|
|
|
|
জেরার মুখে পড়তে পারেন মনমোহনের ঘনিষ্ঠ কর্তা |
নিজস্ব প্রতিবেদন |
কয়লা কেলেঙ্কারিতে প্রধানমন্ত্রীর দফতরের প্রাক্তন প্রিন্সিপ্যাল সেক্রেটারি টি কে এ নায়ারকে সাক্ষী হিসেবে জেরা করতে পারে সিবিআই। মনমোহন সিংহের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত নায়ারকে জেরা করা হলে প্রধানমন্ত্রীর অস্বস্তি আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। ২০০৬ থেকে ২০০৯ সালের মধ্যে কয়লাখনি বণ্টনে অনিয়ম নিয়ে প্রথম প্রশ্ন তোলে কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি)। ওই সময়ে কয়লা মন্ত্রকের দায়িত্বে ছিলেন খোদ মনমোহন। ফলে, সরাসরি মনমোহনের বিরুদ্ধে আঙুল তোলার সুযোগ পেয়ে যায় বিরোধীরা।
কয়লাখনি বণ্টনের সময়ে প্রধানমন্ত্রীর দফতরের প্রিন্সিপ্যাল সেক্রেটারি ছিলেন নায়ার। প্রাক্তন কয়লাসচিব এইচি সি গুপ্তের নেতৃত্বাধীন কমিটি খনি বণ্টনের কাজ দেখাশোনা করত। গুপ্তকেও বৃহস্পতিবার জেরা করবে সিবিআই। খনি বণ্টনে নায়ারেরও যথেষ্ট হাত ছিল বলে কয়লা মন্ত্রক সূত্রের খবর। কয়লা মন্ত্রকের কর্তাদের মতে, গুপ্ত সৎ। খনি বণ্টনের অনিয়মে নায়ারের হাত থাকার সম্ভাবনাই বেশি। কিন্তু, সিবিআই-র কাছে এখনও অভিযুক্ত গুপ্তই। নায়ার কেবলই সাক্ষী। তবে নায়ারকে তলব করার সম্ভাবনাও যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। আজও এই মামলায় বিনি মহাজন ও আশিস গুপ্ত নামে প্রধানমন্ত্রীর দফতরের দুই প্রাক্তন আমলাকে জেরা করেন তদন্তকারীরা। তাঁদের সাক্ষী হিসেবেই ডাকা হয়েছে।কয়লা কেলেঙ্কারির তদন্তের স্ট্যাটাস রিপোর্ট প্রাক্তন আইনমন্ত্রী অশ্বিনী কুমার ও প্রধানমন্ত্রীর দফতরের অফিসারদের দেখানোয় ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের কোপে পড়েছে সিবিআই। তাই তারা এই বিষয়ে ফের আদালতের সমালোচনার মুখে পড়তে চায় না বলেই সংস্থা সূত্রের খবর। |
|
|
|
|
|