|
|
|
|
মইলির অপসারণ চেয়ে তৃতীয় চিঠি গুরুদাসের |
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
পেট্রোলিয়াম মন্ত্রী বীরাপ্পা মইলির অপসারণ চেয়ে প্রধানমন্ত্রী মনমোহন সিংহকে আজ ফের চিঠি দিলেন সিপিআই সাংসদ গুরুদাস দাশগুপ্ত। এটি তাঁর তৃতীয় চিঠি। গুরুদাসবাবুর অভিযোগ, প্রাকৃতিক গ্যাসের দাম বাড়িয়ে রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজকে সুবিধে করে দিয়েছেন মইলি। ইচ্ছাকৃত ভাবে কম গ্যাস উৎপাদনের জন্য কেন্দ্রীয় সরকার রিলায়্যান্সকে যে একশো কোটি ডলার জরিমানা করেছিল, তা-ও স্থগিত রেখেছেন তিনি। এ ছাড়া, রিলায়্যান্স বেআইনি ভাবে সরকারি জমি দখলে রেখে দিলেও তাদের বিরুদ্ধে মইলি কোনও ব্যবস্থা নেননি বলে অভিযোগ করেছেন গুরুদাসবাবু। তাঁর পরপর চিঠি সত্ত্বেও মনমোহনের দিক থেকে কেন অন্তত নিরপেক্ষ তদন্তের প্রতিশ্রুতি মিলছে না, সেই প্রশ্ন তুলেছেন প্রবীণ সাংসদ। তাঁর অভিযোগ, “আসলে নির্বাচন এগিয়ে আসছে। তাই ভবিষ্যতে রাজনৈতিক সুবিধে পাওয়ার জন্য এখন বেসরকারি সংস্থাকে প্রাকৃতিক সম্পদ লুঠ করে ফায়দা তুলতে দেওয়া হচ্ছে।”
মইলির বিরুদ্ধে রিলায়্যান্সকে সুবিধে পাইয়ে দেওয়ার অভিযোগ আগেও উঠেছে। মন্ত্রীর অবশ্য বক্তব্য আমদানিকারী লবি পেট্রোলিয়াম মন্ত্রীদের হুমকি দেয়। কারণ তারা চায় না, দেশের মাটির তলায় সঞ্চিত প্রাকৃতিক গ্যাস উত্তোলন হোক।” মইলির দাবিকে নস্যাৎ করে দিয়ে গুরুদাসবাবু বলেন, “আমি কোনও লবির মধ্যে নেই। দেশে যারা গ্যাস আমদানি করে, সেই দু’টিই রাষ্ট্রায়ত্ত সংস্থা। মন্ত্রী কি বলতে চান, রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিও আমদানি লবির অংশ?” কৃষ্ণা-গোদাবরী অববাহিকায় প্রাকৃতিক গ্যাস উত্তোলনের জন্য কেন্দ্রের সঙ্গে মুূকেশ অম্বানীর রিলায়্যান্স সংস্থার চুক্তি হয়েছিল। কিন্তু চুক্তি অনুযায়ী নির্দিষ্ট পরিমাণ গ্যাস উৎপাদন না করায় সংস্থাকে ২০১১-’১২ অর্থবর্ষে ১০০ কোটি ডলার জরিমানা করে পেট্রোলিয়াম মন্ত্রক। সে সময় মন্ত্রী ছিলেন জয়পাল রেড্ডি।চিঠিতে গুরুদাসবাবু অভিযোগ করেছেন, মইলি মন্ত্রকের দায়িত্বে আসার পর গোটা প্রক্রিয়াটাই বন্ধ হয়ে যায়। পরবর্তী বছরগুলিতেও রিলায়্যান্স কম উৎপাদন করে। তবু তাদের জরিমানা করা হয়নি। কেজি-ডি৬ ব্লকের অব্যবহৃত জমি তারা সরকারকে ফিরিয়েও দেয়নি। গুরুদাসবাবুর বক্তব্য, সিএজি-র ডিরেক্টর জেনারেল (হাইড্রোকার্বন) এ বিষয়ে রিপোর্ট দেওয়ার সত্ত্বেও মইলি তা অগ্রাহ্য করে বলেছেন, তিনি এই সব খুঁটিনাটি বিষয়ে ঢুকতে চান না। মইলি স্বভাবতই সব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলে দিয়েছেন, “কেউ যদি মনে করে আমি রিলায়্যান্সকে সাহায্য করছি, তা হলে ইতিহাসই তার জবাব দেবে।” |
|
|
|
|
|