হিংসাত্মক অপরাধে দেশে প্রথম অসম
ফের মুখ পুড়ল অসমের।
নারীর উপর অত্যাচার, অপরাধের তালিকায় আগেই দেশে দ্বিতীয় হয়েছিল এ রাজ্য। এ বার সামগ্রিকভাবে হিংসাত্মক অপরাধের তালিকায় প্রথম জায়গাটাও ‘দখল’ করল। ‘ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো’র (এনসিআরবি) সাম্প্রতিক পরিসংখ্যানে এমনই জানানো হয়েছে। শুধু এ-ই নয়, পুলিশের বিরুদ্ধে মানবাধিকার ভাঙার অভিযোগেও প্রথম স্থানে রয়েছে তরুণ গগৈয়ের রাজ্যই।
খুন, খুনের চেষ্টা, ধর্ষণ, অপহরণ, ডাকাতি, লুঠ---এ সবই রয়েছে হিংসাত্মক অপরাধের তালিকায়। ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো-র তথ্য অনুযায়ী, ২০১২ সালে দেশে হিংসাত্মক অপরাধের হারের গড় ছিল ২২.৭ শতাংশ। অসমে তা ছিল ৫৪.২ শতাংশ। তালিকা অনুযায়ী, হিংসাত্মক অপরাধে দ্বিতীয় স্থানে রয়েছে মণিপুর (৪৪.৬ শতাংশ)। তৃতীয় হয়েছে কেরল (৪২.৭ শতাংশ)। রাজধানী দিল্লিতেও ওই ধরনের অপরাধের হার ৩৪.৭ শতাংশ। নারীদের বিরুদ্ধে অপরাধেও ৮৯.৫ শতাংশ পেয়ে দেশের মধ্যে শীর্ষে রয়েছে অসম। ওই ধরণের অপরাধে জাতীয় গড় এখন ৪১.৭ শতাংশ। পুলিশের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভইযোগেও দেশের মধ্যে প্রথম অসম। ২০১২ সালে গোটা দেশে পুলিশের বিরুদ্ধে ২০৫টি মানবাধিকার ভঙ্গের অভিযোগ দায়ের হয়েছে। তার মধ্যে অসমেই রয়েছে ১০২টি অভিযোগ।হিংসাত্মক অপরাধের তালিকায় ২০১১ সালে দেশে তৃতীয় স্থানে ছিল অসম। ওই বছর প্রথম ও দ্বিতীয় ছিল যথাক্রমে কেরল এবং দিল্লি। ব্যুরোর হিসেব অনুযায়ী, গত বছর অসমে ১৩৬৮টি খুন, ৬৭০টি খুনের চেষ্টা, ১৭১৬টি ধর্ষণ, ৩৮১২টি অপহরণ, ২৬৬টি ডাকাতির ঘটনা ঘটে। ওই একই সময়, মণিপুরে ৮৩টি খুন, ৪০৯টি খুনের চেষ্টা, ৬৩টি ধর্ষণ, ২২৩টি অপহরণ, ৮টি ডাকাতির ঘটনা ঘটেছে। এনসিআরবি-র বক্তব্য, জঙ্গি-সন্ত্রাস কমলেও রাজ্যে অপরাধের সংখ্যার ক্রমবর্ধমান হার যথেষ্টই উদ্বেগজনক।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.