|
|
|
|
টুকরো খবর |
দলীয় পরামর্শ উপেক্ষা করে প্রচারে মৃগেন
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
শালবনির বুড়িশোলে অপরিচিত লোকজনের আনাগোনার খবর পেয়ে রবিবার রাতে পুলিশ সুপারকে ফোন করেছিলেন মেদিনীপুরের বিধায়ক মৃগেন মাইতি। পুলিশ পরদিন ভোরে এলাকায় গিয়ে সন্দেহজনক কিছু পায়নি। তবে মৃগেনবাবুর নিরাপত্তা বাড়ানো হয়েছে। অবস্থা দেখে দলীয় কর্মীদের একাংশ পরামর্শ দিয়েছিলেন, জঙ্গলমহলে প্রচারে যাওয়ার দরকার নেই, বিশেষ করে রাতে। তা উপেক্ষা করেই পঞ্চায়েত ভোটের প্রচার শুরু করলেন বিধায়ক। মঙ্গলবার সন্ধ্যায় শালবনির ধান্যশোল, বড়াশুলিতে প্রার্থী এবং কর্মীদের নিয়ে বৈঠক করেন মৃগেনবাবু। ছিলেন তৃণমূলের ব্লক সভাপতি নেপাল সিংহ। মৃগেনবাবু বলেন, “সিপিএম নতুন করে অশান্তি ছড়ানোর চেষ্টা করছে। আমাদের ভয় পাওয়ার কিছু নেই। মানুষই এর জবাব দেবে।” জঙ্গলমহলে এখন যা পরিবেশ, বছর দুই আগেও তা কল্পনার অতীত ছিল বলে তাঁর মত। মৃগেনবাবুর দাবি, “জঙ্গলমহলে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। আগে এখানে অনেকে আসতে ভয় পেতেন। পুলিশ থেকেও ছিল না। এই পরিবেশকে রক্ষা করতেই হবে। জঙ্গলমহলের মানুষ আর সেই সব অশান্তির দিন দেখতে চান না।”
|
প্রস্তুতি দেখলেন ডিএম-এসপি
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
নির্বাচনের প্রস্তুতি কী ভাবে চলছে, ব্লকে গিয়ে তা খতিয়ে দেখলেন জেলাশাসক সুরেন্দ্র গুপ্ত এবং জেলা পুলিশ সুপার সুনীল চৌধুরী। মঙ্গলবার ৬টি ব্লক পরিদর্শন করেন তাঁরা। কেশপুর, চন্দ্রকোনা ১ ও ২, ঘাটাল, দাসপুর ১ ও ২ ব্লকে গিয়ে তাঁরা বিডিও ও ওসিদের কাছে জানতে চান, কাজ এগোতে সমস্যা হচ্ছে কি না। হলে কী সেই সমস্যা। নির্বাচনের জন্য প্রতি ব্লকেই ডিস্ট্রিবিউশন কাম রিসেপশন সেন্টার (ডিসিআরসি) তৈরি হচ্ছে। এখান থেকেই সব কাজ হবে। ভোটকর্মীরা প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে বুথে বুথে যাবেন। জেলাশাসক বলেন, “তেমন কোনও সমস্যা নেই। সব কিছু সুষ্ঠু ভাবে হচ্ছে।”
|
কৃতী সংবর্ধনা
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
মাধ্যমিক-উচ্চ মাধ্যমিকের কৃতীদের সংবর্ধনা দেওয়া হল খড়্গপুরে। শহরের তালবাগিচায় ‘যুব ঐক্যে’র উদ্যোগে মঙ্গলবার ৩৩, ৩৪ ও ৩৫ নম্বর ওয়ার্ডের কৃতী ৬০ জন ছাত্রছাত্রীকে সংবর্ধিত করা হয়। উপস্থিত ছিলেন কাউন্সিলর অপূর্ব ঘোষ। সাংস্কৃতিক অনুষ্ঠানও ছিল। এই উদ্যোগের এ বার তৃতীয় বর্ষ। |
|
|
|
|
|