|
|
|
|
রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে সেজে উঠছে আগরতলা |
নিজস্ব সংবাদদাতা • আগরতলা |
রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করার পর প্রথম বার ত্রিপুরায় আসছেন প্রণব মুখোপাধ্যায়। তাঁর দু’দিনের সফর শুরু হচ্ছে ২০ জুন, বৃহষ্পতিবার থেকে। ওই দিন দুপুরে বিশেষ বিমানে আগরতলায় পৌঁছবেন তিনি। রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতরের সচিব জানান, ‘‘রাষ্ট্রপতি থাকবেন রাজভবনে। তাঁর সফর ঘিরে সরকারি প্রস্তুতিও এখন চূড়ান্ত পর্যায়ে।’’ শহরে নিরাপত্তা সুনিশ্চিত করতে শুরু হয়ে গিয়েছে নজরকাড়া তৎপরতা।
এর আগে বহু বার প্রণববাবু ত্রিপুরায় এসেছেন। তবে রাষ্ট্রপতি হিসেবে এই প্রথম। তাই তাঁর সফর ঘিরে আগরতলার উৎসাহ এবং প্রস্তুতি তুঙ্গে। প্রস্তুতি পর্বে বিমানবন্দর থেকে রাজভবন, রাজভবন থেকে টাউনহল, আগরতলা থেকে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় পর্যন্ত রাস্তাঘাটের চেহারাই বদলে গিয়েছে। কোনও কোনও স্থানে রাস্তা চওড়া করা হয়েছে। রাস্তার দু’পাশের ফুটপাথ, গাছসবই নতুন সাজে। রাষ্ট্রপতিকে স্বাগত জানানোর জন্য শহরের বিভিন্ন স্থানে তৈরি হচ্ছে তোরণ। শহরবাসী যাতে সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে রাষ্ট্রপতিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাতে পারেন, তাই যে রাস্তা দিয়ে তাঁর কনভয় এগিয়ে যাবে, তার দু’পাশে বাঁশের বেড়া দেওয়া হয়েছে। ঝাঁ ঝকঝকে করে তোলা হচ্ছে আগরতলাকে।
প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, বৃহষ্পতিবার বিকেল চারটে নাগাদ ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন রাষ্ট্রপতি। ঘণ্টাখানেক থেকে আগরতলায় ফিরে আসবেন। আগরতলা পুরসভার চেয়ারম্যান প্রফুল্লজিৎ সিনহা বলেন, ‘‘পুরসভার তরফে সন্ধ্যায় রাষ্ট্রপতিকে টাউনহলে দেওয়া হবে নাগরিক সম্বর্ধনা।’’ পরের দিন ২১ জুন, শুক্রবার দুপুরে রাষ্ট্রপতি পালাটানা বিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন করবেন। পালাটানার অনুষ্ঠান সেরে রাষ্ট্রপতি ফিরে আসবেন রাজভবনে।বিকেলে এনআইটি’র সমাবর্তনে উপস্থিত থাকবেন তিনি। এনআইটি’র অধিকর্তা প্রবীরকুমার বসু জানান, ‘‘রাষ্ট্রপতি এনআইটি’র সর্বোচ্চ সাম্মনিক ‘ডি কসা’ প্রদান করবেন সুইজারল্যান্ডের সার্ন গবেষণা কেন্দ্রের অধিকর্তা এবং ভারতীয় বিজ্ঞানী বিকাশ সিনহাকে।” সার্নের অধিকর্তা আসতে পারছেন না, তাই তাঁর প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকবেন বিজ্ঞানী রুডিগর ভস্। শিক্ষা প্রতিষ্ঠানের কৃতী ছাত্রদের পুরষ্কারও দেবেন তিনি। কারিগরী এই শিক্ষা প্রতিষ্ঠানের গবেষকদের তৈরি করা মডেলগুলি দেখবেন প্রণববাবু। গবেষক এবং ছাত্রদের সঙ্গে মত বিনিময় করার পর এনআইটি’র তৈরি স্পোর্টস কমপ্লেক্সের উদ্বোধন করবেন প্রণববাবু। |
|
|
|
|
|