বার স্পট ফিক্সিং কাণ্ডে আর এক অভিযুক্ত শ্রীসন্তও বিয়ের পিঁড়িতে বসতে পারেন। চলতি মাসের গোড়ার দিকে জামিন পাওয়া শ্রীসন্তের পাত্রী সম্ভবত জয়পুর অধিবাসী। শ্রীসন্তের পরিবার সূত্রে অক্টোবরে বিয়ের ইঙ্গিত পাওয়া গিয়েছে। এ দিকে, স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে ধৃত আরও তিন বুকি আদালতের কাছে পুলিশি অত্যাচারের অভিযোগ তুলেছেন। সুনীল ভাটিয়া, রমেশ ব্যাস এবং ফিরোজ আনসারি-র আরও অভিযোগ ‘থার্ড ডিগ্রি’ অত্যাচার করে স্বীকারোক্তি দিতে বাধ্য করেছে পুলিশ। বিচারক ২২ জুনের মধ্যে পুলিশকে তাদের বক্তব্য জানানোর নির্দেশ দিয়েছে। এর আগে এই অভিযোগ তুলেছিলেন উমেশ গোয়েঙ্কাও।

অস্ট্রেলিয়া বিশ্বকাপে
২০১৪ বিশ্বকাপের যোগ্যতা অর্জন করল অস্ট্রেলিয়া, ইরান এবং দক্ষিণ কোরিয়া। আগেই এশিয়া থেকে জাপান বিশ্বকাপের যোগ্যতা অর্জন নিশ্চিত করেছিল। মঙ্গলবার অস্ট্রেলিয়া ১-০ গোলে ইরাককে হারিয়ে পরের বছরের বিশ্বকাপে স্থান নিশ্চিত করে ফেলে। ইরানও এ দিন ১-০ দক্ষিণ কোরিয়াকে হারায়। দুটো দলেরই বিশ্বকাপে যাওয়া নিশ্চিত। গ্রুপ ‘এ’র শীর্ষে শেষ করল ইরান। দক্ষিণ কোরিয়া আর উজবেকিস্তান একই পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে শেষ করলেও গোল পার্থক্যে উজবেকরা পিছিয়ে।

প্রীতি ম্যাচ বাতিল
দু’দুটো আন্তর্জাতিক প্রীতি ম্যাচ বাতিল করায় ফিফা র‌্যাঙ্কিংয়ে শনির দশা কাটার আশা আবার ধাক্কা খেল ভারতের। ফিলিপিন্সের বিরুদ্ধে ৬ সেপ্টেম্বর ও মালয়েশিয়ার বিরুদ্ধে ১০ সেপ্টেম্বর দুটি প্রীতি ম্যাচ হওয়ার কথা ছিল। কিন্তু ১-১১ সেপ্টেম্বর কাঠমান্ডুতে সাফ কাপ। আবার এএফসি কাপ কোয়ার্টার ফাইনাল ম্যাচে ইস্টবেঙ্গলের দুটো ম্যাচ ১৭ ও ২৪ সেপ্টেম্বর। এআইএফএফ তাই জানিয়েছে, এই অবস্থায় ম্যাচ বাতিল করা ছাড়া কোনও উপায় নেই।

পিঙ্কির আর্জি খারিজ কোর্টে
জাতীয় অ্যাথলিট পিঙ্কি প্রামাণিকের আবেদন খারিজ করে দিল বারাসত আদালত। গত বছরের জুনে পিঙ্কির বিরুদ্ধে বাগুইআটি থানায় ধর্ষণ ও মারধরের অভিযোগ দায়ের করেন এক মহিলা। পুলিশ গ্রেফতার করে পিঙ্কিকে। ওই অ্যাথলিট পুরুষ না মহিলা, তা নিয়ে বিতর্ক শুরু হয়। ধর্ষণ ও মারধরের অভিযোগ প্রত্যাহারের জন্য আদালতে যান পিঙ্কি। বারাসত আদালত সেই আর্জি খারিজ করে দিয়েছে।

পুরনো খবর



রাজ্যে খেলরত্ন
গ্র্যান্ডমাস্টার সপ্তর্ষি রায়চৌধুরীকে সংবর্ধনা দেবে রাজ্য ক্রীড়া পর্ষদ। এ ছাড়াও রাজ্যের তারকা খেলোয়াড়দের জন্য খেলরত্ন, খেলবিভূষণ এবং খেলভূষণ পুরস্কার চালু করতে চলেছে রাজ্য সরকার। মঙ্গলবার মহাকরণে এই কথা জানান রাজ্যের ক্রীড়ামন্ত্রী মদন মিত্র। রাজ্যের কোন কোন খেলোড়ারকে রত্ন বা ভূষণ দেওয়া হবে তা ঠিক করতে ইতিমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটিতে রয়েছেন রাজ্যের সফল নামী ক্রীড়াবিদরা।

জন্মদিনে জয়
৪০তম জন্মদিনে জয় পেলেন লিয়েন্ডার পেজ। কিংবদন্তি ভারতীয় টেনিস তারকা ও রাডেক স্টেপানেক অ্যাগন ইন্ট্যারন্যাশনাল টেনিসে ডাবলসে ৫-৭, ৭-৬ (৫), ১০-৬ হারান ইভান ডডিগ ও মার্সেলো মেলোকে। একই টুর্নামেন্টের মেয়েদের টেনিসে শেষ আটে উঠেছেন সানিয়া মির্জা ও লিজেল হুবারও। দ্বিতীয় বাছাই ইন্দো-আমেরিকান জুটির পক্ষে ফল ৭-৬ (৪), ৭-৬ (৩)।

পুরনো খবর:




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.