নীতীশ সাম্প্রদায়িক, প্রমাণে তৎপর লালু
রেন্দ্র মোদীকে বিজেপি সাম্প্রদায়িক মুখ হিসেবে তুলে ধরছে, এই দাবি করে এনডিএ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন নীতীশ কুমারেরা। এই অবস্থায় মুসলিম ভোটব্যাঙ্ক বাঁচাতে নীতীশকে সাম্প্রদায়িক প্রমাণে মরিয়া লালুপ্রসাদ যাদব। কাল জেডিইউ নেতা শরদ যাদব বলেছিলেন, “বিজেপি-র ক্ষমতার কেন্দ্রে লালকৃষ্ণ আডবাণী ফিরলে আমরাও এনডিএ-তে ফেরার কথা ভাবতে পারি।” শরদ যাদবের ওই মন্তব্যকে হাতিয়ার করেই আজ নীতীশকে আক্রমণ করলেন লালু। লালুর দাবি, শরদ যাদব কাল যা বলেছেন, তা যথেষ্ট গুরুত্বপূর্ণ।
তাঁর মতে, এখন জেডিইউ আর বিজেপি নাটক করছে। লোকসভা ভোটের পরে ফের জেডিইউ বিজেপি-কে সমর্থন করবে।
লালুর কথায়, “আডবাণীর সঙ্গে মোদীর কোনও পার্থক্য আছে নাকি। আডবাণীর রথই তো আমরা আটকেছিলাম।” তবে কংগ্রেসের প্রশ্নে যথেষ্ট রক্ষণাত্মক লালু। কালই কেন্দ্রে মন্ত্রিসভা রদবদলের পরে নীতীশের প্রশংসা করেছিলেন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। আজ এই বিষয় নিয়ে লালুকে প্রশ্ন করলে তাঁর রসিকতা, “প্রধানমন্ত্রী খুবই ভদ্রলোক। তাঁর যাঁরা নিন্দা করেন, উনি তাঁদেরও উল্টে প্রশংসা করেন।” বিহার নিয়ে কংগ্রেসের অবস্থান নিয়েও কোনও মন্তব্য করতে চাননি লালু।
ধর্মনিরপেক্ষতার প্রশ্নে কংগ্রেসের পাশে রয়েছেন উত্তরপ্রদেশের দুই যুযুধান নেতা মুলায়ম সিংহ যাদব ও মায়াবতী। নীতীশের ঘোর বিরোধী লালু। কিন্তু, নীতীশ কংগ্রেসকে সমর্থন করলেও কংগ্রেসের পাশেই থাকার ইঙ্গিত দিয়েছেন লালু। তাঁর কথায়, “সাম্প্রদায়িক শক্তিকে ক্ষমতা থেকে দূরে রাখতে আমি, মুলায়ম সিংহ, মায়াবতী কংগ্রেসকে সমর্থন করেছি। দেশের ধর্মনিরপেক্ষতা বাঁচিয়ে রাখার দায়িত্ব শুধু কংগ্রেসের নয়, আমাদেরও।”
আরজেডি সূত্রের খবর, নীতীশ যে ভাবে মোদীর বিরোধিতা করে এনডিএ জোট ছেড়েছেন, তাতে যে তিনি মুসলিম ভোটব্যাঙ্কে ভাগ বসাবেন, তা বিলক্ষণ জানেন লালু। নরেন্দ্র মোদীর প্রশ্নে বিহারের উচ্চবর্ণের ভোট বিজেপির দিকে একজোট হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না তিনি।
এই অবস্থায় লালু এখন নীতীশকেই আক্রমণ করছেন। বলছেন, “নীতীশ এখন ডুবতে চলা নৌকা। আমার ধারণা, কিছু দিনে নীতীশের দলের মধ্যেও ভাঙন দেখা দেবে।”

মমতা থাকলে স্থায়ী হয় না জোট
মমতা বন্দ্যোপাধ্যায় কোনও জোটে থাকলে, তা বেশি দিন স্থায়ী হয় না বলে মনে করেন লালু প্রসাদ । মঙ্গলবার পটনায় আরজেডি সুপ্রিমো বলেন, “মমতা কোনও জোটে থাকলে, তা বেশি দিন টিকবে বলে মনে হয়?” লালুর মন্তব্য, “বর্তমানে তৃতীয় কোনও রাজনৈতিক জোট বামদের সাহায্য ছাড়া তৈরি করা অসম্ভব।” কয়েকদিন আগেই তৃতীয় রাজনৈতিক জোট গঠনের আহ্বান জানিয়েছিলেন তৃণমূল নেত্রী। এই পদক্ষেপে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, ওড়িশার নবীন পট্টনায়েকের মতো নেতাদের তিনি পাশে চান বলেও জানান মমতা।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.