|
|
|
|
ছাত্রীকে মার, অভিযুক্ত কনস্টেবল
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় স্কুলছাত্রীকে মারধরের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ওই নাবালিকাকে মেদিনীপুর মেডিক্যালে ভর্তি করা হয়েছে। তার পরিবারের তরফে পুলিশে লিখিত অভিযোগ জানানো হয়েছে। অভিযুক্ত উজ্জ্বল মণ্ডল পুলিশেরই জুনিয়র কনস্টেবল। পুলিশের আশ্বাস, অভিযোগ খতিয়ে দেখে পদক্ষেপ করা হচ্ছে।
ঘটনাটি ঘটে সোমবার বিকেলে জেলপুকুর পাড়ে। প্রহৃত ছাত্রী বলে, “স্কুল থেকে ফেরার পথে ওই যুবক জোর করে ফাঁকা মাঠে নিয়ে যায়। সেখানে আমাকে বিয়ে করার প্রস্তাব দেয়। রাজি না হলে আমাকে শারীরিক ভাবে নিগ্রহ করে। জোর করে লিখিয়ে নিতে চায় যে, আমি ওকে ভালবাসি। এরপর আমাকে আঘাত করে। চিৎকার করলে পালিয়ে যায়।” মেয়েটির অভিযোগ, ওই যুবক তার সোনার হার এবং মোবাইল নিয়ে চম্পট দেয়। পুলিশে অভিযোগ করলে প্রাণে মারার হুমকিও দেয়। পরে পরিবারের লোকজন ওই ছাত্রীকে মেদিনীপুর মেডিক্যালে ভর্তি করেন। মঙ্গলবার সকালে সে হাসপাতাল থেকে ছাড়া পায়।
ছাত্রীটির বাড়ি কোতয়ালি থানার গোলাপিচকে। সে মেদিনীপুর শহরের একটি স্কুলে দ্বাদশ শ্রেণিতে পড়ে। আর উজ্জ্বলের বাড়ি খয়েরুল্লাচকে। ছাত্রীর মা বলেন, “ওই যুবক আগেও মেয়েকে উত্ত্যক্ত করেছে। সোমবারের ঘটনাটি পুলিশে লিখিত ভাবে জানানো হয়েছে। আশা করি, পুলিশ দ্রুত ব্যবস্থা নেবে।” পুলিশের এক সূত্রের খবর, অভিযুক্ত যুবকের পরিবারের বক্তব্য, উজ্জ্বল নির্দোষ। তাঁর নামে মিথ্যে অভিযোগ করা হয়েছে। পুলিশের আশ্বাস, তদন্তে সব দিক খতিয়ে দেখা হচ্ছে। |
|
|
|
|
|