ভোট প্রচারে পর্ষদ, বিধিভঙ্গের নালিশ
ঞ্চায়েত নির্বাচনের মুখে জঙ্গলমহলে প্রচার গাড়ি বের করে বিতর্কে জড়াল মেদিনীপুর-খড়্গপুর উন্নয়ন পর্ষদ (এমকেডিএ)। দুই শহর সংলগ্ন যে সব পঞ্চায়েত এলাকা পর্ষদের আওতাধীন, সেখানে উন্নয়ন খতিয়ান তুলে ধরে এই প্রচার চলছে।
এ ক্ষেত্রে বিধিভঙ্গের অভিযোগ তুলেছে বিরোধীরা। তাদের বক্তব্য, নির্বাচনের বিজ্ঞপ্তি বেরোনোর পর সরকার বা সরকারের অধীন সংস্থা এ ভাবে প্রচার করতে পারে না। এ নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানাতে চলেছে সিপিএম। দলের জেলা সম্পাদক দীপক সরকার বলেন, “নির্বাচনের বিজ্ঞপ্তি বেরোনোর পর এ ভাবে সরকারের অধীন সংস্থা উন্নয়নের খতিয়ান তুলে ধরে প্রচার করতে পারে না। আমরা কমিশনে অভিযোগ জানাচ্ছি।” জেলা কংগ্রেস সভাপতি স্বপন দুবেরও বক্তব্য, “এ ক্ষেত্রে বিধিভঙ্গ হয়েছে।” বিজেপির জেলা সভাপতি তুষার মুখোপাধ্যায় বলেন, “কমিশনের উচিত, পর্ষদের বিরুদ্ধে পদক্ষেপ করা।” কমিশনও খোঁজ নিচ্ছে। জেলাশাসক সুরেন্দ্র গুপ্তের কাছে প্রাথমিক রিপোর্ট তলব করা হয়েছে। পশ্চিম মেদিনীপুরের নির্বাচনী পর্যবেক্ষক দীপক ঘোষ বলেন, “ঠিক কী হয়েছে, জেলাশাসকের কাছে জানতে চেয়েছি। পুরো বিষয়টি খতিয়ে দেখে উপযুক্ত পদক্ষেপ করা হবে।”

এমকেডিএর প্রচার মেদিনীপুর সদর ব্লকের বাঘেরপুকুর এলাকায়।—নিজস্ব চিত্র।
ভুল যে একটা হয়েছে, মানছেন পর্ষদের চেয়ারম্যান তথা মেদিনীপুরের তৃণমূল বিধায়ক মৃগেন মাইতি। তাঁর বক্তব্য, “এমকেডিএ নয়, তৃণমূলের তরফেই প্রচার চলছে। জেলা তৃণমূলের চেয়ারম্যান হিসেবে প্রচার গাড়ি বের করেছি। গত দু’বছরে এমকেডিএ এবং বিধায়ক তহবিলের টাকায় কী কী কাজ হয়েছে, তথ্যচিত্রে তাই দেখানো হয়েছে।” তাহলে গাড়িতে ‘মেদিনীপুর-খড়্গপুর উন্নয়ন পর্ষদ’ লেখা কেন? বিধায়কের বক্তব্য, “ওটা ভুল হয়ে গিয়েছে। ওই ফ্লেক্স খুলে ফেলতে বলেছি। ওখানে দলের ফ্লেক্স লাগানোর কথা!” মৃগেনবাবু বলেন, “একটা ভুল নিয়ে অযথা বিতর্ক হচ্ছে।”
গত দু’বছরে এমকেডিএ কী কী কাজ করেছে এবং মৃগেনবাবুর বিধায়ক তহবিলের টাকায় কী কী কাজ হয়েছে, ৩০ মিনিটের তথ্যচিত্রে তাই তুলে ধরা হয়েছে। প্রচার গাড়িতে এলসিডি স্ক্রিনে তা দেখানো হচ্ছে। রবিবার থেকে শুরু হয়েছে এই প্রচার। সন্ধে থেকে রাত পর্যন্ত গ্রামে গ্রামে ঘুরছে গাড়ি। সোমবার গাড়ি মেদিনীপুর সদর ব্লকের মণিদহ, গুড়গুড়িপাল, এনায়েতপুর, বাগেরপুকুর প্রভৃতি এলাকায় ঘোরে। বুধবার শালবনির সুন্দ্রা, কমলা প্রভৃতি এলাকায় প্রচারের কথা। বৃহস্পতিবার গাড়ি যাবে পিড়াকাটা, সাতপাটি, কলসিভাঙা, তিলাবনিতে। আগামী রবিবার পর্যন্ত নির্ঘণ্ট একেবারে তৈরি।
২০০৪ সালে এমকেডিএ গড়ে ওঠে। কংসাবতী নদীর দুই তীরে দুই শহর মেদিনীপুর-খড়গপুর ও তার আশপাশের ১৪টি গ্রাম পঞ্চায়েত এলাকা রয়েছে পর্ষদের অধীনে। মেদিনীপুর সদর, শালবনি, খড়গপুর-১ ও ২, এই চারটি ব্লকের ১৪টি গ্রাম পঞ্চায়েত এলাকাই রয়েছে উন্নয়ন পর্ষদের ‘প্ল্যানিং এরিয়া’র আওতায়। ২০১২- ’১৩ আর্থিক বছরে পর্ষদের উদ্যোগে ৭৩টি প্রকল্পের কাজ হয়েছে। মৃগেনবাবুর দাবি, “মানুষ যা চেয়েছেন, এই দু’বছরে তার থেকেও বেশি পেয়েছেন। জঙ্গলমহলে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে।” যদিও সিপিএমের জেলা সম্পাদক দীপকবাবুর কটাক্ষ, “জঙ্গলমহল যখন হাসছে, তখন এ ভাবে প্রচার করারই বা দরকার কী! আসলে মানুষের যা প্রত্যাশা ছিল, তার কিছুই হয়নি। মানুষ বুঝতে পারছে, রাজ্যের ক্ষমতায় যারা রয়েছে, তারা গরিব মানুষের কল্যাণ কখনও করতে পারবে না।”


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.